BPSC MCQ Test 8 । পিএসসি নন ক্যাডার পরীক্ষা প্রস্তুতি | স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

0
3192

psc non cadre / bpsc quiz / bpsc important questions / non cadre mcq question/ পিএসসি নন ক্যাডার পরীক্ষা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষা -২০১৯

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
পদের নামঃ এস্টিমেটর (তড়িৎ)
পরীক্ষার তারিখঃ ২১/১১/২০১৯ ইং

২০১৯-এ অনুষ্ঠিত পিএসসি নন ক্যাডার প্রিলি পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে সর্বমোট ৩০টি MCQ / প্রশ্নোত্তরের আয়োজন করা হয়েছে। এই পর্বে থাকছে ১৫ টি এবং BPSC MCQ Test 7 -এ থাকছে আরো ১৫ টি। যা PGCB, PDB, PBS, BREB, DPDC-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তাহলে চলুন আর দেরী না করে আজকের পর্বে প্রথমে নিজেকে যাচাই করে নেই তারপর উত্তরগুলো জানার চেষ্টা করি-

১৬. বাতাসে নাইট্রোজেন গ্যাস আছে কত ভাগ?

Correct! Wrong!

১৭. Frequency বাড়লে signal-এর wavelength ____।

Correct! Wrong!

১৮. এয়ার কন্ডিশনারের ক্যাপাসিটি প্রকাশ করা হয় কি দ্বারা?

Correct! Wrong!

১৯. একটি sinusoidal wave এর ফর্ম ফ্যাক্টর কত?

Correct! Wrong!

২০. Bridge Circuit ____ মাপার জন্য ব্যবহার করা হয়?

Correct! Wrong!

২১. Alternator এর পাওয়ার রেটিং কিসের মাধ্যমে হবে ?

Correct! Wrong!

২২. Superconductor এর conductivity কত?

Correct! Wrong!

২৩. ডিসি কারেন্টের পাওয়ার ফ্যাক্টর কত?

Correct! Wrong!

২৪. এসি অ্যামিটার এবং ভোল্ট মিটার ____value মাপে।

Correct! Wrong!

২৫. স্কিন ইফেক্ট-এর জন্য কন্ডাকটরের রেজিস্ট্যান্স____ যায়।

Correct! Wrong!

২৬. ক্রিস্টাল ডায়োড একটি ____ ডিভাইস।

Correct! Wrong!

২৭. বাংলাদেশে মোট কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে?

২৭ তম গ্যাসক্ষেত্র ভোলা নর্থ। মোট ২৯ টি গ্যাসক্ষেত্র, যার মধ্যে ২ টি প্রস্তাবিত।
Show hint
Correct! Wrong!

২৮. ডিজেল পাওয়ার প্ল্যান্ট সাধারণত ____ হিসেবে ব্যবহৃত হয়।

Correct! Wrong!

২৯. বাংলাদেশে সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?

Correct! Wrong!

৩০. কোন ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের সারাদিনের দক্ষতা (efficiency) বাণিজ্যিক দক্ষতার চেয়ে-

Correct! Wrong!

psc 8
আপনার ফলাফল কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
বেশি বেশি MCQ উত্তর করুন, নিজেকে প্রস্তুত রাখুন

অন্যান্য MCQ-তে অংশগ্রহণ করতে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here