সকেটে প্লাগ প্রবেশ করানোর সময় স্পার্ক সৃষ্টি হয় কেন?

0
1370

বিদ্যুৎ ছাড়া এক মূহুর্তও ভাবা যায়না। আজকাল আমাদের নিত্যদিনের কাজকর্মে বিদ্যুৎ এক অপরিহার্য শক্তি। আর সবার বাসাতেই দুই পিন বা তিন পিন প্লাগের বা মাল্টিপ্লাগের সকেট থাকে। সকেট হল সেই ডিভাইস যেখানে প্লাগ প্রবেশের অনেকগুলো পয়েন্ট থাকে।

সকেটে প্লাগ প্রবেশ করানোর সময় স্পার্ক সৃষ্টি হয় কেন?

মনে করুন ল্যাপটপে কাজ করতে গেলেন। ল্যাপটপটির পাওয়ার সুইচ প্রেস করলেন কিন্তু ল্যাপটপ চালু হচ্ছেনা। তার মানে ল্যাপটপে চার্জ নেই। ল্যাপটপটি চার্জে দেয়ার জন্য চার্জারের থ্রি পিন প্লাগ সকেটে প্রবেশ করালেন। কিন্তু প্রবেশ করানোর সময় লক্ষ্য করলেন, সকেট থেকে স্পার্ক নির্গত হচ্ছে। আপনার বিজ্ঞানমনস্ক মন আপনাকে ভাবিয়ে তুলল। স্পার্ক ত প্লাগ টা ঢোকানোর আগে হল না, কিন্তু প্লাগ ঢোকানোর সময় কেন দেখা গেল? চলুন আজ এ ব্যাপারে আড্ডার আসর জমানো যাক।

ডাই-ইলেকট্রিক স্ট্রেন্থ

আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন? ইন্সুলেটর আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু ইন্সুলেটরের সাগরেই ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কোন ইন্সুলেটর মহাশয়ের কথা বলছি? সেটি হল এয়ার বা বাতাস। এই বাতাস কিন্তু আপনার সকেটের মধ্যেও প্রবেশ করে। অর্থাৎ, আমাদের সকেটের পয়েন্টের মধ্যেও বাতাস আটকে থাকে। আপনি যখন প্লাগ প্রবেশ করাচ্ছেন তখন প্লাগের মেটাল পয়েন্ট ও সকেটের মেটাল পয়েন্টের মাঝে এক ধরনের ক্যাপাসিট্যান্স তৈরি হয়। আর ভোল্টেজ তুলনামূলক বেশি হলে সেখানে ডাই-ইলেকট্রিক স্ট্রেন্থ ভেঙে যায়।

অনেকে ভাবতে পারেন এই ডাই-ইলেকট্রিক স্ট্রেন্থ টাই আবার কি? ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন দুটো মেটাল পয়েন্টের মাঝে ইন্সুলেটিং মিডিয়াম ব্রেকডাউন করে তখন উভয় পাতের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয়। যে ভোল্টেজ পর্যন্ত ক্যাপাসিট্যান্স ইফেক্ট কাজ করে থাকে ডাই-ইলেকট্রিক স্ট্রেন্থ বলে। ফলে স্পার্ক হতে দেখা যায়। সব সময় এমনটি নাও হতে পারে। আর এই স্পার্ক সৃষ্টির ঘটনাকে আর্কিংও বলে।

ওয়্যারিং লুজ হলে

এছাড়াও সকেটের ওয়্যারিং লুজ হলেও এমন আর্কিং হতে দেখা যায়।

সকেটে ওভারলোডিং হলে

সকেটে অনেকগুলো প্লাগ একসাথে ইনসার্ট করলে ওভারলোডিং এর কারণে এমন স্পার্ক হতে দেখা যায়।

সকেটে পানি প্রবেশ করলে

সকেটে পানি প্রবেশ করলেও এরকম স্পার্ক হতে দেখা যায়।

শর্ট সার্কিট হলে

শর্ট সার্কিট জনিত কারণেও সকেটের আউটলেটে অগ্নিস্ফূলিংগ বা স্পার্ক দেখা যায়।

আজকের আর্টিকেলটি আপনাদের আশা করি বেশ ভাল লেগেছে। অনেক সময় সুইচ অন করতে গেলেও এরকম আর্কিং হতে দেখা যায়। সেটার পেছনেও একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। পরের ব্লগেই এ নিয়ে লিখব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভোল্টেজ ল্যাবের সাথেই থাকুন এবং ভরসা দিয়ে যাবেন বলে আশা রাখছি।

আরো কিছু আর্টিকেল

বৈদ্যুতিক সুইচ গরম হওয়ার কারণ কি? করণীয় কি?

লিমিট সুইচ বাবুকে নিয়ে লিমিটেড আলোচনা

ইন্ডাস্ট্রি এবং বাসা-বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রকার প্লাগের পরিচিতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here