বারকোড শব্দটির সাথে আমরা অনেকেই সুপরিচিত। QR code ও এক ধরনের স্পেশাল বারকোড। আজকের আর্টিকেলটিতে আমি আপনাদের মজার মজার উদাহরণের সাহায্যে QR code এর সংজ্ঞা, ব্যবহার তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক।
QR code কি?
কোন ডাকাত ব্যাংক লুট করার সিদ্ধান্ত নিল। সে ব্যাংক লুট করার পরিকল্পনাও সুন্দরভাবে বানাল। অবশেষে সে ব্যাংক লুট করতে সফল হল। কিন্তু সমস্যা হল ব্যাংকে অজস্র টাকা, গয়না, হীরে মিলে শত কোটির সম্পত্তি আছে। কিন্তু ডাকাতটি সব কিছু ত আর সাথে করে নিয়ে যেতে পারবেনা।
তাই সে মনে মনে একটি ইচ্ছা পোষণ করতে লাগল যে, যদি এমন কোন যাদুর পকেট থাকত যেখানে যত টাকা সম্পত্তিই রাখা হোক না কেন না নিমিষেই এঁটে যাবে এবং যখন প্রয়োজন হবে কেবল তখনই বের করে ব্যবহার করতে পারবে।
তার এই কল্পনা অবাস্তব হলেও QR code বাস্তব। যার পূর্ণরুপ হল Quick Response কিন্তু অর্থ সম্পত্তি না, এখানে ডাটা বা তথ্য সুরক্ষিত থাকে। জি, হ্যা QR code এক ধরনের বিশেষ দ্বিমাত্রিক বারকোড যেখানে অল্প পরিসরে অনেকগুলো ডাটা এনক্রিপ্টেড থাকে এবং পরবর্তীতে এই ডাটা পুনরুদ্ধার করা যায়।
QR code এর ধরন
QR code দুই ধরনের হয়ে থাকে। যথাঃ
- স্ট্যাটিক
- ডায়নামিক
স্ট্যাটিক QR code এ সংরক্ষিত ডাটার কোন পরিবর্তন করা যায়না। পক্ষান্তরে ডায়নামিক QR code এ সংরক্ষিত ডাটা পরিবর্তন করা যায়।
QR code ব্যবহারের সুবিধা
- মনে করুন, আপনার একটি বালতি কোম্পানি আছে। আপনি আপনার কোম্পানির বানানো বালতির উপর তার মূল্য প্রিন্ট করে দিলেন। ধরলাম, আপনি প্রিন্ট করে ১০০ টাকা লিখলেন। কিন্তু আপনি যখন দাম বৃদ্ধি করবেন তখন কিন্তু সেই ১০০ টাকাই প্রিন্টেড অবস্থায় থেকে যাবে। কেমন হয় যদি অটোমেটিক্যালি আগের মূল্যের পরিবর্তে নতুন মূল্য প্রিন্টেড হয়ে যায়। জি হ্যা, QR code ব্যবহার করেই কেবল তা সম্ভব।
- আরেকটি মজার উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করা যাক। মনে করুন, আপনার জন্মদিনে ২০০ জন মানুষকে মেসেজ করে দাওয়াত করলেন এবং তারা দাওয়াতে আসবে কিনা সেই কনফার্মেশন আপনার নাম্বারে ম্যাসেজ করে তাদের জানাতে বললেন। কেমন হবে যদি আপনার মোবাইল নাম্বার টাইপ না করেই তারা যদি আপনাকে কনফার্মেশন ম্যাসেজ পাঠাতে পারে? এই মজার কাজটিও আপনি চাইলে QR code এর সাহায্যে করতে পারেন।
- তাছাড়া আপনার সিভির সব যাবতীয় তথ্য কিউ আর কোড করে সংরক্ষিত রাখতে পারেন।
কিভাবে QR code তৈরি করব?
কিউ আর কোড তৈরির জন্য অনেক সফটওয়্যার বা এপ আছে। আপনি চাইলেই এপগুলো ইউজ করে কিউ আর কোড তৈরি করতে পারেন। QR code তৈরির জন্য ভাল এপ হচ্ছে QR code generator।
আগামীতে আরো মজাদার আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভোল্টেজ ল্যাবের সাথেই থাকুন। ধন্যবাদ।
আরো কিছু আর্টিকেল
গুগল ম্যাপ কিভাবে কাজ করে? | Google Map
বারবার রিফ্রেশ করলে কি কম্পিউটারের গতি বাড়ে?
কোন এলাকার বৃষ্টিপাতের পরিমাণ কিভাবে পরিমাপ করা হয়?