Electricity এবং Current কি একই জিনিশ! পড়ে ফেলুন লেখাটি

0
3099

আচ্ছা “Electricity” আর “Current ” কি এক জিনিশ??

উত্তর হবে কখনোই না। Current শব্দের অর্থ হল প্রবাহ। Electricity হলেই যে প্রবাহিত হতে হবে তার কোন মানে নেই। Electricity স্থির ও থাকতে পারে। যেমন স্থির বিদ্যুৎ যা ঘর্ষনের ফলে সৃষ্টি হয় যেটা কোন পরিবাহীর মধ্য দিয়ে চলাচল করে না।

ছোট বেলায় তৈলাক্ত মাথায় কলম ঘষে তাতে আমরা কাগজের টুকরা আটকানোর চেষ্টা করতাম। অজান্তেই জিনিসটা করে ফেললেও আসলেও এটা একটা স্থির বিদ্যুৎ এর প্রয়োগমাত্র।

তাহলে কি দাড়াল! Electricity বলতে শুধুমাত্র বৈদ্যুতিক চার্জের অস্তিত্ব কে বোঝায়, প্রবাহ নয়। Current বলতে পরিবাহীর ভেতর চার্জের (ইলেকট্রন) প্রবাহ বুঝায়।

অর্থাৎ, Electricity দুই প্রকার। যথা :

  1. স্থির বিদ্যুৎ (Statical Electricity)
  2. চল বিদ্যুৎ (Dynamic Electricity)

Current দুই প্রকার। যথা :

  1. AC Current
  2. DC Current

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে বিস্তারিত পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here