ইলেকট্রনিক্স এর একটিভ ও প্যাসিভ কম্পোনেন্ট পার্থক্য

0
4711
active component vs passive component

Active একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। Component শব্দের বাংলা অর্থ হচ্ছে উপাদান। একটিভ কম্পোনেন্ট হচ্ছে সক্রিয় উপাদান। যেহেতু ইলেকট্রনিক্স এ বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হয় তাই এটা হবে সক্রিয় ডিভাইস।

Passive শব্দের বাংলা অর্থ নিষ্ক্রিয় / জড়। নিচে আমরা একটিভ কম্পোনেন্ট ও প্যাসিভ কম্পোনেন্ট এর পার্থক্য তুলে ধরেছি।

পার্থক্যঃ

  • প্রাকৃতিক সোর্সের উপর নির্ভর করে – যে সকল ডিভাইস সার্কিটে পাওয়ার / এনার্জি প্রদান করে থাকে তাদেরকে একটিভ কম্পোনেন্ট বলে।
  • প্রাকৃতিক সোর্সের উপর নির্ভর করে – যে সকল কম্পোনেন্ট এনার্জি প্রদান করতে পারে না কিন্তু জমা রাখতে পারে বা সার্কিটের পাওয়ারকে কাজে লাগায় সেগুলোই প্যাসিভ কম্পোনেন্ট
  • উদাহরণ – এক্টিভ কম্পোনেন্টঃ ব্যাটারি, ডায়োড, ট্রানজিস্টর, অপ-এম্প ইত্যাদি।
  • উদাহরণ – প্যাসিভ কম্পোনেন্টঃ রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি।
  • কাজ – একটিভ কম্পোনেন্টঃ ভোল্টেজ কিংবা কারেন্ট ফর্মে এনার্জি উৎপাদন করে।
  • কাজ – প্যাসিভ কম্পোনেন্টঃ ভোল্টেজ কিংবা কারেন্ট ফর্মে এনার্জি জমা রাখে।
  • পাওয়ার গেইন – একটিভ কম্পোনেন্টঃ এটি পাওয়ার গেইন সরবরাহ করতে পারে।
  • পাওয়ার গেইন – প্যাসিভ কম্পোনেন্টঃ এটিও পাওয়ার গেইন সরবরাহ করতে পারে।
  • কারেন্টের প্রবাহ – একটিভ কম্পোনেন্টঃ একটিভ কম্পোনেন্ট কারেন্টকে কন্ট্রোল করতে পারে।
  • কারেন্টের প্রবাহ – প্যাসিভ কম্পোনেন্টঃ প্যাসিভ কম্পোনেন্ট কারেন্টকে কন্ট্রোলে করতে পারে না।
  • বাহ্যিক সোর্স প্রয়োজন – একটিভ কম্পোনেন্টঃ অপারেশনের জন্য বাহ্যিক সোর্সের প্রয়োজন হয়।
  • বাহ্যিক সোর্স প্রয়োজন – প্যাসিভ কম্পোনেন্টঃ প্যাসিভ কম্পোনেন্ট এনার্জি গ্রহন করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here