কৃষিখাতে একজন তড়িৎ প্রকৌশলীর ভূমিকা কি?

1
627
ইলেকট্রিক্যাল কৃষি

কৃষিখাতেও একজন তড়িৎ প্রকৌশলীর বেশ অবদান থাকে। কিন্তু অনেকেরই সেটা অজানা। আমাদের দেশে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশান, রাইস রিসার্চ ইন্সটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তড়িৎ প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে।

এবার জানবো তড়িৎ প্রকৌশলীর সেখানে কি কাজ করে?

১) ইরিগ্রেশান সিস্টেমের জন্য সোলার প্যানেল ডিজাইন অথবা এতে ব্যবহৃত মোটরের বিভিন্ন প্রকার ট্রাবলশুটিং।

২) বীজ উৎপাদন, সংরক্ষণ এর জন্য হিমাগারের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ।

৩) কৃষিতে অটোমেশান টেকনোলজির ব্যবহার, যেমন অটো ইরিগ্রেশান, অটো সীড বেড প্রিপারেশান।

৪) কৃষি অফিসের বিভিন্ন ভবনের বিদ্যুতায়ন ব্যবস্থার নকশাচিত্র তৈরি করা

1 COMMENT

  1. khub valo ekta site..sohoj vashay lekha..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here