“পুশ সুইচ”- ফ্যাক্টরিতে জব করে এমন সবাই এই টার্মটির সাথে সুপরিচিত। কারণ ফ্যাক্টরিতে মোটরের ডাইরেক্ট অনলাইন স্টার্টার, স্টার ডেল্টা সার্কিট, মোটর ফরোয়ার্ড রিভার্স কন্ট্রোলিং এর জন্য অন-অফ পুশ সুইচ বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। তাই আজ পুশ সুইচ এর পরিচিতি এবং পুশ সুইচ এর ওয়্যারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক।
পুশবাটন সুইচ কাকে বলে?
ইন্ড্রাস্ট্রিতে মোটর কন্ট্রোলিং সার্কিটের ম্যাগনেটিক কন্টাক্টরের সাথে যুক্ত যে সুইচ ম্যানুয়ালি / অপারেটর এর মাধ্যমে পুশ করে সুইচিং করা হয় এবং যার স্থিতিস্থাপকতা আছে মানে ছেড়ে দিলে স্প্রিং এর মাধ্যমে আগের অবস্থায় ফিরে আসতে পারে তাকে পুশবাটন সুইচ বলে। যেমন অন-অফ পুশবাটন সুইচ।
ফ্যাক্টরিতে মেশিনের পুশবাটন সুইচে কি কি থাকে ?
ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচে চারটি পিন থাকে- দুইটি পিন NC (Normally Close), দুইটি পিন NO (Normally Open)
পুশবাটন সুইচ কি কি হিসেবে ব্যবহৃত হয়?
ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত পুশবাটন সুইচ যেসব কাজে ব্যবহৃত হয়ঃ
- অন সুইচ হিসেবে ব্যবহার হয়
- অফ সুইচ হিসেবে ব্যবহার হয়
- ইমারজেন্সি সুইচ হিসাবে ব্যবহার হয়
ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচকে অন সুইচ হিসেবে ব্যবহার করলে কন্ট্রোল সার্কিটকে ল্যাচিং করা হয় কেন?
এই প্রশ্নের উত্তরটি বুঝতে হলে সর্বপ্রথম আমাদের ল্যাচিং সিস্টেম নিয়ে ধারণা থাকতে হবে। ল্যাচিং শব্দের অর্থ কোন কিছু আঁকড়ে রাখা। এক্ষেত্রে পাওয়ারকে আঁকড়ে রাখার কথা বলা হচ্ছে। পুশবাটন সুইচ পুশ করে ছেড়ে দিলে যখন আগের অবস্থায় ফিরে আসে তখন কন্ট্রোল সার্কিটে আর পাওয়ার থাকে না। তাই পাওয়ারকে হোল্ড করে ধরে রাখার জন্য ল্যাচিং করা হয়। তাই ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচকে অন সুইচ হিসেবে ব্যাবহার করলে কন্ট্রোল সার্কিটকে ল্যাচিং করা হয়।
ইন্ডাস্ট্রিতে মেশিনে পুশবাটন অন সুইচ এবং অফ সুইচ কোন কালারের হয় ?
- ইন্ডাস্ট্রিতে মেশিনে পুশবাটন অন সুইচের কালার সবুজ হয়।
- ফ্যাক্টরিতে মেশিনে অফ সুইচ বা ইমারজেন্সি সুইচের কালার লাল হয়।
পুশ সুইচের ওয়্যারিং ডায়াগ্রাম
উপরে একটি অন পুশ এবং এই অফ পুশ বাটন সুইচের সাথে ম্যাগনেটিক কন্টাক্টরের ওয়্যারিং ডায়াগ্রাম দেখানো হয়েছে। ম্যাগনেটিক কন্টাক্টরের ইনপুটে বা হোল্ডিং কয়েলে সিংগেল ফেজ সাপ্লাই (২২০/২৩০) ভোল্ট দেয়া হবে। আর আউটপুট টার্মিনাল লোডের সাথে সংযুক্ত হবে। ফেজ লাইন অফ পুশ সুইচের নরমালি ক্লোজ কন্ট্যাক্ট এবং অন পুশ সুইচের নরমালি ওপেন কন্ট্যাক্টের সাথে সংযুক্ত আছে।
কারণ যদি অফ পুশ সুইচ ২২০ ভোল্ট সাপ্লাই পায় তাহলে তার নরমালি ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে এবং সাপ্লাই বন্ধ হবে। অপরদিকে যদি অন পুশ সুইচের নরমালি ওপেন কন্ট্যাক্ট ২২০ ভোল্ট সাপ্লাই পায় তাহলে তা ক্লোজ হয়ে যাবে এবং ম্যাগনেটিক কন্টাক্টরে সাপ্লাই চালু হবে।
অন-অফ পুশ সুইচ সার্কিটের সাথে কিভাবে কানেকশন করা আছে?
অন-অফ পুশ সুইচ দুটো ম্যাগনেটিক কন্টাক্টরের কন্ট্রোলিং সার্কিটের সাথে সিরিজে কানেকশন করা আছে। এক্ষেত্রে কখনো প্যারালালে কানেকশন হয় না। ফ্যাক্টরিতে মেশিনে ভুলবশত সুইচকে প্যারালালে কানেকশন করলে এসি সার্কিট হলে ফেজ নিউট্রাল একত্রিত হয়ে যাবে, ডিসি সার্কিট হলে পজেটিভ নেগেটিভ একত্রিত হয়ে যাবে। লোডবিহীন ফেজ টু নিউট্রাল বা পজিটিভ টু নেগেটিভ শর্ট সার্কিট হওয়া। এতে ফ্যাক্টরিতে বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটতে পারে।
আরো কিছু পোস্ট
ম্যাগনেটিক কন্টাক্টর নিয়ে সহজ এবং সংক্ষিপ্ত আলোচনা | পর্ব-১
ম্যাগনেটিক কন্টাক্টর নিয়ে সহজ এবং সংক্ষিপ্ত আলোচনা | পর্ব-২