খুব সহজেই তৈরি করে ফেলুন Variable Voltage Power Supply Circuit

Variable voltage power supply circuit – আজ আমরা LM317 আইসির মাধ্যমে মজার একটি ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করবো যার নাম পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই সার্কিট তৈরী করবো।

প্রয়োজনীয় মালামাল

  • Step Down Transformer (9v) – ১টি
  • Diode(IN4007) – ৪টি
  • Capacitor 100uf/25 – ১টি
  • Capacitor 0.1uf/25v – ১টি
  • Capacitor 10uf/16V – ১টি
  • Resistor (1K) – ১টি
  • Resistor (220 ohms) – ১টি
  • LM317 – ১টি
  • LED – ১টি
  • Project Board – ১টি
  • Multimeter – ১টি

ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই সার্কিট ডায়াগ্রাম

পাওয়ার সাপ্লাই সার্কিট
ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই সার্কিট

উপরের চিত্র অনুযায়ি সার্কিট সংযোগ প্রক্রিয়া কমপ্লিট করি। এরপর Variable Resistor টি আস্তে আস্তে ঘুরালে আমরা দেখতে পাব যে ভোল্টেজ পরিবর্তন হচ্ছে।

কার্যপ্রণালী

এই সার্কিটে LM317 আইসি ব্যবহার করা হয়েছে। LM317 হল একটি Adjustable Voltage Regulator IC বা পরিবর্তনশীল ভোল্টেজ রেগুলেটর আইসি। এটি Input Voltage এর স্বাপেক্ষে আউটপুট ভোল্টেজ কে নিয়ন্ত্রন করে।

আমরা যদি ইনপুট ভোল্টেজ(DC) সাপ্লাই করি তবে এই আইসি Variable Resistor এর মাধ্যমে ভোল্টেজকে কন্ট্রোল করতে পারে। এখানে Variable Resistor বলতে বোঝায় যে Resistor এর মান পরিবর্তনশীল। এই LM317 আইসির কাজ হল DC Step Down Buck Converter এর মত যা ভোল্টেজকে ইচ্ছাঅনুযায়ী পরিবর্তন করতে পারে।

এর আগে আমরা 7805 regulator IC ব্যবহার করেছি। LM7805 এবং LM317 এই দুটির মধে মূল পার্থক্য হলো 7805 IC দ্বারা ভোল্টেজ পরিবর্তন করা যায় না কিন্তু LM317 IC এর কমন পিন এর সাথে একটি Variable resistor ব্যবহার করে এর ইনপুট ভোল্টেজ কে আউটপুটে পরিবর্তন করা যায়। আউটপুটে সর্বচ্চ ভোল্টেজ নির্ভর করে ট্রান্সফরমারের সর্বোচ্চ ভোল্টেজের উপর। এর ইনপুট এ (1.2v থেকে 37v) সাপ্লাই দেওয়া যায় এবং আউটপুট এ প্রায় ইনপুটের সমান ভোল্টেজ পাওয়া যায়। এটি সর্বোচ্চ 100mAmp কারেন্ট সরবরাহ করতে পারে।

LM317 পিন কনফিগারেশন

পাওয়ার সাপ্লাই সার্কিট

LM317 আইসির তিনটি পিন রয়েছে

  1. Adjust ( পরিবর্তন) :- এখানে এই পিন ইনপুট ভোল্টেজ কে পরিবর্তন এর মাধ্যমে আউটপুট এ প্রেরণ করে। এখানে একটি পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়।
  2. Input (ইনপুট) :- এই পিন এ আমরা ইনপুট Voltage প্রদান করব। যা হবে DC োল্টেজ।
  3. Output (আউটপুট) :- এই পিন থেকে আমরা পজেটিভ ভোল্টেজ পাব।

বি:দ্র:- LM317 আইসি ব্যবহারের সময় Heatsink লাগাতে হবে (voltage অনুসারে), LM317 এর দাম ১০ থেকে ২০ টাকা (স্থানভেদে)

ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই সার্কিট বিশ্লেষণ

  • এখানো একটি Step Down Transformer ব্যবহার করা হয়েছে যা (প্রায়) 220 ভোল্টকে 6 ভোল্ট এ রুপান্তর করে। Transformer এর ইনপুট সরাসরি 220 Volt লাইন এর সাথে সংযুক্ত থাকবে। এর আউটপুট এ ২টি বা ৩টি তার থাকতে পারে।
  • এখানে Diode(IN4007) ব্যবহার করা হয়েছে। যা AC কে DC তে রুপান্তর করে।
  • এবার একটি Capacitor সংযোগ দিতে হবে। C1 ক্যাপাসিটরটি পালসেটিং ডিসিকে পিউর ডিসি করার জন্য ব্যাবহার করা হয়।
  • এরপর Indicator হিসেবে একটি LED ব্যবহার করা হয়েছে এবং LED এর সাথে সিরিজে Resistor সংযুক্ত রয়েছে যা LED কে অতিরিক্ত Voltage থেকে রক্ষা করে। C2 ক্যাপাসিটরটি LM317 এর ইনপুট ভোল্টেজ এর নয়েজ দূর করে।
  • LM317 এর কাজ ভোল্টেজ কে পরিবর্তন করা।
  • এখানে (R2 & R3) রেজিস্টর ভোল্টেজ ডিভাইডার তৈরী করে।
  • R3 Variable Resistor এর মাধ্যমে আউটপুট ভোল্টেজকে পরিবর্তন করা যায়।
  • C3 ক্যাপাসিটরটি আউটপুট ভোল্টেজকে স্থির রাখে।

সাবধানতা

  1. LM317 এর মধ্যে নির্ধারিত ভোল্টেজ থোকে বেশি ভোল্টেজ প্রদান করা যাবে না।
  2. Variable Resistor তাড়াতাড়ি ঘুরানো যাবে না, ধীরে ধীরে ভোল্টেজ পরির্তন করতে হবে।
  3. Transformer এ ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার সময় সতর্ক থাকতে হবে যাতে শক না লাগে।
  4. মিটার এর রেন্জ সেট করার সময় অবশ্যই ডিসি মোডে সিলেক্ট করতে হবে। নাহলে মিটার নষ্ট হয়ে যেতে পারে।
  5. Diode লাগানোর সময় এর Anode Cathode সঠিকভাবে দেখে লাগাতে হবে নতুবা আউটপুটে কোনো ভোল্টেজ আসবে না।
  6. Capacitor সংযোগ এর সময় এর পোলারিটি দেখে সংযোগ করতে হবে, যদি ভুল হয় তবে capacitor ফেটে যেতে পারে।
  7. আবার Capacitor এর মান ইনপুট ভোল্টেজের দেড়গুন হতে হবে।
  8. LM317 IC ব্যবহার করার সময় Heat Sink লাগাতে হবে।
  9. LM317 এর ইনপুটে AC Voltage প্রদান করা যাবে না।

আমাদের তৈরি করা প্রজেক্ট ভিডিও

আজ এই পর্যন্ত, ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।