বাইরে ঝড়ো বাতাস বইছে। মনযোগ সহকারে গল্পের বই পড়ছিলাম। হুট করেই ইলেকট্রিসিটি চলে গেল। কি বিরক্তিকর পরিস্থিতি!! বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টেকনিক্যাল টিম এসে হাজির। কিন্তু কেন? পাওয়ার লাইনে ঝড়ো বাতাসের দরুণ ফল্ট দেখা দিয়েছে। হ্যা, আজ আপনাদের সাথে ডিস্ট্রিবিউশন লাইনের ফল্টসমূহ সহজ ভাষায় আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ।
ডিস্ট্রিবিউশন লাইনের ফল্টসমূহ
ডিস্ট্রিবিউশন লাইনে ইলেকট্রিক্যাল মেশিনগুলি কার্যকর থাকাকালীন প্রায়শই বিভিন্ন ধরণের ত্রুটির শিকার হয়। কোনও ত্রুটি দেখা দিলে, ত্রুটিটি ট্রাবলশুটিং না হওয়া পর্যন্ত মেশিনগুলির প্যারামিটারের মানগুলো নরমাল মান থেকে বিভিন্ন মানে পরিবর্তিত হতে পারে। পাওয়ার সিস্টেমে ঝড়ো বাতাস, লাইনে গাছ পড়া, যন্ত্রপাতি ব্যর্থ হওয়া ইত্যাদিসহ অনেকগুলি ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং পাওয়ার সিস্টেমের ফল্ট হিসাবে সিস্টেমের যে কোনও সরঞ্জাম যেমন, ট্রান্সফর্মার, জেনারেটর, বাসবার ইত্যাদির ইনসুলেশন ব্যর্থতা, শর্ট সার্কিট এবং কন্ডাক্টরের ওপেন সার্কিট ফলাফলকেই সংজ্ঞায়িত করা যেতে পারে। স্বাভাবিক বা নিরাপদ অপারেটিং অবস্থার অধীনে পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের বৈদ্যুতিক সরঞ্জামগুলি নরমাল ভোল্টেজ এবং কারেন্ট রেটিং এ কাজ করে। একবার কোনও সার্কিট বা ডিভাইসে ত্রুটি হয়ে গেলে ভোল্টেজ এবং কারেন্টের মানগুলি তাদের সীমা থেকে বিচ্যুত হয়।
পাওয়ার সিস্টেমের ত্রুটিকে প্রধানত দুই ধরণের শ্রেণিতে বিভক্ত করা হয়। যথাঃ
- ওপেন সার্কিট ফল্ট
- শর্ট সার্কিট ফল্ট
চিত্রে পাওয়ার সিস্টেমের বিভিন্ন ধরণের ত্রুটি দেখানো হলঃ
ওপেন সার্কিট ফল্ট
ওপেন সার্কিট ফল্ট মূলত এক বা দুটি কন্ডাক্টর বিনষ্ট হবার কারণে ঘটে। ওপেন সার্কিট ফল্ট লাইনের সাথে সিরিজে স্থান নেয় এবং এই কারণে এটিকে সিরিজ ফল্টও বলা হয়। এই ধরণের ত্রুটি সিস্টেমের নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করে। ওপেন সার্কিট ত্রুটি হিসাবে শ্রেণিবদ্ধ করা হয় খোলার কন্ডাক্টর ফল্ট দুটি কন্ডাক্টর ওপেন ফল্ট তিনটি কন্ডাক্টর ওপেন ফল্ট। এই ধরনের ফল্ট হবার অন্যান্য কারণঃ
- পোলের ক্যাবল কানেকশন লুজ হয়ে গেলে।
- ফেজ লাইন নষ্ট হলে।
- ফিউজ বা ব্রেকার গলে গেলে।
শর্ট সার্কিট ফল্ট
এই ধরণের ফল্ট মূলত বৈদ্যুতিক পোলের কন্ডাক্টরগুলি পাওয়ার লাইন, পাওয়ার ট্রান্সফর্মার বা অন্য কোনও ডিভাইসের উপাদানগুলির সাথে একে অপরের সংস্পর্শে আসার ফলেই ঘটে যার কারণে ফেজ লাইনে অসীম কারেন্ট প্রবাহ থাকে। অন্যান্য কারণগুলো নিম্নরুপঃ
- লাইটনিংজনিত কারণে লাইন ইন্সুলেশন ক্ষতিগ্রস্থ হলে।
- ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সেট আপের ত্রুটিপূর্ন ডিজাইন এবং ইন্সটলেশন।
শর্ট সার্কিট ত্রুটি দুই ভাগে বিভক্ত। যথাঃ
- সিম্যাট্রিক্যাল ফল্ট
- এসিম্যাট্রিক্যাল ফল্ট
সিম্যাট্রিক্যাল ফল্ট
থ্রি-ফেজ সিস্টেমের সাথে জড়িত শর্ট সার্কিট ফল্টসমূহ সিম্যাট্রিক্যাল ফল্ট হিসাবে পরিচিত। এই ধরণের ফল্ট সংঘটিত হবার পরেও ব্যালেন্সড থাকে। সিম্যাট্রিক্যাল ফল্ট মূলত জেনারেটরের টার্মিনালে ঘটে।
সিম্যাট্রিক্যাল ফল্ট হবার কারণ
- সাধারণত পাওয়ার লাইনের কন্ডাক্টরসমূহের মধ্যে আর্কজনিত বাধার সৃষ্টি হলে।
- টাওয়ার ফুটি রেজিস্ট্যান্স হ্রাস পেলে।
সিম্যাট্রিক্যাল ফল্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
- লাইন-লাইন-লাইন ফল্ট
- থ্রি-ফেজ লাইন টু গ্রাউন্ড ফল্ট
লাইন – লাইন – লাইন ফল্ট
- এই ধরণের ত্রুটিগুলি ব্যালেন্সড
- বেশ বিপদজ্জনক হতে পারে
- এই ধরনের ত্রুটি দেখা দিলে লাইন কারেন্ট প্রচুর বেড়ে যাওয়ার সম্ভবনা থাকে
- সাধারণত হাই ভোল্টেজ সাইডের সার্কিট ব্রেকারের রেটিং সিলেকশনের সময় এই ধরনের ফল্ট কন্ডিশনে শর্ট সার্কিট কারেন্ট পরিমাপ করা হয়।
থ্রি-ফেজ লাইন টু গ্রাউন্ড ফল্ট
- এই ধরনের ফল্ট খুব কম সংঘটিত হতে দেখা যায়।
- এই ফল্ট হবার সম্ভাবনা ২-৩%।
- সাধারণ থ্রি ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে এই ফল্ট সংঘটিত হয় ।
এসিম্যাট্রিক্যাল ফল্ট
এই ধরনের ফল্ট সিস্টেমকে আনব্যালেন্সড করে তোলে। সাধারণত থ্রি ফেজ সিস্টেমে যখন ফেজ এবং ভোল্টেজের মানে অসামঞ্জস্যতা দেখা যায় তখন এই টাইপের ফল্ট দেখা যায়। এই ফল্ট তিন ক্যাটাগরিতে বিভক্ত। যথাঃ
- সিংগেল লাইন টু গ্রাউন্ড
- লাইন টু লাইন ফল্ট
- ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
সিংগেল লাইন টু গ্রাউন্ড
- অনেক সময় দেখা যায় পাওয়ার লাইনের এই লাইভ/ফেজ লাইন ভূমিতে পড়ে আছে। এটাই মূলত সিংগেল লাইন টু গ্রাউন্ড ফল্ট।
- তাছাড়া ফেজ লাইন নিউট্রালের সংস্পর্শে আসলেও সিংগেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে।
- পাওয়ার সিস্টেমে ৭০-৮০% ফল্ট হল সিংগেল লাইন টু গ্রাউন্ড ফল্ট।
লাইন টু লাইন ফল্ট
- সাধারণত দুটো ফেজ লাইন যখন পরস্পরের সংস্পর্শে চলে আসে তখন এই ফল্ট সংঘটিত হতে পারে ।
- সাধারণত ঝড়ো বাতাসের দরুণ এটা দেখা দেয়।
- সিস্টেমে এই ফল্ট হবার সম্ভবনা ১৫-২০%।
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
- ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে দুটি ফেজ লাইন মাটিতে পতিত হয়ে পাশাপাশি একে অপরের সংস্পর্শে আসে।
- এই ধরণের ত্রুটিগুলির সম্ভাবনা প্রায় 10%।
পাওয়ার লাইন নিয়ে আরো কিছু পোস্ট