আজ আমরা আরও একটি চমৎকার প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সচরাচর আমরা যখন রাস্তায় হাটাচলা করি তখন রাস্তার নির্দিষ্ট কিছু স্থানে Traffic Light দেখতে পায়। আজ আমরা কিছু Component এর সাহায্যে Traffic Light প্রজেক্ট তৈরী করব। এই ধরণের প্রজেক্ট কোথাও ব্যবহার হয় না কিন্তু প্রজেক্ট প্রেজেন্টেশন হিসেবে খুবই চমৎকার। চলুন শুরু করি।
প্রয়োজনীয় মালামাল
- Battery 9v – ১টি
- 555 Timer IC – ২টি
- Resistor 220ohm – ২টি
- Resistor (100k ,47k) – ১টি
- Capacitor (100uf) – ২টি
- Led (Red,Green,yellow) – ১টি
সার্কিট ডায়াগ্রাম
বি:দ্র:- আপনারা যখন সার্কিট সংযোগ করবেন তখন নিচে উল্লেখিত প্রক্রিয়া ও সার্কিট ডায়াগ্রাম বুঝার চেষ্ট করবেন।
সার্কিট সংযোগ প্রক্রিয়া
- প্রথম 555 টাইমারের (U1) ৪নং ও ৮নং পিন সংযোগ করে ব্যাটারির পজেটিভ এ সংযোগ করি।
- U1ও U2 টাইমারের ১নং পিনকে ব্যাটারির নেগেটিভে সংযোগ করি।
- এবার 100k রেজিস্টরের প্রথম প্রান্ত U2 আইসির ৮নং পিনে এবং অপর প্রান্ত Capacitor এর পজেটিভে সংযোগ করি, Capacitor এর নেগেটিভ প্রান্ত ব্যাটির নেগেটিভে সংযোগ করি।
- এখন U1 আইসির ২নং ও ৬নং পিন একত্র করে রেজিস্টর ও ক্যাপাসিটর এর সংযুক্ত প্রান্তের সাথে সংযোগ করি।
- এরপর U1 আইসির ৩নং পিন এ Red led এর নেগেটিভ প্রান্ত সংযোগ করি এবং পজেটিভ প্রান্ত ব্যাটারির পজেটিভে সংযোগ করি।
- এবার 47k রেজিস্টরের একপ্রান্ত ক্যাপাসিটরের পজেটিভে সংযোগ করি এবং অপর প্রান্ত U2 আইসির ৩নং পিনে সংযোগ করি।
- এখন ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভে সংযোগ করি।
- এরপর উভই আইসির(U1 & U2) ৬নং ও ২নং পিন একত্র করে রেজিস্টর ও ক্যাপাসিটর এর সংযুক্ত অংশের সাথে সংযোগ করি।
- এবার ব্যাটারির পজেটিভে 220 ওহম রেজিস্টরের এক প্রান্ত সংযোগ করি ও অপর প্রান্ত Led (yellow) এর পজেটিভ এ সংযোগ করি। আবার yellow led এর নেগেটিভ প্রান্ত U2 আইসির ৭নং পিনে সংযোগ করি।
- এবার U2 আইসির ৩নং পিনে রেজিস্টর সংযোগ করি এবং এর সিরিজে Green Led পজেটিভ প্রান্ত সংযোগ করি ও অপর প্রান্ত ব্যাটারির নেগেটিভে সংযোগ করি।
কার্যপ্রণালী
- এখানে 555 টাইমার আইসি এর নির্দিষ্ট টাইমিং এর মাধ্যমে Led অন-অফ হয়।
- এখানে 555 টাইমার দুটির আউটপুটে Led সংযুক্ত করা হয়েছে। যখন 555 টাইমারে ইনপুট ভোল্টেজ প্রদান করা হয় তখন টাইমার নিদিষ্ট সময় পর পর আউটপুট প্রদান করে। এভাবে 555 টাইমার Led গুলোকে Traffic Light এর মতো Control করে। বিস্তারিত জানতে হলে সার্কিট বিশ্লেষণ ভালো ভাবে পড়বেন।
সার্কিট বিশ্লেষণ
- এখানে প্রথম 555 টাইমারের (U1) ইনপুটে ভোল্টেজ প্রদান করলে এর ৩নং পিনে আউটপুটে পাওয়া যায় ফলে Red Led জ্বলে উঠবে।
- Red Led কতক্ষন জ্বলবে এটি নির্ভর করবে ক্যাপাসিটরের চার্জ এর উপর।
- এখন ব্যাটারির পজেটিভ টার্মিনালে সংযুক্ত রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ প্রবেশ করে ফলে Yellow Led জ্বলে উঠবে।
- এখানে দুটি আইসির মধ্যে রেজিস্টরও ক্যাপাসিটর সিরিজ করে Triggering Pulse প্রদান করে, এই Component দুটি নির্দিষ্ট ভোল্টেজ Supply দিতে সহয়তা করে।
- এখানে যে Led এর সাথে সিরিজ রেজিস্টর ব্যবহার করা হয়েছে এগুলো Led এর মধ্যে Over Voltage যেতে বাধা প্রদান করে।
সাবধানতা
- 555 টাইমারের মধ্যে অতিরিক্ত ভোল্টেজ প্রদান করা যাবে না।
- 555 টাইমারের ভোল্টেজ ও কারেন্ট রেটিং হল :- 15v & 200mA
- ভালো মানের Led ব্যবহার করলে সঠিক আউটপুট পাওয়া যাবে।
আপনাদের সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন।
ভিডিও আউটপুটঃ