BREB MCQ Test 2 | পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষা – ২০১৭

BREB MCQ Test / Palli Biddut MCQ / breb mcq question / breb question bank

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) নিয়োগ পরীক্ষা ২০১৭ এর MCQ প্রশ্ন-উত্তর।

পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী

পরীক্ষার তারিখঃ ০৩/১১/২০১৭

এখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল অংশের MCQ-গুলো বাংলা ভাষায় ভাবানুবাদ করে আপনাদের জন্য প্রতি পর্বে ২০ টি প্রশ্ন-উত্তরের আয়োজন করা হয়েছে।

তাহলে চলুন ২য় পর্বে প্রথমে নিজেকে যাচাই করে নেই তারপর উত্তরগুলো জানার চেষ্টা করি-

১. একটি সিঙ্গেল সার্কিট থ্রি ফেজ লাইনের জন্য প্রতি কিলোমিটারে প্রতি ফেজ ইন্ডাকট্যান্স-

Correct! Wrong!

২. ট্রান্সমিশন লাইনে সাধারণত _____ ব্যবহার করা হয়।

Correct! Wrong!

৩. Fault level means-

Correct! Wrong!

৪. বাংলাদেশে সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?

Correct! Wrong!

খুব শীগ্রই ৭৬৫ কেভি হবে।

৫. একটি সিনক্রোনাস মোটরের নিয়ন্ত্রণ গতি-

Correct! Wrong!

৬. ফিল্ডে বেশিরভাগ ত্রুটি ঘটে থাকে কিসের কারণে?

Correct! Wrong!

৭. পাওয়ার ফ্লো যখন ______ তখন একটি ডিসি মোটরকে ডিসি জেনারেটর হিসাবে দেখা যেতে পারে।

Correct! Wrong!

৮. করোনা সংঘটিত হয়-

Correct! Wrong!

৯. একটি ট্রান্সফরমারে ফুল লোডে ২০০ ওয়াট আয়রন লস হয়ে থাকে। তাহলে হাফ লোডে আয়রন লস হবে-

Correct! Wrong!

১০. একটি R-L সিরিজ সার্কিটে, R= 10Ω এবং X1 = 10Ω. তাহলে এপ্লাইড ভোল্টেজ ও সার্কিট কারেন্টের মধ্যে ফেজ এঙ্গেল কত হবে?

Correct! Wrong!

১১. RC কাপলিং পরিবর্ধনের জন্য কোনটি ব্যবহার করা হয়?

Correct! Wrong!

১২. আধুনিক উচ্চ ভোল্টেজ লাইনগুলোতে প্রায় কত ধরনের সেফটি ফেজসহ ডিজাইন করা হয়?

Correct! Wrong!

১৩. রিলে অপারেশন কয়েলটি কিসের মাধ্যমে সরবরাহ করা হয়?

Correct! Wrong!

১৪. নরমাল অপারেটিং কন্ডিশনের অধীনে, সার্কিট ব্রেকারের কন্টাক্টগুলো-

Correct! Wrong!

১৫. টেলিভিশন ট্রান্সমিশনে, চিত্র সংকেত প্রেরণ করা হয় ____ দ্বারা।

Correct! Wrong!

১৬. ডিসি এবং এসি লোড লাইনগুলোর ছেদ বিন্দুকে _____ বলা হয়।

Correct! Wrong!

১৭. ডিসি কারেন্টের টাইম পিরিয়ড কত?

Correct! Wrong!

১৮. সর্বোচ্চ পাওয়ার লাভের জন্য, কোন ধরনের কনফিগারেশন ব্যবহার করা হয়?

Correct! Wrong!

১৯. একটি ওয়াটমিটার কোন ধরনের পাওয়ার নির্দেশ করে?

Correct! Wrong!

২০. একটি ডিসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত?

Correct! Wrong!

BREB MCQ Test 2
আপনার ফলাফল কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।