10A এবং 13A ফিউজ তারের মধ্যে কোনটির রোধ বেশি হবে?

রমিজ তাদের বাড়ির ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর সেইফটির কথা চিন্তা করে সেগুলোতে ফিউজ কানেকশন দিল। কিটকাট ফিউজ কানেকশন দিতে গিয়ে তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি উল্লেখ করা যাক। ধরুন, আপনার কাছে ভিন্ন রেটিং এর দুটো ফিউজ আছে। একটি রেটিং 10A এবং অপরটির রেটিং 13A। এক্ষেত্রে কোন ফিউজের রোধ বেশি হবে?

ফিউজ কি?

ফিউজ হচ্ছে একটি ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক অথবা মেকানিক্যাল ডিভাইস যা অতিরিক্ত কারেন্ট বা অভারলোড থেকে সার্কিটকে রক্ষা করে। এটি একটি প্রটেক্টর হিসেবেও কাজ করে এবং হোম এপ্লায়েন্স যেমন ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটারকে হাই ভোল্টেজ হতে রক্ষা করে।

ফিউজ এর মেটাল এমনভাবে তৈরি বা ডিজাইন করা হয় যা খুবই অল্প পরিমান কারেন্ট বহন করতে পারে। যখন শর্ট সার্কিট বা অভারলোড হয় তখন উচ্চ প্রবাহের কারেন্ট তাপ তাপ উৎপন্ন করে ফিউজ এর মেটাল বা ইলিমেন্টকে গলিয়ে ফেলে এবং একটি গ্যাপ তৈরি করে। এই গ্যপ ফিউজের কারেন্ট এর ফ্লোকে বিচ্ছিন্ন করে। মুলত এভাবেই ফিউজ কাজ করে। যদি ফিউজ একবার পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এটি সার্কিটে পুনরায় কারেন্ট প্রবাহের জন্য পরিবর্তনের প্রয়োজন হয়।

ফিউজের বৈশিষ্ট্যঃ

একটি ফিউজে সাধারনত নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকেঃ

কারেন্ট রেটিংঃ কন্টিনিউয়াস প্রবাহিত সর্বাধিক পরিমান কারেন্ট ফিউজকে না গলিয়ে ধরে রাখে তাকেই কারেন্ট রেটিং হিসেবে ধরা হয়। এটা হচ্ছে কারেন্টের প্রবাহের ক্ষমতা যাকে এম্পিয়ার দিয়ে পরিমাপ করা হয়। কারেন্ট রেটিং একটি তাপীয় বা থার্মাল বৈশিষ্ট্য।
Current (Cin)=75%Current (rating)

ভোল্টেজ রেটিংঃ যদি ভোল্টেজ ফিউজের সাথে সিরিজে সংযুক্ত হয় তবে এটি ভোল্টেজ রেটিং বাড়াতে পারে না।

I2t রেটিং: এটা হচ্ছে সর্বমোট এনার্জি যা ফিউজ এলিমেন্ট দিয়ে প্রবাহিত হয় যখন শর্ট সার্কিট হয়। এটা ফিউজের তাপশক্তি পরিমাপ করে এবং উৎপাদন করে যখন ফিউজ ব্রেক করে।

ভাঙ্গার ক্ষমতা বা বাধাঃ এটা হচ্ছে কারেন্টের বাধাবিঘ্ন ছাড়াই সর্বোচ্চ প্রবাহিত হওয়ার রেটিং যেটাকে ইন্টেরাপটিং বা বাধা অথবা ব্রেকিং ক্যপাসিটি বা ভাংগার ক্ষমতা হিসেবে পরিচিত।

Breaking capacity > maximum rated voltage এবং Breaking capacity <short ckt current

ভোল্টেজ ড্রপঃ ফিজের ইলিমেন্ট গলে যায় যখন অতিরিক্ত কারেন্ট সার্কিটে ঢুকে যায় এবং সার্কিটকে খুলে দেয়। একারনেই ভোল্টেজ ড্রপ হয় এবং রেজিস্ট্যান্সের পরিবর্তন কমে যায়।

টেম্পেরেচারঃ অপারেটিং টেম্পেরেচার বেশি হলে এবং কারেন্ট রেটিং কম হলে ফিউজ গলে যায় ।

10A এবং 13A ফিউজ তারের মধ্যে কোনটির রোধ বেশি হবে?

ধরুন, আপনার কাছে দুই রকম পাইপ আছে। একটি পাইপ মোটা, আরেকটি পাইপ সরু। মোটা পাইপটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেকটা পুরু। আর সরু পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেকটা সংকীর্ণ। এবার পাইপকে যদি পরিবাহী হিসেবে চিন্তা করেন তাহলে ব্যাপারটি সহজে বুঝতে পারবেন। মোটা পাইপের মধ্যে দিয়ে পাইপ সহজেই চলাচল করতে পারে। আর সরু পাইপের মধ্যে দিয়ে পানি অত সহজে চলাচল করতে পারবেনা। তাই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি, তার রোধ তত কম। পক্ষান্তরে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম, রোধ তত বেশি।

এবার মূল প্রশ্নে আসা যাক। এখন আমি কিভাবে বুঝব যে, কোন ফিউজটির প্রস্থছেদের ক্ষেত্রফল বেশি?

10A এবং 13A ফিউজ তারের মধ্যে 13A ফিউজ তারের ক্ষেত্রফল বেশি। কারণ এই ফিউজ তারের কারেন্ট রেটিং বেশি। তাই আমরা অতি সহজেই বলতে পারি যে, 13A ফিউজ তারের ক্ষেত্রফল বেশি হবার দরুণ তার রোধ অপেক্ষাকৃত রোধ কম। যেমনটা মোটা পাইপের ক্ষেত্র হয়েছিল।

আরো কিছু আর্টিকেল দেখুন

বিভিন্ন প্রকার ফিউজ সম্বন্ধে আলোচনা | Different types of Fuse

ফিউজ কি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর । Electrical Fuse