প্রিয় পাঠকবৃন্দ, আশা করি ভালো আছেন। গত আর্টিকেলে আপনাদের সাথে সকেটে প্লাগ প্রবেশ করানোর সময় স্পার্ক করে কেন সে নিয়ে আলোচনা করেছিলাম। আজ আপনাদের সাথে অনেকটা এরকমই কিন্তু ভিন্নধর্মী আর্টিকেল শেয়ার করব। আজকের আর্টিকেলের মূল প্রতিপাদ্য হল বৈদ্যুতিক সুইচ অন করার সময় কেন স্পার্ক সৃষ্টি হয়। চলুন শুরু করা যাক।
বৈদ্যুতিক সুইচ অন করলে স্পার্ক দেখা যায় কেন?
বাইরে আজ বেশ গরম পড়ছে। অফিস থেকে বাসায় ফিরে ফ্যানের সুইচটা অন করে ড্রয়িং রুমে বসলাম। সুইচ অন করার সময় লক্ষ্য করলাম, সুইচে স্পার্ক সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা বেশ ভাবালো। কি কারণে এমন হতে পারে। ফোন দিলাম আমার এক ইঞ্জিনিয়ার বন্ধুকে যে একটা ইন্ডাস্ট্রিতে জব করছে। তার কাছে থেকে বৈদ্যুতিক সুইচ গরম হবার কিছু কারণ জানতে পারলাম। আজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই।
রিস্ট্রাইকিং ভোল্টেজের কারণে
সুইচ যখন অফ অবস্থায় থাকে তখন লোডে বৈদ্যুতিক সার্কিট ওপেন অবস্থায় থাকে। কিন্তু যখন তাকে অন করা হয়, তাকে ভোল্টেজের মাধ্যমে পুনরায় জাগিয়ে তোলা হয়। শূন্য ভোল্টেজ থেকে যখন সার্কিট ক্লোজ অবস্থায় যায়, তখন হুট করে ফুল ভোল্টেজ ড্রপ হওয়ার দরুণ সেই ভোল্টেজের চাপ কিছুটা স্পার্ক সৃষ্টি করতে পারে। যে পরিমাণ ভোল্টেজের দরুণ স্পার্ক সৃষ্টি হল তাকে রিস্ট্রাইকিং ভোল্টেজ বলে।
কন্ট্যাক্ট লুজ হয়ে গেলে
রিস্ট্রাইকিং ভোল্টেজ ছাড়াও অনেক সময় সুইচ কন্ট্যাক্ট লুজ হলেও এমন স্পার্ক সৃষ্টি হতে পারে।
বৈদ্যুতিক সুইচ পুরানো হয়ে গেলে
বৈদ্যুতিক সুইচ পুরানো হয়ে গেলে তাতে রাস্ট বা মরিচা ধরে যায়। তখন সুইচ অন করলে তাতে স্পার্ক দেখা দিতে পারে।
হাউজ ওয়্যারিংজনিত ত্রুটির কারণে
হাউজ ওয়্যারিং এর ক্ষেত্রে সঠিক পরিকল্পনার অভাব এবং নিখুঁত না হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
শর্ট সার্কিটজনিত সমস্যা
তাছাড়া বৈদ্যুতিক সুইচ বডি শর্ট সার্কিট শর্ট হলে স্পার্ক দেখা দিতে পারে। এক্ষেত্রে বৈদ্যুতিক সুইচ বেশ গরম হতে পারে।
নিম্নমানের সুইচ ব্যবহার করলে
বাজারে কিছু সস্তা প্লাস্টিকের সুইচও পাওয়া যায়। বাড়ির মালিক কিছু টাকা বাঁচানোর জন্য এ ধরনের ঝুঁকিমূলক কাজ করে থাকে। তাই এরকম নিম্নমানের সুইচ থেকেও স্পার্ক সৃষ্টি হতে পারে। তাই বাসা-বাড়ি বানানোর সময় উন্নতমানের সুইচ ব্যবহার করা উচিত। নাহলে যেকোন সময় বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটতে পারে।
এক্ষেত্রে কি পদক্ষেপ নেয়া যায়?
- ভাল মানের সুইচ ব্যবহার করা। প্লাস্টিকের কভারওয়ালা সুইচগুলো ব্যবহার না করাই উত্তম।
- হাউজ ওয়্যারিং এর সময় সঠিকভাবে ক্যালকুলেশন করা।
- সুইচবোর্ড স্থাপনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে ।
বৈদ্যুতিক ডিভাইসগুলো আমাদের জন্য যেমন উপকারী ঠিক তাদের ঠিকভাবে পরিচালনা, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ করতে না পারলে সেগুলো আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাড়াতে পারে। তাই আমাদের উচিত বাসা-বাড়িতে মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা এবং সেগুলোর সঠিক পরিচর্যা করা। তাহলেই আমরা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে সক্ষম হব।
আরো কিছু আর্টিকেল
সকেটে প্লাগ প্রবেশ করানোর সময় স্পার্ক সৃষ্টি হয় কেন?
LBS-লোড ব্রেক সুইচের ময়নাতদন্ত নিয়ে আলোচনা
A,B,C,D,K,Z টাইপ MCB সার্কিট ব্রেকার ও সার্কিট ব্রেকার লকিং