EEE Job Preparation
Electrical Circuit Part MCQ
Topic: Poly phase (Three Phase) Circuit
অংশগ্রহণের পূর্বে জেনে নিনঃ
- প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন দেওয়া আছে।
- আপনি যদি সঠিক উত্তরে ক্লিক করেন সেক্ষেত্রে অপশনটি সবুজ হয়ে যাবে এবং Correct! লেখা আসবে।
- যদি ভূল উত্তরে ক্লিক করেন অপশনটি লাল হয়ে যাবে ও Wrong! লেখা আসবে এবং সেই সাথে সঠিক উত্তরটিও দেখিয়ে দিবে।
- সবগুলো প্রশ্নের উত্তর দেবার পর সর্বমোট কত নম্বর পেয়েছেন তা দেখতে পারবেন।
- চাইলে Play Again-এ ক্লিক করে আবার অংশগ্রহন করতে পারবেন।
- প্রতিটি প্রশ্নের পূর্ণমান এক (১)।
বিঃদ্রঃ দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে MCQ অপশনে ক্লিক করতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন পুনরায় চেক করে পেজটি Reload দিন।
১. দুই ফেজ জেনারেটরের দুই ফেজ বা ওয়াইন্ডিং এর মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট কত ইলেকট্রিক্যাল ডিগ্রি হবে?
Correct!
Wrong!
২. ছয় ফেজ জেনারেটরে প্রত্যেকটি ফেজ এর মধ্যে কত ইলেকট্রিক্যাল ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট হবে?
Correct!
Wrong!
৩. একটি নির্দিষ্ট দূরুত্বের ট্রান্সমিশন লাইনে একই পাওয়ার সরবরাহে সিঙ্গেল ফেজ এর তুলনায় 3 ফেজ এর কতগুন কপার বেশি লাগবে?
Correct!
Wrong!
৪. নিচের চিত্রে যদি ফেজ সিকুয়েন্স RYB হয়, তবে -
Correct!
Wrong!
৫. একটি ব্যালেন্স স্টার কানেকশনে সিস্টেম এ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এর মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট-
Correct!
Wrong!
৬. তিন ফেজ সার্কিটের তাৎক্ষণিক ফেজ ভোল্টেজ গুলোর বীজগাণিতিক যোগফল=
Correct!
Wrong!
৭. একটি ওয়াটমিটার পাঠ দেয় ___ পাওয়ার।
Correct!
Wrong!
৮. ওয়াটমিটার এ ব্যবহার করা হয় ___
Correct!
Wrong!
৯. ডেল্টা সিস্টেমে লাইন কারেন্টের মধ্যে ফেজ সম্পর্ক হলো__
Correct!
Wrong!
১০. একটি 3 ফেজ সার্কিটে যদি p.f কমে, তাহলে কারেন্ট-
Correct!
Wrong!
AC Circuit MCQ Test 10 / polyphase (Three Phase) Circuit
আপনার ফলাফল কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
বেশি বেশি MCQ উত্তর করুন, নিজেকে প্রস্তুত রাখুন
ভোল্টেজ ল্যাব পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং সকল আপডেট সবার আগে পেতে ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন-