পুশ সুইচ দিয়ে একটি মোটরকে তিন দিক থেকে নিয়ন্ত্রণ

1
2414

নাম শুনেই বুঝা যাচ্ছে আজকের আর্টিকেলটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে। হ্যা, বাস্তবিকভাবেই পুশ সুইচ দিয়ে মোটরকে তিন দিক থেকে নিয়ন্ত্রণের কাজটি খুবই মজার। সাধারণত মোটর বা যেকোন লোডকে টু-ওয়ে সুইচ দিয়েও বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আজ আমি এই আর্টিকেলে আপনাদের এই কাজটি কিভাবে পুশ সুইচ দিয়ে করতে হবে সেটি দেখাব।

গত আর্টিকেলে পুশ সুইচের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ওয়্যারিং সিস্টেম আলোচনা করেছিলাম। আশা করি আজ সেটি কাজে আসবে। যারা মিস করেছেন তাদের কাছে অনুরোধ আর্টিকেলটি পড়ে নিন। অন্যথায় আজকের আর্টিকেলটি বুঝতে অসুবিধা হতে পারে। আর্টিকেল লিংক নিচে দেয়া আছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

একটা বাস্তবের নিরিখেই উপমা দেয়া যাক। মনে করুন, আপনি তিন তলাবিশিষ্ট একটি বিল্ডিং এ থাকেন। এখন নীচতলায় একটা মোটর আছে। আপনি চাইছেন তিনতলা থেকেই মোটরটি কন্ট্রোল করা যাবে এমন সিস্টেম ডেভেলাপ করতে। এখন জেনে নিব কিভাবে এই সিস্টেমটি ডেভেলাপ করা যায়?

পুশ সুইচ দিয়ে একটি মোটরকে তিন দিক থেকে নিয়ন্ত্রণ প্রক্রিয়া

সার্কিট কানেকশন

কাজটি করতে যা যা লাগবেঃ

  • তিনটি অফ পুশ সুইচ
  • তিনটি অন পুশ সুইচ
  • একটি ম্যাগনেটিক কন্টাক্টর
পুশ সুইচ এবং ম্যাগনেটিক কন্টাক্টর
দরকারি ডিভাইস

এখানে তিনজোড়া পুশ সুইচ দিয়ে মোটরকে তিনদিক থাকে নিয়ন্ত্রণ করা যাবে। আপনি চাইলে শুধুমাত্র তিনদিক না, চার-পাঁচদিক থেকেও নিয়ন্ত্রণ করতে পারবেন।

সেক্ষেত্রে কেবল আপনার সুইচ সংখ্যা বাড়াতে হবে। চারদিক থেকে হলে চার জোড়া এবং পাঁচদিক থেকে হলে পাঁচ জোড়া পুশ সুইচ দরকার হবে।

পুশ সুইচ সার্কিট কানেকশন
সার্কিট কানেকশন
  • এখন, ধরুন আপনার কাছে যে ম্যাগনেটিক কন্টাক্টরটি আছে সেটি হল সিংগেল ফেজ।
  • এখন ম্যাগনেটিক কন্টাক্টরের হোল্ডিং কয়েলে সিংগেল ফেজ সাপ্লাই দিতে হবে।
  • ম্যাগনেটিক কন্টাক্টরের হোল্ডিং কয়েলের দুই প্রান্ত হল A1 এবং A2।
  • A1 এ একটি ফেজ এবং A2 তে একটি নিউট্রাল লাইন সংযোগ দিতে হবে।
  • ফেজ লাইনটি তিনটি অফ পুশ সুইচের নরমালি ক্লোজ কন্ট্যাক্টে যুক্ত করে দিতে হবে।
  • এক্ষেত্রে তিনটি অফ পুশ সুইচের সিরিজ সংযোগ হবে। কেন সিরিজ সংযোগ কেন প্যারালাল না সে ব্যাপারে গত আর্টিকেলে আলোচনা করা হয়েছিল।
  • একইভাবে তিনটি অন পুশ সুইচের নরমালি ওপেন কন্ট্যাক্টেও ফেজ সংযোগ দিতে হবে।
  • অন পুশের এক প্রান্তে ফেজ এবং অপর প্রান্ত ম্যাগনেটিক কন্টাক্টরের নরমালি ক্লোজ কন্ট্যাক্টের সাথে সংযোগ করতে হবে।
  • তিনটি অন পুশ সুইচের সংযোগ ম্যাগনেটিক কন্টাক্টরের সাথে থাকতে হবে।
  • কানেকশনের সুবিধার জন্য একটি অন পুশের প্রান্ত ম্যাগনেটিক কন্টাক্টরে সংযোগ দিয়ে তা বাকি দুইটি অন পুশের সাথে শর্ট করে দিলেই হবে।

কানেকশন শেষ করার পর তিনটি অন পুশ সুইচের যেকোন একটি প্রেস করলেই আপনার ম্যাগনেটিক কন্টাক্টর তথা লোড চালু হবে। এভাবে তিনতলা থেকে তিন জোড়া অন অফ পুশ সুইচ ব্যবহার করেই আপনি নীচতলায় রাখা মোটরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার বহুতলা ভবন হলেও সমস্যা নেই। সেক্ষেত্রে সুইচ জোড়া বাড়িয়ে নিতে হবে।

আরো কিছু পোস্ট

কিভাবে পুশ সুইচ ম্যাগনেটিক কন্টাক্টরের সাথে ওয়্যারিং করতে হয়? | অন-অফ পুশবাটন সুইচ

1 COMMENT

  1. MD.NAZMUL HASAN

    Motor Start Ache ki nah Ata Bujar Jonno jodi LED Balab dewa jaye valo hoy…..
    ami 3 tolaye thaki ami push on batton chap delam , motor start holo abr 2 tolaye je thake se oh jodi push on batton a chap dey , tiale ki kono problem hobe … tai jodi Endicatoe use kori taile valo ho be ,, motor start ache tai endicator jolca..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here