একটা কমন প্রশ্ন সবার মনে কাজ করে যে আমরা বা যেকোন প্রাণী যে বিদ্যুতের শক খেয়ে থাকি তার জন্য দায়ী কে? ” Who is the criminal? ”
অনেকে সন্দেহ করেন যে ভোল্টেজ মামা দায়ী। আবার অনেকে বলেন ভোল্টেজ মামার বউ কারেন্ট মামী দায়ী। এ সন্দেহের নিরসন হওয়াটা জরুরী। চলুন পুলিশি তদন্ত শুরু হোক
প্রথমত, উচ্চ ভোল্টেজ কিংবা উচ্চ কারেন্ট দুটোই আমাদের শকের কারণ হতে পারে। হুম তবে সব শকের মাত্রা একই রকম হয় না। সেটা আবার নির্ভর করে ভোল্টেজ / কারেন্ট লেভেল, বিদ্যুতের প্রবাহকাল & Victim এর resistance এর উপর।
যেমন ভেজা & শুষ্ক অবস্থায় বিভিন্ন প্রাণীর রোধের বিভিন্নতা দেখা যায়। কিছু কিছু শকে Victim ধাক্কা খায়, আবার কিছু কিছু শকে শিরশির অনুভূতি আবার কিছু কিছু শকে তার মৃত্যুও হতে পারে।
এখন একটা প্রশ্ন আসতে পারে, এই ধাক্কা, শিরশির & মার্ডার কিভাবে করে?
মানবদেহ বিদ্যুৎ পরিবাহী। যখন কোন মৃদু মাত্রার বিদ্যুৎ দেহে প্রবেশ করে তখন তার দেহের সেন্সিটিভ সেলগুলো কার্যকর হয়ে উঠে & নিউরনে বার্তা পাঠায়। আর উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবেশ করে তখন সেটি তার ব্লাড সেলগুলো ঘুষি মেরে নষ্ট করে দেয়। এমনকি কার্ডিয়াক এরেস্ট হতে পারে। তাই সে পটল তুলে।
ভাই অনেক ত বকবক করলাম। এবার চলুন তাইলে ক্রিমিনালদের একটা লিস্ট বানাই। উপরের Investigation অনুযায়ী এই হত্যা / হত্যার চেষ্টার পেছনে দায়ী ৪ জন।
- ভোল্টেজ মামা
- তার স্ত্রী কারেন্ট মামী
- মামা – মামীর ভালবাসার সময়কাল অর্থাৎ প্রবাহিত বিদ্যুৎ এর সময়
- মামীর সতীন রোধ
বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।