সিংগেল ফেইজ পাওয়ারকে থ্রী ফেইজ পাওয়ারে রুপান্তর পদ্ধতি

অনেকের মনে একটা প্রশ্ন বিরাজ করে যে আমি সিংগেল ফেইজ পাওয়ারকে কিভাবে থ্রী ফেইজ পাওয়ার এ রুপান্তরিত করব???

কাজটি তিনটি উপায়ে করা যায়

  1. VFD ব্যবহার করে।
  2. Phase converter ব্যবহার করে।
  3. স্টেইনমেজ কানেকশন এর মাধ্যমে।

আজকে VFD (Variable Frequency Drive) এর মাধ্যমে কিভাবে করা হয় সেটার ব্যাখ্যা করব।

VFD এর মূলত তিনটি পার্ট

  1. রেক্টিফায়ার সার্কিট
  2. ফিল্টার সার্কিট
  3. ইনভার্টার

নিম্মে কার্যক্রম দেয়া হলোঃ

  • প্রথমে ইনপুটে সিংগেল ফেইজ এসি সাপ্লাই প্রদান করা হয়।
  • অতঃপর রেক্টিফায়ার সার্কিট এর মাধ্যমে তাকে ডিসি করা হয়।
  • এই ডিসি পুরোপুরি ডিসি নয়। কিছু এসি ভেজাল হিসেবে থাকে। তাই ইহাকে ফিল্টার করার জন্য L-C বা π ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়।
  • ফিল্টার করার পর পিউর ডিসি ইনভার্টার অংশে ইনপুট হিসেবে যায়। আর ইনভার্টার আমাদের থ্রী ফেইজ এসি সাপ্লাই দেয়।
  • VFD এর মূল কাজটা ইনভার্টার করে বলে একে ইনভার্টার হিসেবেও আমরা চিনি। এটা দিয়ে ফ্রিকুয়েন্সির পরিবর্তন করেও মোটর স্পীড পরিবর্তন করা সম্ভব।

নিচে বুঝার সুবিধার জন্য সার্কিট ডায়াগ্রাম দেয়া হল