পাওয়ার লাইন শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে উঠে ওভারহেডলাইনের চিত্র। ব্যাপারটি খুবই স্বাভাবিক। কারণ আমাদের দেশে ওভারহেড পাওয়ার লাইনগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু এই পাওয়ার লাইন কিন্তু মাটির গভীরেও স্থাপন করা সম্ভব। ব্যাপারটা দারুণ না? একটু ভাবুন তো আপনার মাথার উপর আর কোন তারের ঝামেলা নেই এবং পারিপার্শ্বিক পরিবেশটা কতই না সুন্দর হবে যেন ইউরোপের কোন শহর। এখন মনে প্রশ্ন জাগবে তাহলে ওভারহেড লাইন ব্যবহার করার মানে কি তাইনা? চলুন এখন জানব এই দুই ধরনের লাইনের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক।
ইন্সটলেশান খরচ
প্রথমত মনে করে নিন, আপনি এখন আন্ডারগ্রাউন্ড লাইন ব্যবহার করছেন। প্রাথমিকভাবে এই লাইনটি প্রতিস্থাপন করার জন্য আপনাকে বেশ টাকা খরচ করতে হবে। এই খরচ ওভারহেড লাইন স্থাপনের তুলনায় দ্বিগুণ। অনেক ক্ষেত্রে এই ব্যয় ৫-১০ গুণ বেশি হয়ে যায়। তাই স্বল্পোন্নত দেশগুলোর জন্য এটা হাতিপোষার-ই শামিল।
দূর্ঘটনা ঘটার সম্ভবনা
আর আন্ডারগ্রাউন্ড লাইনে দূর্ঘটনা ঘটার সম্ভবনা খুব কম। কথায় আছে ভাল জিনিসের মূল্যও বেশি।
ট্রান্সফরমার স্থাপন
ওভারহেড ডিস্ট্রিবিউশান লাইনে ট্রান্সফরমার H – type পোলে বসানো থাকে। আর আন্ডারগ্রাউন্ড লাইনে ট্রান্সফর্মার পৃথক প্লাটফর্মযুক্ত ঘরে সজ্জিত থাকে।
লাইন সংকোচন প্রসারণ
ম্যানহোল, ডাক্ট ইত্যাদি একবার সেট আপের পর এই লাইন সম্প্রসারণ বা সংকোচন করতে পারবেন না। কিন্তু ওভারহেড লাইনে প্রয়োজনানুসারে সম্প্রসারণ বা সংকোচন সম্ভব।
লাইনের ত্রুটি
এই লাইনে ত্রুটি অনেক কম হয়। অপরদিকে ওভারহেড লাইন একগুয়ে না হলেও তার নানা ধরনের ত্রুটি দেখা যায়। তবে আন্ডারগ্রাউন্ড লাইনে যদি কোন ফল্ট হয় সেটার সমাধান করতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে রীতিমত।
রক্ষণাবেক্ষণের খরচ
তবে রক্ষণাবেক্ষণের খরচের কথা চিন্তা করলে আন্ডারগ্রাউন্ড উত্তম। কারণ ইহা বজ্রপাত, বাতাস, বরফ থেকে সংরক্ষিত থাকে।
সার্জ ভোল্ট প্রটেকশান
আন্ডারগ্রাউন্ড লাইনে সার্জ ভোল্ট এর জন্য প্রটেকশান সিস্টেম এর দরকার হয়না।
সৌন্দর্য বর্ধন
আন্ডারগ্রাউন্ড লাইন পরিবেশের সৌন্দর্য বর্ধন এ সাহায্য করে
নিশ্চয়ই মনে ঘুরপাক খাচ্ছে তাইলে কোনটা সুবিধাজনক? ধরেন, আপনি বন্ধু নির্বাচন করবেন দুইজনের মধ্যে। একজনের ১০ টি গুণের মধ্যে ৮ টি গুণ ভাল, অন্যদিকে অপরজনের ১০ টি গুণের মধ্যে ৫ টি গুণ ই খারাপ। তাইলে নিশ্চয়ই আপনি প্রথম জনকেই বন্ধু হিসেবে বেছে নিবেন। তেমনিভাবে আন্ডারগ্রাউন্ড পাওয়ার লাইনের সুবিধা সর্বাধিক। তবে ইন্সটলেশান খরচ বেশি হওয়ায় অনেক দেশ এই প্রজেক্ট হাতে নিতে চায়না।
উপরের ছবিটি দেখে কি মনে হচ্ছে? নিশ্চয়ই ভাবছেন ইউরোপের কোন দেশ !!! না এটা আমাদের দেশেই। এটা সিলেট নগরী। ছবিটির দিকে ভালভাবে লক্ষ্য করুন কিছু একটা মিসিং তাইনা? হ্যা ঠিক ধরেছেন ওভারহেড লাইন অনুপস্থিত।
তার কারণে হচ্ছে সিলেট শহরে এই বছরের ৫ ই জানুয়ারি সিলেট সিটি কর্পোরেশান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর যৌথ প্রচেষ্টায় আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশান লাইন চালু হয়েছে। হযরত শাহজালাল (রঃ) মাজার এলাকার ৪৫০ জন লোক এই লাইনের আওতাভূক্ত। আম্বারখানা থেকে চৌহাট্টা পর্যন্ত আরেকটি ১১ কেভি লাইন সংস্থাপনের কাজ চলছে।
এখন অনেকেই প্রশ্ন করতে পারে, বাংলাদেশের মত বন্যাপ্রবণ দেশে এই সিস্টেম কতটুকু নিরাপদ?
এই ধরনের পাওয়ার লাইন Highly ইন্সুলেশানের মধ্যে থাকে এবং ট্রেঞ্চের মধ্যে দিয়ে যায় বলে অনেকটাই নিরাপদ। শর্ট সার্কিট জনিত দূর্ঘটনার সম্ভবনা নেই বললেই চলে। আমরা আশা করি সমস্ত বাংলাদেশে একদিন এভাবে আন্ডারগ্রাউন্ড উব লাইন চালু হবে। প্রাকৃতিক শোভা বহুগুণে বৃদ্ধি পাবে।