খুব সহজেই বানিয়ে ফেলুন IR Proximity Sensor Circuit

3
1860
electronics project

আজ আপনাদের সামনে এমন একটি মজার প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি যা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে। আর এটি হল IR Proximity Sensor Circuit, কোন মেটাল সামনে আসলে এটি মেটাল টিকে সেন্স করে আউটপুট দিয়ে থাকবে।

প্রয়োজনীয় মালামাল:

  • Battery 9v – ১টি
  • Transmitter – ১টি
  • Receiver – ১টি
  • Resistor (10k,220 ohm) – ১টি
  • Variable Resistor (10k) – ১টি
  • LM358 – ১টি
  • LED – ১টি

সার্কিট ডায়াগ্রাম:

সার্কিট সংযোগ প্রক্রিয়া:

  • সার্কিট ডায়াগ্রাম অনুসারে Transmitter এর পজেটিভ প্রান্ত ব্যাটারির পজেটিভ প্রান্তের সাথে সংযোগ করি এবং নেগেটিভ প্রান্ত 220 ohm Resistor এর সাথে যুক্ত করি।
  • এরপর 220 ohm Resistor এর অপর প্রান্ত ব্যাটারির নেগেটিভের সাথে সংযোগ করি।
  • এখন Receiver এর নেগেটিভ প্রান্ত ব্যাটারির পজেটিভে সংযোগ করি এবং এর পজেটিভ প্রান্ত 10k ohm Resistor এর এক প্রান্তের সাথে সংযোগ করি।
  • এবার Resistor এর অপর প্রান্ত ব্যাটারির নেগেটিভে সংযুক্ত করি।
  • এরপর Variable Resistor টি বসাই এর ১ম প্রান্ত ব্যাটারির পজেটিভে এবং ২য় প্রান্ত ব্যাটারির নেগেটিভে সংযোগ করি।
  • এখন LM358 আইসি এর ৪নং পিন ব্যাটারির নেগেটিভে এবং ৮নং পিন ব্যাটারির পজেটিভে সংযোগ করি।
  • এবার আইসির ৩নং পিন Receiver ও 10k ওহম Resistor এর সংযুক্ত স্থানে বসাই।
  • এখন Variable Resistor এর ৩নং পিন LM358 আইসির ২নং পিনে সংযোগ করি।
  • এবার আইসির ১নং পিন এ LED এর পজেটিভ প্রান্ত এবং LED এর নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভে সংযোগ করি।

বি:দ্র:- আপনারা যখন সার্কিট সংযোগ করবেন তখন উপরে উল্লেখিত প্রক্রিয়া ও সার্কিট Diagram একসাথে বুঝার চেষ্টা করবেন।

কার্যপ্রণালী:

এই সার্কিটের কাজ অন্য সকল Circuit থেকে একদম আলাদা। এখানে Transmitter থেকে সিগন্যান Receiver এ পাঠানো হয়। আমরা যখন Transmitter এ কোনো বস্তু ধরি তখন ট্রান্সমিটার থেকে নির্গত সিগন্যাল বস্তুতে বাধা পেয়ে Receiver এর উপর পরে, তখন Receiver সিগন্যালটি গ্রহণ করে। তারপর LM358 আইসি Signal কে বিবর্ধিত করে। তখন আমরা  আউটপুট পায়। এই সার্কিটটি আবার IR Proximity Sensor হিসেবে ও পরিচিত।

Transmitter এক কাজ কি?

উক্ত সার্কিটে যে Transmitter ব্যবহার করা হয়েছে এর অপর নাম  Inferred Led. আমাদের বাসায় যাদের কাছে  TV রয়েছে তাদের জন্য এই Components টি খুবই প্রয়োজনীয়। কারণ এখানো উক্ত Component টি Remote এ ব্যবহার করা হয়। এটির Input এ Voltage প্রদান করলে এটি থেকে আলোক সিগন্যাল বের হয় যা খালি চোখে দেখা যায় না। এটি দেখতে হলে Mobile এর Camera অন করে ওই Transmitter এর উপর ধরতে হবে, তখন দেখা যাবে যে এটি থেকে একধরণের আলো বের হচ্ছে।

Receiver এর কাজ কি?

এটি Photo Diode হিসেবে ও পরিচিত।Transmitter থেকে ট্রান্সমিটকৃত সিগন্যাল Receiver গ্রহন করে । সুতরাং এটির প্রধান কাজ হল সিগন্যাল গ্রহণ করা।

সার্কিট বিশ্লেষণ:

  • Transmitter এর মাধ্যমে সিগন্যালকে Transfer করা হয়।
  • Receiver এর মাধ্যমে সিগন্যাল কে গ্রহণ করা হয়।
  • Transmitter ও Receiver কে অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা করার জন্য এদের সিরিজে Resistor ব্যবহার করা হয়েছে।
  • এখানে Variable Resistor এর মাধ্যমে ট্রান্সমিট সিগন্যাল এর শক্তি পরিবর্তন করা যায়।
  • LM358 IC লোডকে নিয়ন্ত্রন করে।

সাবধানতা:

  • Transmitter Check করার সময় 6v এর থেকে বেশি Supply দেওয়া যাবে না।
  • Receiver বা Photo Diode আলোক সংবেদনশীল তাই এটির উপর অতিরিক্ত আলো পরলে এটি নষ্ট হয়ে যাবে।
  • Variable Resistor কে সঠিকভাবে Adjust করতে হবে।

ভিডিওঃ

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here