অল্প সময়ে বানিয়ে ফেলুন Fire Sensor Circuit

0
1729

আগুন থেকে নিরাপত্তার জন্য আমরা Fire Sensor সার্কিট ব্যবহার করে থাকি। আজকে এই ধরণের  Fire Sensor সার্কিট তৈরী করবো তবে এটা বাস্তব জীবনে ব্যবহার যোগ্য নয়। আমরা ধীরে ধীরে বাস্তব জীবনের ব্যবহারিক প্রজেক্ট নিয়ে কাজ করবো।

প্রয়োজনীয় মালামাল

  • Battery 9v                              -১টি
  • Starter                                   -১টি
  • Led                                        -১টি
  • wire

সার্কিট ডায়াগ্রাম

সার্কিট সংযোগ প্রক্রিয়া

  • প্রথমে Starter এর এক প্রান্ত ব্যাটারির পজেটিভের সাথে সংযোগ করি।
  • Starter এর অপর প্রান্ত Led এর পজেটিভে সংযুক্ত করি।
  • Led এর নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভে সংযুক্ত করি।

Starter কি?

এটি হল দুই টার্মিনাল বিশিষ্ট একটি সুইচিং ডিভাইস। এই Component টি আমাদের বাসা-বাড়িতে যে টিউবলাইট জ্বালাই এটিতে ব্যাবহার করে থাকি।

Starter কিভাবে কাজ করে?

Starter এর  কাজ হল সার্কিটকে সচল করা। এই সার্কিটে টার্মিনাল দুটিতে আগুনের সংস্পর্শ করলে দুটি প্রান্ত একে অপরের সাথে সংযোগ হয়ে যায়, এর ফলে আমরা Output এ Led জ্বলতে দেখি।

কার্যপ্রণালী

এই সার্কিটে starter টি সুইচ হিসেবে কাজ করে। সুইচ যখন বন্ধ থাকে তখন কারেন্ট প্রবাহ হয়, Starter এ আগুনের সংস্পর্শে এটি বন্ধ সুইচের ন্যায় আচরণ করে আর তখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়।

সার্কিট কিভাবে কাজ করে?

স্বাভাবিক অবস্থায় সার্কিট বন্ধ সুইচের ন্যায় কাজ করে, কিন্তু যখন Starter এ আগুন দেওয়া হয় তখন Starter প্রান্তদ্বয় সংযুক্ত হয়ে যায় এবং সার্কিট সম্পূর্ন হয় Led জ্বলে উঠে।

সাবধানতা

  • সার্কিট পরীক্ষা করার সময় সাবধান থাকতে হবে।
  • নিদিষ্ট ভোল্টোজ থেকে বেশি ভোল্টেজ প্রয়োগ করা যাবে না, যদি বেশি ভোল্টেজ প্রয়োগ করা হয় তবে Led পুড়ে যাবে।

বি:দ্র:- এই Fire Sensor সার্কিট ছোট স্থানে ব্যবহারের উপযোগী।

আউটপুটের ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here