ট্রান্সমিশন লাইনে U আকৃতি ঝুলানো জাম্পার লাইন যেকারনে ব্যবহার হয় পড়ুন

উপরে ট্রান্সমিশন লাইনটিতে U আকৃতিতে ঝুলানো যেই পরিবাহী তার দেখা যাচ্ছে সেগুলো হল জাম্পার লাইন।

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বিস্তারিত পড়ুন

এখন এই তারের কাজটা কি?

নাম থেকেই তার কাজটা আন্দাজ করা যায়। Jumper line অর্থাৎ কিছু একটা Jump করে এক পাশ থেকে অন্যপাশে যাবে। এখন প্রশ্ন দাঁড়ায় সেটা কি?

কে আর বিদ্যুৎ মহাশয়। পোলের এক প্রান্তের বিদ্যুৎ অন্যপ্রান্তে যাওয়ার জন্য এই জাম্পার লাইন ব্যবহার করা হয়। অর্থাৎ, পোলের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকবেনা। তারা এই জাম্পারের সাহায্যেই মিলিত হবে।

নদীর এপাড় আর ওপারের মানুষ যেমন সেতু বা ব্রীজ ব্যবহার করে মেলামেশা করে।

প্রশ্ন আসে এমনটা না করে দুই প্রান্তের প্রত্যক্ষ সংযোগ দিলে অসুবিধা কোথায়? এটা কি করা যাবেনা?

হ্যা, করা যাবে। যাবেনা কেন? একবার করেই দেখেন না। তারপর টাওয়ার টা ছুতেও হবে না। এর ১০ ফুট দূরত্বে থাকলেই আপনাকে জমের মত টেনে ঝুলিয়ে রাখবে এই টাওয়ার বাবাজি। কেন?

কারণ টাওয়ার এর বডি মেটাল বডি। কোন রুপ জাম্পার লাইন বা ইনসুলেটর ছাড়া প্রত্যক্ষ সংযোগ দিলেই তার বডি শর্ট হয়ে যাবে এবং তার নিকটবর্তী এরিয়ার খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করিবে।

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বিস্তারিত পড়ুন