বেসিক সিম্বল ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Basic Symbols Definition

আপনি যদি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকের একজন ছাত্র বা চাকুরী প্রত্যাশী হয়ে থাকেন অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকের বেসিক বিষয়সমূহ সম্বন্ধে স্পষ্ট ধারণা পেতে আগ্রহী তাহলে এই লেখাটি পড়ে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন।

আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বেসিক সিম্বল (symbol – প্রতীক) এর সাথে পরিচিত হবার পাশাপাশি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকের প্রাণস্বরুপ অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও জানতে পারবো। যা একজন ইঞ্জিনিয়ার বা ছাত্রের আত্মবিশ্বাসকে কয়েকগুন বাড়িয়ে দিতে সহায়ক হবে।

তাহলে আর দেরি কেনো চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কি কি বিষয় জানবঃ

  • রেজিস্টর (Resistor)
  • ইন্ডাকটর (Inductor)
  • ক্যাপাসিটির (Capacitor)
  • সুইচ (Switch)
  • চেঞ্জওভার সুইচ (Changeover Switch)
  • পুশ বাটন (Push Button)
  • মেল প্লাগ (Male Plug)
  • ফিমেল প্লাগ (Female Plug)
  • ফিউস (Fuse)
  • গ্রাউন্ডিং (Grounding)
  • ডায়োড (Diode)
  • অ্যামপ্লিফায়ার (Amplifier)
  • থাইরিস্টর (Thyristor)
  • IC (Integrated Circuit)
  • ট্রানজিস্টর (Transistor)
  • অ্যামিটার (Ammeter)
  • ভোল্টমিটার (Voltmeter)
  • ওহম মিটার (Ohm meter)
  • ফ্রিকোয়েন্সি মিটার (Frequency Meter)
  • ওয়াট মিটার (Watt Meter)
  • লাইট বাল্ব (Lite Bulb)
  • ডিরেক্ট কারেন্ট (Direct Current)
  • অল্টারনেটিং কারেন্ট (Alternating Current)
  • রিলে (Relay)
  • ব্যাটারি (Battery)
  • ট্রান্সফর্মার (Transformer)
  • ইলেকট্রিক মোটর (Electric Motor)
  • জেনারেটর (Generator)

রেজিস্টর (Resistor):

প্রতীক: রেজিস্টর (Resistor)

রেজিস্টর মূলত দুই প্রান্ত বিশিষ্ট একটি passive electrical component যা কোন পরিবাহির মধ্য দিয়ে ভোল্টেজ বা অন্য কোন active components-কে প্রভাবিত করার জন্য তড়িৎ প্রবাহকে বাঁধা দিয়ে থাকে।

ইন্ডাকটর (Inductor):

প্রতীক: ইন্ডাকটর (Inductor)

ইন্ডাকটর একটি passive electrical component যা চৌম্বকক্ষেত্রে (magnet field) শক্তি সঞ্চয় করে রাখতে পারে। মূলত ইন্ডাকটরে একটি কোরের চারপাশে পরিবাহী তারকে জড়ানো হয়। যদি কোন পরিবাহী পদার্থের চারপাশে পরিবাহী তার জড়ানো হয় তাহলে সেই পদার্থের ইন্ডাকট্যান্স অনেকগুণ বেড়ে যায়। ইন্ডাকটর সাধারণত ফ্রিকোয়েন্সি ফিল্টার, চোকস, ট্রান্সফর্মার, মোটর ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে।

ক্যাপাসিটির (Capacitor):

প্রতীক: ক্যাপাসিটির (Capacitor)

ক্যাপাসিটিরও একটি passive electrical component. এটি মুলত চার্জকে ধরে রাখে। উদাহরনস্বরুপ রিচার্জেবল ব্যাটারি যেমন চার্জ ধরে রাখতে পারে, ক্যাপাসিটরও তেমনি চার্জ ধরে রাখতে পারে, তবে তা খুব স্বল্প পরিসরে।

সুইচ (Switch):

প্রতীক: সুইচ (Switch)

সুইচ একটি ইলেকট্রিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্ট বা ইলেকট্রনের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে সুইচ ব্যবহার করা হয়। সুইচকে ইলেকট্রিক্যাল সার্কিটের নিয়ন্ত্রণকারী ডিভাইসও বলা হয়।

চেঞ্জওভার সুইচ (Changeover Switch):

প্রতীক: চেঞ্জওভার সুইচ (Changeover Switch)

চেঞ্জওভার সুইচ এক প্রকার ইলেকট্রিক্যাল সুইচ যা কারেন্টের প্রবাহকে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে পরিবর্তন বা পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়।

পুশ বাটন (Push Button):

প্রতীক: পুশ বাটন (Push Button)

পুশ বাটন এক প্রকার সুইচ। এই সুইচে একটি বাটন বা বোতাম থাকে যা টিপে সার্কিটকে চালু বা বন্ধ করতে হয়। অনেক ধরনের পুশ বাটন রয়েছে যেমনঃ কিছু পুশ বাটন রয়েছে যা একবার টিপ দিলে অন হয় আবার আরেকবার টিপ দিলে অফ হয় এবং বাটনটি নিজ নিজ অবস্থানে থাকে। আবার আরেক ধরনের পুশ বাটন আছে অন বা অফ করার পরও বাটন পূর্বের অবস্থায় ফিরে আসে। প্রয়োজনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পুশ বাটন সুইচ তৈরি করা হয়।

মেল প্লাগ (Male Plug):

প্রতীক: মেল প্লাগ (Male Plug)

এটি এক প্রকার কানেক্টর বা সংযোগকারী যা কোন ইলেকট্রিক্যাল সার্কিটকে সম্পূর্ণ করতে একটি ফিমেল প্লাগের সাথে বৈদ্যুতিক কর্ডকে সংযুক্ত করে। এতে দুটি বা তিনটি আনসিলড পিন (unshielded pins) থাকে যার দ্বারা একই ডিজাইনের অন্য একটি সকেট বা ফিমেল প্লাগের সাথে সংযোগ করানো যায়।

ফিমেল প্লাগ (Female Plug):

প্রতীক: ফিমেল প্লাগ (Female Plug)

মেল প্লাগের মতোই ফিমেল প্লাগও এমন একটি কানেক্টর বা সংযোগকারী। তবে এর মধ্যে পিনের পরিবর্তে দুটি বা তিনটি গর্ত থাকে। ফিমেল প্লাগের এইসব গর্তে একটি ম্যাচিং মেল প্লাগের পিনগুলো ডুকিয়ে সার্কিটকে কানেক্ট করা হয়।

ফিউস (Fuse):

প্রতীক: ফিউস (Fuse)

ফিউজ মূলত একটি ইলেকট্রিক্যাল সেফটি ডিভাইস যা ওভার কারেন্টের ক্ষতি থেকে সার্কিটকে রক্ষা করে থাকে। সাধারণত এতে পাতলা ধাতব ব্যবহার করা হয়। যদি সার্কিটে কোন কারণে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তাহলে অতিরিক্ত কারেন্ট দ্বারা উৎপাদিত তাপের কারণে ধাতবটি গলে যেয়ে কারেন্ট প্রবাহ বন্ধ করে দিয়ে ইলেকট্রিক্যাল কানেকশনকে বিচ্ছিন্ন করে দেয়।

গ্রাউন্ডিং (Grounding):

প্রতীক: গ্রাউন্ডিং (Grounding)

অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি – সরঞ্জাম ও মানুষকে রক্ষা করার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির বহিরাবরণ বা মেটাল অংশ থেকে বিদ্যুৎকে কোন পরিবাহীর মাধ্যমে মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকে গ্রাউন্ডিং বা আর্থিং বলে। লাইনে কোন কারণে লিকেজ কারেন্ট হলে আর্থিং সেই লিকেজ কারেন্টকে কোন প্রকার বিপদ না ঘটিয়ে পরিবাহীর মাধ্যমে সহজে মাটিতে চলে যেতে সাহায্য করে।

ডায়োড (Diode):

প্রতীক: ডায়োড (Diode)

ডায়োড একটি active electronic component যা সেমিকন্ডাক্টর দ্বারা গঠিত। এটি এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী উপাদান থেকে পিএন জাংশন তৈরি করে। ডায়োড মূলত তড়িৎকে নির্দিষ্ট দিকে প্রবাহিত করতে সহায়তা করে এবং বিপরীত দিকের তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে থাকে।

অ্যামপ্লিফায়ার (Amplifier):

প্রতীক: অ্যামপ্লিফায়ার (Amplifier)

অ্যামপ্লিফায়ার এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস। এটি কোন ইলেকট্রনিক সিগন্যালের ওয়েভশেপ ও ফ্রিকুয়েন্সিকে অপরিবর্তিত রেখে আউটপুটের শক্তি বৃদ্ধি করে থাকে। অর্থাৎ এর ইনপুট সাইড দিয়ে কম শক্তিশালী কোন সিগন্যাল প্রবেশ করালে তা আউটপুট সাইড দিয়ে অনেক বেশি শক্তিশালী সিগন্যাল হয়ে বের হয়।

থাইরিস্টর (Thyristor):

প্রতীক: থাইরিস্টর (Thyristor)

থাইরিস্টর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার একটি চার স্তর, তিন টার্মিনাল ও তিন জাংশন বিশিষ্ট PNPN সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস। মূলত এটি ইলেকট্রনিক্স সুইচ হিসেবে কাজ করে। সাধারণত থাইরিস্টর এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তরিত করার সাথে সাথে লোডে পাওয়ারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। বলা যায় একটি থাইরিস্টর একই সাথে রেকটিফায়ার ও ট্রানজিস্টরের কাজ করে।

IC (Integrated Circuit):

প্রতীক: IC (Integrated Circuit)
প্রতীক: IC (Integrated Circuit)

আইসি মূলত সেমিকন্ডাক্টর উপাদান দ্বারা গঠিত ছোট একটি চিপ, যার উপর একাধিক মাইক্রো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বসিয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে এবং আকার কমাতে বানানো হয়।

ট্রানজিস্টর (Transistor):

ট্রানজিস্টর (Transistor)
প্রতীক:ট্রানজিস্টর (Transistor)

ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর উপাদান থেকে তৈরি একটি তিন টার্মিনালযুক্ত ডিভাইস।
এটি সুইচিং করতে ব্যবহার করা হয় আবার দূর্বল সিগনালের শক্তিকে বৃদ্ধি করতেও ব্যবহার করা যায়। এই সিম্বলটি একটি বিজেটি (দ্বি-পোলার জংশন ট্রানজিস্টর)-কে উপস্থাপন করে।

অ্যামিটার (Ammeter):

প্রতীক: অ্যামিটার (Ammeter)
প্রতীক: অ্যামিটার (Ammeter)

অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার একটি পরিমাপক যন্ত্র। এটি কোনো বৈদ্যুতিক যন্ত্রের বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হয়। অ্যামিটারকে সিরিজে সংযোগ করে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে হয়।

ভোল্টমিটার (Voltmeter):

প্রতীক: ভোল্টমিটার (Voltmeter)
প্রতীক: ভোল্টমিটার (Voltmeter)

ভোল্টমিটার বা ভোল্টেজ মিটারও একটি পরিমাপক যন্ত্র। কোনো সার্কিটের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। এটি সর্বদা পরিমাপের পয়েন্টগুলোর সাথে সমান্তরালে সংযুক্ত থাকে। ভোল্টমিটার সংযোগ দেখতে সিরিজ সংযোগের মতো হলেও কোনো যন্ত্রের ভোল্টেজ নির্ণয় করতে এর দুই প্রান্তের সঙ্গে সমান্তরালে সংযোগ করে বিদ্যুৎ পরিমাপ করতে হয়।

ওহম মিটার (Ohm meter):

প্রতীক: ওহম মিটার (Ohm meter)
প্রতীক: ওহম মিটার (Ohm meter)

ওহম মিটার বা রেজিস্ট্যান্স মিটার হ’ল একটি পরিমাপক যন্ত্র। কোনও কম্পোনেন্টের রেজিস্ট্যান্স মাপার জন্য এই মিটার ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির কানেকশন চেক করার জন্যও ওহম মিটার ব্যবহার করা হয়ে থাকে।

ফ্রিকোয়েন্সি মিটার (Frequency Meter):

প্রতীক: ফ্রিকোয়েন্সি মিটার (Frequency Meter)
প্রতীক: ফ্রিকোয়েন্সি মিটার (Frequency Meter)

একটি পাওয়ার লাইনের অল্টারনেটিং কারেন্টের মতো বিভিন্ন পর্যায়ক্রমিক সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিমাপ করার জন্য ফ্রিকোয়েন্সি মিটার ব্যবহার করা হয়। রেঞ্জের (range) উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের ফ্রিকোয়েন্সি মিটার রয়েছে।

ওয়াট মিটার (Watt Meter):

প্রতীক: ওয়াট মিটার (Watt Meter)
প্রতীক: ওয়াট মিটার (Watt Meter)

পাওয়ার লাইনে সাপ্লাইকৃত পাওয়ার পরিমাপ করার জন্য ওয়াট মিটার ব্যবহার করা হয়। এ জন্য ইলেকট্রিক পাওয়ারের একককে ওয়াট দ্বারা প্রকাশ করা হয়।

লাইট বাল্ব (Lite Bulb):

প্রতীক: লাইট বাল্ব (Lite Bulb)

লাইট বাল্ব একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে আলো শক্তিতে রুপান্তরিত করে।

ডিরেক্ট কারেন্ট (Direct Current):

প্রতীক: ডিরেক্ট কারেন্ট (Direct Current)
প্রতীক: ডিরেক্ট কারেন্ট (Direct Current)

যে কারেন্ট শুধুমাত্র একটি দিক বা ডিরেকশনে প্রবাহিত হয় তাকে ডিরেক্ট কারেন্ট বা ডিসি বলে। একটি ব্যাটারি বা সোলার সেল ডিরেক্ট কারেন্টের প্রধান উৎস।

অল্টারনেটিং কারেন্ট (Alternating Current):

প্রতীক: অল্টারনেটিং কারেন্ট (Alternating Current)
প্রতীক: অল্টারনেটিং কারেন্ট (Alternating Current)

সময়ের সাথে যে কারেন্টের দিক বা ডিরেকশন পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বা এসি বলে।

রিলে (Relay):

প্রতীক: রিলে (Relay)
প্রতীক: রিলে (Relay)

রিলে একটি প্রোটেকটিভ বা প্রতিরক্ষামূলক ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কোন পূর্ব নির্ধারিত বৈদ্যুতিক অবস্থার পরিবর্তনে সাড়া দিয়ে সার্কিটে সংযুক্ত প্রোটেকটিভ ডিভাইস (সার্কিট ব্রেকার ও ট্রিপ কয়েল) গুলোকে অপারেট করতে সাহায্য করে থাকে। লো পাওয়ার সিগন্যাল ব্যবহার করে তুলনামূলকভাবে উচ্চ পাওয়ারের সার্কিটগুলোকে সুইচিং করার জন্য রিলে ব্যবহার হয়।

ব্যাটারি (Battery):

রতীক: ব্যাটারি (Battery)
প্রতীক: ব্যাটারি (Battery)

বৈদ্যুতিক সার্কিটে কারেন্টের পরিমাণ কমানো – বাড়ানোর জন্য বা ভোল্টেজ পরিবর্তনের জন্য কতগুলো বৈদ্যুতিক সেলকে একত্রে সংযোগ করা হয়। এই একত্রিত সেলগুলোকে ব্যাটারি বলে।

ট্রান্সফর্মার (Transformer):

প্রতীক: ট্রান্সফর্মার (Transformer)

ট্রান্সফরমার একটি স্থির ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল এনার্জিকে এর সাহায্যে পাওয়ার ও ফ্রিকুয়েন্সী পরিবর্তন না করে কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধু মাত্র চুম্বকীয়ভাবে সংযুক্ত দুইটি কয়েলে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা যায়।

ইলেকট্রিক মোটর (Electric Motor):

প্রতীক: ইলেকট্রিক মোটর (Electric Motor)
প্রতীক: ইলেকট্রিক মোটর (Electric Motor)

মোটর একটি বৈদ্যুতিক মেশিন যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।

জেনারেটর (Generator):

জেনারেটর (Generator)
প্রতীক: জেনারেটর (Generator)

জেনারেটর একটি বৈদ্যুতিক মেশিন যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এই প্রতীকটি জেনেরিক জেনারেটরের প্রতিনিধিত্ব করে। বিভিন্ন চিহ্ন সহ বিভিন্ন ধরণের জেনারেটর রয়েছে।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ের কমন সাংকেতিক বর্ণের পূর্ণরূপ

সেল ও ব্যাটারি সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা আপনার জেনে রাখা উচিত