psc non cadre / bpsc quiz / bpsc important questions / non cadre mcq question/ পিএসসি নন ক্যাডার পরীক্ষা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষা -২০০৫
Bangladesh Public Service Commission (BPSC)
শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) পদে অনুষ্ঠিত পরীক্ষার বাছাইকৃত প্রশ্নালোকে আজকের MCQ test সাজানো হয়েছে।
PGCB, PDB, PBS, BREB-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য BPSC / পিএসসি নন ক্যাডার পরীক্ষার প্রশ্নসমূহ খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে চলুন আর দেরী না করে আজকের পর্বে প্রথমে নিজেকে যাচাই করে নেই তারপর উত্তরগুলো জানার চেষ্টা করি-
১। একটি R-L-C রেজোন্যান্স সার্কিটের জন্য কোনটি সঠিক?
Correct!
Wrong!
২। সরবরাহ ফ্রিকুয়েন্সি বাড়ালে একটি ইন্ডাকটিভ কয়েলের-
Correct!
Wrong!
৩। একটি R-L-C প্যারালাল সার্কিটের জন্য কোনটি সঠিক?
Correct!
Wrong!
৪। নিচের কোনটি ট্রান্সডিউসার নয়?
Correct!
Wrong!
৫। একটি লাইনের এসি রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্স এর-
Correct!
Wrong!
৬। কোন অবস্থায় অল্টারনেরের টার্মিনাল ভোল্টেজ ইনডিউসড ভােল্টেজ অপেক্ষা বেশি হয়ে যায়?
Correct!
Wrong!
৭। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সবচেয়ে সুবিধাজনক পাওয়ার প্ল্যান্ট কোনটি?
Correct!
Wrong!
৮। একটি ইলেকট্রিক ব্লকের জন্য কোন মােটরটি উপযুক্ত?
Correct!
Wrong!
৯। একটি শিল্পপ্রতিষ্ঠানে ভােল্টেজ খুব উঠানামা করে। এটা দূর করার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত?
Correct!
Wrong!
১০। একটি এলিভেটর-এর মােটরের গতি কীভাবে নিয়ন্ত্রণ করা হয়?
Correct!
Wrong!
১১। 1500 Hz-এর ডিজাইন করা একটি ট্রান্সফর্মারকে 1000 Hz-এ চালালে-
Correct!
Wrong!
১২। ১৬০ কিলােওয়াট বিশিষ্ট একটি লোড ৮০% ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে। স্ট্যাটিক কনডেন্সার দিয়ে পাওয়ার ফ্যাক্টর ১০০% উন্নীত করতে এর রিয়্যাকটিভ কেভিএ কত হবে?
Correct!
Wrong!
১৩। একটি স্টেপার মােটরে কোন ধরনের রূপান্তর ঘটে?
Correct!
Wrong!
১৪। এসি পরিমাপে instrument transformer ব্যবহারের উদ্দেশ্য-
Correct!
Wrong!
১৫। সুইচিং মােড পাওয়ার সাপ্লাই-এ কোন প্রকার মডুলেশন ব্যবহৃত হয়?
Correct!
Wrong!
১৬। একটি ৬ ভােল্ট ব্যাটারির ধনাত্মক প্রান্ত অপর একটি ১২ ভোল্ট ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযােগপূর্বক এর ধনাত্মক প্রান্ত গ্রাউন্ড করা হলাে। ৬ ভােল্ট ব্যাটারি ধনাত্মক প্রান্তের ভােল্টেজ-
Correct!
Wrong!
১৭। প্যারালাল সার্কিটের জন্য নিম্নের কোনটি সঠিক?
Correct!
Wrong!
১৮। সিংগেল-ফেজ ইন্ডাকশন মােটর নিজে স্টার্ট নিতে পারে না, কারণ-
Correct!
Wrong!
১৯। SCR চালু রাখতে কমপক্ষে যে পরিমাণ বিদ্যুৎপ্রবাহ প্রয়ােজন হয়, তাকে _____ কারেন্ট বলে।
Correct!
Wrong!
২০। সেমিকন্ডাক্টর কৌশলসমুহে ডােপিং করা হয় কেন?
Correct!
Wrong!
psc 5
আপনার ফলাফল কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।