সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে থাকে – সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে এক ধরনের এসি মোটর। এই মোটর দিয়ে 1 phase current কে সাপ্লাই দিলেই এটি চলতে পারে। এই মোটরের প্রধান দুটো পার্ট হচ্ছে Rotor এবং Stator. এদের মধ্যে rotating বা ঘূর্ণনশীল পার্ট হচ্ছে Rotor এবং স্থির পার্ট হচ্ছে Stator.
Rotor হচ্ছে এই মোটরের moving part যেটা ঘুরতে পারে। ওদিকে Stator হচ্ছে স্থির পার্ট যেটা কখনোই ঘুরতে পারে না। Stator এর মধ্যে কিছু নির্দিষ্ট খাঁজ থাকে যেখানে কতগুলো winding বা তামার তার প্যাঁচানো থাকে। এগুলোকে Stator winding বলে। Stator Winding দুই ধরনের হয়। একটা main winding (বা প্রধান তার), আরেকটা auxiliary winding (বা সাহায্যকারী তার). Auxiliary winding গুলো main winding এর সাথে লম্বালম্বি বা perpendicular ভাবে থাকে।
এসব winding তৈরি হয় কপার দিয়ে। শুধুমাত্র main winding দিয়ে মোটরের মধ্যে 1 phase AC কারেন্ট সাপ্লাই করা হয়। তখন winding এর চারপাশে revolving magnetic field (rmf) তৈরি হয় যেটা Rotor কে ঘোরাতে সাহায্য করে। যদিও AC current এর direction প্রতি সেকেন্ডে 50 বার পরিবর্তিত হয় (50 Hz) এবং Revolving Magnetic Flux (rmf) এর দিকও প্রতি সেকেন্ডে 50 বার পরিবর্তিত হয়, তবুও এই মোটরের Rotor একটা নির্দিষ্ট দিকেই ঘুরে।
তাই রোটরকে নির্দিষ্ট দিকে ঘোরানোর জন্য একটা থিওরি ব্যবহার হয় যার নাম “ডাবল ফিল্ড রিভোলভিং থিওরী” বা Double Field Revolving Theory. মোটর চালু হবার সময় এই থিওরীটা কাজ করে। এই মোটরে মাঝে মাঝে auxiliary winding এর সাথে একটা সুইচের মাধ্যমে ক্যাপাসিটর কানেক্ট করা থাকে। এই সুইচকে সেন্ট্রিফিউগাল সুইচ (Centrifugal Switch) বলে।