ইলেকট্রিক্যাল সিস্টেমে কেন শুধু সিংগেল ফেইজ ও থ্রি ফেইজের নাম জপা হয়?

ইলেকট্রিক্যাল সিস্টেমে কেন শুধু সিংগেল ফেইজ আর থ্রি ফেইজ এর নাম জপা হয়? তাহলে কি 2, 4, 5, 6, 7, 8 ফেইজ ইনস্টল করা যাবেনা? আর গেলেও কেন আমরা সেগুলো ব্যবহার করিনা???

আসলে এমনটা নয় যে 2, 4, 5, 6, 7, 8 লাইন সেট আপ করা যাবেনা। অবশ্যই যাবে। কিন্তু বসালে কিছু অসুবিধা দেখা যাবে। সেগুলো কি কি?

  • প্রথমত 2 phase or double ফেইজ এর লাইন ব্যবহার করলে দুই ফেজের সাথে দুটো করে নিউট্রাল দরকার হবে। তাই টু ফেজ, ফোর ওয়্যার সিস্টেম রক্ষণাবেক্ষণ, ত্রুটি সনাক্তকরণ বেশ কষ্টসাধ্য।

এবার আসি পলিফেজ লাইন এর ক্ষেত্রে। 4,5,6,7,8 ফেইজ ব্যবহার করলে যেসব সমস্যা দেখা যায় —–

  1. ওয়ার এর সংখ্যা বেড়ে যাওয়ায় কানেকশন বেশ জটিল হবে
  2. বড় সাইজের বৈদ্যুতিক টাওয়ার এবং প্যানেল ব্যবহার করা লাগবে। ইন্সটলেশন খরচ বেড়ে যাবে
  3. আর লাইন এর ফল্ট বা লিকেজ বেড়ে যাবে।
  4. লাইন ট্রান্সপজিশনে বা ফেইজ পজিশন পরিবর্তনে যথেষ্ট জটিলতা হবে
  5. আর ট্রান্সমিশন লাইন এ করোনা লস, ফেরান্টি প্রভাব বেড়ে যাওয়ার প্রবণতা বাড়বে।

উপরোক্ত বিষয়াদি মাথায় রেখে সিংগেল অথবা থ্রি ফেইজ ই সর্বোত্তম বলে পরিগণিত

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

সিঙ্গেল ফেইজ পাওয়ারকে থ্রী ফেইজে রূপান্তর এর পদ্ধতি পড়ুন