ইলেকট্রিক্যাল পাওয়ার কি নেগেটিভ হতে পারে?

0
865
Electric power cables, energy electrical wires abstract industrial vector background. Cable energy, wire connection electric, connect electrical line illustration

চলুন আজকে একটি মজার আর্টিকেল নিয়ে আড্ডা জমাব। অনেকের একটা সাধারণ প্রশ্ন যদি ভোল্টেজ নেগেটিভ হতে পারে, কারেন্ট ও নেগেটিভ হতে পারে তাহলে পাওয়ার কি নেগেটিভ হতে পারেনা? চলুন উত্তর জেনে নেয়া যাক।

ইলেকট্রিক্যাল পাওয়ার কি নেগেটিভ হতে পারে?

আচ্ছা, পাওয়ার মানে কি বোঝায়? উত্তরে নিশ্চয় বলবেন ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকেই কোন সার্কিটের পাওয়ার বলা হয়। কারণ আমরা জানি,

P = V x I

তাহলে ভোল্টেজ এবং কারেন্ট দেয়া থাকলেই কেবল আমরা উক্ত সার্কিটের পাওয়ার বের করতে পারি। এখন যদি পাওয়ারের মান নেগেটিভ হতে হয় তাহলে ভোল্টেজ অথবা কারেন্ট যেকোন একটি প্যারামিটারকে নেগেটিভ হতেই হবে তাইনা? কিন্তু একটি প্যারামিটার নেগেটিভ হওয়া কি সম্ভব? কিন্তু কেন সেটাই আলোচনা করব।

যখন সার্কিটে পজিটিভ ভোল্টেজ এপ্লাই করা হবেঃ

ধরুন, আপনি কোন সার্কিটে পজিটিভ ভোল্টেজ দিলেন। তাহলে কারেন্ট প্রবাহ হবে সোর্স থেকে গ্রাউন্ডের দিকে। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট উভয়ের সাইন পজিটিভ। তাহলে তাদের পাওয়ারও পজিটিভ হবে। কারণ পজিটিভ নাম্বারকে অন্য পজিটিভ নাম্বার দিয়ে গুণ করলে উত্তর পজিটিভই আসে।

পজিটিভ ভোল্টেজ এবং পাওয়ার
পজিটিভ ভোল্টেজ এবং পাওয়ার

যখন সার্কিটে নেগেটিভ ভোল্টেজ এপ্লাই করা হবেঃ

এবার ধরলাম, আপনি সার্কিটে নেগেটিভ ভোল্টেজ এপ্লাই করলেন। এবার তাহলে বিদ্যুৎ প্রবাহ গ্রাউন্ড থেকে সোর্স টার্মিনালের দিকে যাবে। তাহলে এই বিদ্যুৎ প্রবাহের দিক আগের বিদ্যুৎ প্রবাহের দিকের উল্টো। সেই হিসেবে এক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের সাইন হবে নেগেটিভ। তাহলে ভোল্টেজ নেগেটিভ এবং বিদ্যুৎ প্রবাহও নেগেটিভ। তাহলে তাদের গুণফল হবে পজিটিভ।

নেগেটিভ ভোল্টেজ এবং পাওয়ার
নেগেটিভ ভোল্টেজ এবং পাওয়ার

তাই কোন সার্কিটের কনজিউমড পাওয়ার কখনোই নেগেটিভ হতে পারেনা। যদি কোথাও নেগেটিভ সাইন দিয়েও থাকে তাহলে বুঝবেন, এটা ভোল্টেজ এবং কারেন্টের দিক বোঝাচ্ছে, কনজিউমড পাওয়ার নয়। তাই যদি ভেবে থাকেন যে, পাওয়ার নেগেটিভ হয় তাহলে তা মেমোরি থেকে ডিলিট করে দিন। নেগেটিভ সাইন শুধুমাত্র দিক নির্দেশনার জন্যই মূলত ব্যবহার করা হয়।

আজকের আর্টিকেলটি কেমন লাগল তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইলেকট্রিক্যাল নিয়ে ব্যতিক্রমধর্মী আর্টিকেল লিখতে আমি খুব পছন্দ করি। এতে যদি আপনারা উপকৃত হন তাহলে সেই ভাল লাগা আরো দ্বিগুণ হয়ে যায়। তাই উৎসাহ দিয়ে অনুপ্রেরণা শক্তি যোগাতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

আরো কিছু আর্টিকেল

পাওয়ার লাইন গাড়ির উপর ছিঁড়ে পড়লে গাড়ি থেকে বের হওয়া উচিত নয় কেন?

পাওয়ার ফ্যাক্টর কি শূন্য হতে পারে? এমতবস্থায় কি ঘটবে?

নিউট্রাল স্পর্শ না করেও পাওয়ার লাইনে শক খাওয়ার কারণ কি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here