ABC License / Electrical Supervisor License কি এবং যেভাবে অর্জন করবেন

13
60220
abc licence

ABC Licence / ইলেকট্রিশিয়ান লাইসেন্স / Electrical Supervisor License নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের প্রশ্ন থাকে। এই লেখাটিতে ABC লাইসেন্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।

বাছাইকৃত টপিক নিয়ে ভোল্টেজ ল্যাবের eBook Download করুন নিচের Button থেকে

ABC লাইসেন্স কি

সভ্যতার উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সেকারনে বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন, বিতরণ, সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য ১৯১০ সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট-এর ৩৬ ধারা বলে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার সনদ ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে যে লাইসেন্সগুলো ABC License হিসেবে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলো দেয়া হয় A, B এবং C এই তিনটি ক্যাটাগরিতে যার কারনে এদেরকে ABC লাইসেন্স বলা হয়। এখানে-

  1. A ক্যাটাগরি- হাই রেঞ্জ(440 voltage থেকে high range-এর কাজ)
  2. B ক্যাটাগরি- মধ্যম রেঞ্জ (220-440 voltage-এর কাজ)
  3. C ক্যাটাগরি- নিম্ন রেঞ্জ (up to 220 voltage-এর কাজ)

আরেকটু পরিষ্কার করে বললে-

  • C ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ। যেমন- হাউজ ওয়্যারিং।
  • B ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ। যেমন- মোটর।
  • A ক্যাটাগরিতে B এবং C ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ ( সাব স্টেশন, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ) ও অন্তর্ভুক্ত।

এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোন একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়। তবে C বাদ দিয়ে B বা B বাদ দিয়ে A নেয়া সম্ভব না।

ABC লাইসেন্স প্রাপ্তির জন্য যোগ্যতা

একজন ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ার এই লাইসেন্সটি পেতে পারেন। এক্ষেত্রে বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষার আবেদনের যোগ্যতাঃ

অনেকেই ফ্রেশার হয়েও আবেদন করে থাকেন।

ABC Electric License / ABC লাইসেন্স কোথায় পাওয়া যায়?

এই লাইসেন্স বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (website: http://www.eacei.gov.bd/ ) থেকে দেয়া হয়। বছরে ৪ বার এর সার্কুলার হয়।

  • ইলেকট্রিশিয়ান ২ বার – মার্চ এবং অক্টোবর।
  • সুপারভাইজার ও ঠিকাদার ২ বার – জুন এবং ডিসেম্বর।

তবে এই লাইসেন্স অর্জনের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেয়ার জন্য প্রথমে আবেদন করতে হয় বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের website-এ, আবেদনের জন্য ABC লাইসেন্স ফরম – এর সরাসরি লিঙ্ক পেতে নিচে দেখুন।

  • বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স-এর আবেদনের ফরম apply_form
  • বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স-এর আবেদনের ফরমঃ apply_form
  • বৈদ্যুতিক কারিগরি পারমিট / ইলেকট্রিক লাইসেন্স ফরমঃ apply_form  

আবেদন পদ্ধতি

প্রথমে চালান নম্বরসহ টাকা সোনালি ব্যাংকে জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। পূরণকৃত ফর্ম ও ব্যাংক ড্রাফট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে সচিব, বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড বরাবর এই ঠিকানায়-

২৪ তোপখানা, জ্যোৎস্না কমপ্লেক্স, ঢাকা – ১০০০

আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের website-এ পরীক্ষার্থীর নাম, রোল ও পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়। বর্তমানে কোন ধরনের ইন্টার্ভিউ কার্ড ইস্যু হয় না। নির্ধারিত তারিখে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল পরের দিন সকালের মধ্যে সংশ্লিষ্ট অফিস এবং ওয়েবসাইটে প্রকাশ করে দেয়া হয়। আপনি কোন ক্যাটাগরিতে পেয়েছেন তা নামের পাশে উল্লেখ থাকবে।

ABC লাইসেন্সের সুবিধা

বর্তমানে বিভিন্ন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে একটি লাইসেন্স অনেক গুরত্বপূর্ণ। চাকরির ক্ষেত্রে এই লাইসেন্স উপস্থাপন করা হলে অভিজ্ঞতার ব্যাপারে কোন প্রশ্ন করা হয় না। ইলেকট্রিক বা অন্য ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক লাইনের যে কোন কাজ করতে বা সুপারভাইজ করতে পারবেন। ঠিকাদারির ক্ষেত্রে যে কোন (ইলেকট্রিক, মেকানিক্যাল প্রভৃতি) ঠিকাদারি ব্যবসা করতে পারবেন।

ABC License cost / ইলেকট্রিশিয়ান লাইসেন্স –এর খরচ কিরকম হতে পারে?

বৈদ্যুতিক ঠিকাদারি, সুপারভাইজার এবং ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট এর বিভিন্ন ক্যাটাগরিতে কিরকম খরচ হতে পারে তা স্ব স্ব আবেদন ফরমে উল্লেখ থাকে।

পরীক্ষার প্রস্তুতি

ABC License exam / ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের বিষয়গুলো বেশ গুরত্বপূর্ণ-

  1. Electric house wiring
  2. Magnetic contact
  3. Motor
  4. Sub station
  5. Switch
  6. Circuit breaker
  7. Earth tester
  8. Generator
  9. Transformer
  10. Basic on transmission and distribution
  11. Relay
  12. Power factor meter
  13. Safety devices
  14. Instruments used in Electric line (Meger meter, Power factor meter, Clip –on meter etc.)

এছাড়া সংশ্লিষ্ট যে কোন তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়-

  • ২৪, তোপখানা রোড, জ্যোৎস্না কমপে­ক্স, ৫ম ও ৬ষ্ট তলা, ঢাকা-১০০০
  • বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকঃ ০২-৪৭১১০৪০৬
  • বিদ্যুৎ লাইসেন্স বোর্ডঃ ০২-৪৭১১০৪০৭

ট্যাগসমূহঃ ইলেকট্রিশিয়ান লাইসেন্স, ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষা, ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট, ইলেকট্রিক লাইসেন্স ফরম, ABC লাইসেন্স ফরম, ABC লাইসেন্স, ABC লাইসেন্স কি, ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষা, ABC License cost, abc license online, ABCLicense exam, ABC Electric License, ABC License.

13 COMMENTS

  1. Kisu questions and ansar dela onk opokito hotam sir.exm 13 tarik a

  2. Md . Zahangir Alam Md . Zahangir Alam

    I like this site .

  3. Very good site.
    Onek Information jante parlam.
    But I amr akta question ase.

    Qs: Center fee200 tk ki exam fee er sathe bank drop korte hobe ???????

  4. Ami ekhon ki application korte parbo…
    Last date kobe….Supervition laicence er

  5. regular ecetrichain licence porekkar roll ta deben…

  6. A b c licence er jonno total koto tk lagbe deya,, details janaben please

  7. Md. Akram hossain Md. Akram hossain

    Online theke amr License ta kivabe pabo

  8. MD .SAYOB HOSSAIN
    HI EVERYBODY.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here