Series একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ ক্রম বা ধারাবাহিক। একাধিক লোড একের পর এক ক্রমান্বয়ে সংযোগ করে তা বৈদ্যুতিক উৎসের সাথে সংযুক্ত করলে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে যাকে Series Circuit বলে।
সহজ ভাষায়, “যে সকল সার্কিটে কারেন্ট চলার একটি মাত্র পথ থাকে তাকে Series Circuit বলে”
উপরের সার্কিটে লক্ষ্য করলে দেখবেন, একটি সোর্স ৯ভোল্ট এবং তিনটি রেজিস্টর দেওয়া আছে। এই সার্কিটে সোর্সের সাপেক্ষে কারেন্ট চলার পথ মাত্র একটি অর্থাৎ ১ থেকে ০ শূন্যতে একটি পথ।
Series Circuit বৈশিষ্ট্য
- প্রতিটি লোডের মধ্যে দিয়ে একই পরিমান কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। It = I1 = I2 = I3
- সবগুলো লোডের ভোল্টেজ ড্রপের যোগফল সোর্স ভোল্টেজের সমান। Vt = V1 + V2 + V3
- সবগুলো লোডের রেজিস্ট্যান্সের যোগফল মোট রেজিস্ট্যান্সের সমান। Rt = R1 + R2 + R3
প্রয়োজনীয় সূত্র সমূহ
সিরিজ সার্কিটের ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধানের জন্য বেশ কিছু সূত্র রয়েছে। এটা সাধারণত প্যারামিটারের উপর নির্ভর করে। যেমনঃ রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ভোল্টেজ, ইন্ডাকটেন্স ইত্যাদি।
- Current, Itotal = I1 = I2 = I3 =………….. = In
- Resistance, Rtotal = R1 + R2 + R3 +…………..+ Rn
- Conductance, 1 / Gtotal = 1 / G1 + 1 / G2 + 1 / G3 +…………..+ 1 / Gn
- Inductance, Ltotal = L1 + L2 + L3 +…………..+ Ln
- Capacitor, 1 / Ctotal = 1 / C1 + 1 / C2 + 1 / C3 +…………..+ 1 / Cn
- Voltage, Vtotal = V1 + V2 + V3 +…………..+ Vn
ওহমের সূত্র বেশিরভাগ সার্কিটে ব্যবহার হবে। ওহমের সূত্র আমরা প্রায় সকলেই জানি। ওহমের সুত্রঃ I = V / R যেখানে I = Current, V = Voltage, R = Resistance
সাধারণ কিছু ম্যাথ এবং সমাধান
Reference Book: Fundamentals of Electric Circuits
Writer: Alexander Sadiku
Example: 2.1, 2.2 এই অংকগুলো একই ধরনের। বইটির পিডিএফ ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
Download Link: Electrical bangla book pdf
প্রশ্নঃ ১
প্রশ্নঃ ২
প্রশ্নঃ ৩ Series Circuit গণিত ও ওহমের সূত্র
প্রশ্নঃ ৪
প্রশ্নঃ ৫
বিঃদ্রঃ যদি উপরোক্ত অংকগুলোতে আপনার দৃষ্টিতে ভুল-ত্রুটি ধরা পরে তাহলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।