খুব সহজেই ব্রীজ রেকটিফায়ার সার্কিট তৈরি করুন | Bridge Rectifier Circuit

1
3275
ব্রীজ রেকটিফায়ার সার্কিট

এই লেখাটিতে আমরা আলোচনা করবো যে খুব সহজে কিভাবে ব্রীজ রেকটিফায়ার সার্কিট তৈরি করা যায়। পূর্বের লেখাতে আমরা Half Wave Rectifier Circuit কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করেছিলাম।

Half-wave Rectifier Circuit কিভাবে তৈরি করতে হয় পড়ুন

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

  • Step Down Transformer (6v) -১টি
  • Diode(IN4007) – ৪টি
  • Capacitor 100uf/25 -১টি
  • Resistor(1k) -১টি
  • LED -১টি
  • Project Board -১টি
  • Multimeter -১টি

ব্রীজ রেকটিফায়ার সার্কিট ডায়াগ্রামঃ

ব্রীজ রেকটিফায়ার সার্কিট

সার্কিট সংযোগ প্রক্রিয়াঃ

  1. Transformer এর Output এর এক প্রান্তের সাথে ডায়াগ্রাম অনুযায়ী (D1 & D3) এর Anode প্রান্ত একসাথে সংযুক্ত করি এবং (D2 & D4) এর Cathode প্রান্ত একত্রে সংযুক্ত করি।
  2. এখন (D1 & D3) এবং (D2 & D4) এর অবশিষ্ট প্রান্ত ডায়াগ্রাম অনুযায়ী সংযুক্ত করি।
  3. এবার (D2 & D4) এর সংযোগকৃত Cathode অংশের সাথে Capacitor এর পজেটিভ টার্মিনাল সংযুক্ত করি।
  4. এখন (D1 & D3) এর সংযোগকৃত Anode অংশের সাথে Capacitor এর নেগেটিভ টার্মিনাল সংযোগ করি।
  5. এবার Capacitor এর পজেটিভ প্রান্তের সাথে একটি Resistor সংযোগ করি।
  6. এখন Resistor এর অপর টার্মিনাল এর সাথে LED এর পজেটিভ প্রান্ত সংযুক্ত করি।
  7. এবার LED এর নেগেটিভ প্রান্তের সাথে Capacitor এর নেগেটিভ প্রান্ত সংযুক্ত করি।
  8. আমরা Capacitor এর পজেটিভ-নেগেটিভ প্রান্তের সাথে মিটার এর প্রুব সংযুক্ত করে আউটপুট Voltage পাবো।
  9. এবার সতর্কতার সাথে Transformer এ Voltage প্রদান করি, ফলে LED জ্বলে উঠবে এবং আমরা মিটারে আউটপুট ভোল্টেজ দেখতে পারবো।

ব্রীজ রেকটিফায়ার সার্কিট কার্যপ্রণালীঃ 

এই সার্কিটে ৪টি Diode ব্যবহার করা হয়েছে যা AC কে DC তে রুপান্তর করে। এখানো ৪টি ডায়োড এমন ব্যবস্থাতে সাজানো হয় যাকে ফুল ওয়েভ ব্রীজ রেকটিফায়ার সার্কিট বলা হয়।

যখন ইনপুট এ পজিটিভ হাফ সাইকেল আসবে তখন (D1 & D3) ফরওয়ার্ড বায়াস হয় এবং (D2 & D4) রিভার্স বায়াস পাবে এবং লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে আবার যখন ইনপুটে নেগেটিভ সাপ্লাই আসবে তখন (D2 & D4) ফরওয়ার্ড বায়াস পাবে এবং (D1 & D2) রিভার্স বায়াস পাই ফলে লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে।

সুতারাং আমরা বলতে পারি কারেন্ট সবসময় একই দিকে লোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে ফলে একে
একমুখী বা DC প্রবাহ বলা হয়।

এই সার্কিট বিভিন্ন পাওয়ার সাপ্লাই এর জন্য ব্যবহ্ত হয় যেমনঃ মোবাইল চার্জার, পাওয়ার সাপ্লাই, টেলিভিশনের SMPS সেকশনে থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে এর ব্যবহার রয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইস চালানোর জন্য এই ব্রিজ রেকটিফায়ার এর প্রয়োজন অন্যতম।

সার্কিট বিশ্লেষণঃ

  • এখানো একটি Step Down Transformer ব্যবহার করা হয়েছে যা 220 (প্রায়) ভোল্টকে 6 ভোল্ট এ রুপান্তর করে। Transformer এর ইনপুট সরাসরি 220 Volt লাইন এর সাথে সংযুক্ত থাকবে। এর আউটপুট এ ২টি বা ৩টি তার থাকতে পারে।
  • এখানে Diode(IN4007) ব্যবহার করা হয়েছে যা AC কে DC তে রুপান্তর করে। মনে রাখতে হবে Diode ইনপুট ভোল্টেজের তুলনায় 0.7 ভোল্ট ড্রপ করবে।
  • IN4007 voltage & Current Rating হল: 1000volt & 1Amp
  • এবার একটি Capacitor সংযোগ দিতে হবে।
  • Diode থেকে যে DC Voltage পাওয়া যায় তা হল পালসেটিং DC এর মধ্য কিছু রিপল থাকে, রিপল বলত সাধারণত এসি ফ্রিকুয়েন্সী কে বুঝানো হয়। এই রিপল বাদ দেওয়ার জন্য Filtering হিসেবে Capacitor ব্যবহার করা হয় এবং এই capacitor output Voltage কে Stable (স্থির) রাখে।
  • এরপর Indicator হিসেবে একটি LED ব্যবহার করা হয়েছে এবং LED এর সাথে সিরিজে Resistor সংযুক্ত রয়েছে যা LED কে অতিরিক্ত Voltage থেকে রক্ষা করে। এখন যে output পাওয়া যাবে তা হবে Pure DC Voltage.

সাবধানতাঃ

  • সার্কিট টেস্ট করার সময় সিরিজ লাইন ব্যবহার করলে ভালো হয়। 
  • যখন আউটপুট ভোল্টেজ পরিমাপ করবো তখন মিটার এর রেন্জ অবশ্যই ডিসি মোডে সিলেক্ট করতে হবে নাহলে মিটার নষ্ট হয়ে যেতে পারে।
  • সবগুলো Diode সংযোগের সময় এর Anode-Cathode সঠিকভাবে দেখে লাগাতে হবে নতুবা আউটপুটে কোনো ভোল্টেজ আসবে না।
  • Capacitor সংযোগ এর সময় এর পোলারিটি দেখে সংযোগ করতে হবে, যদি ভুল হয় তবে capacitor ফেটে যেতে পারে।
  • আবার Capacitor এর মান ইনপুট ভোল্টেজের দেড়গুন হতে হবে। একটু বেশি হলে সমস্যা নেই।
  • ট্রান্সফরমারের ইনপুটে উচ্চ ভোল্টেজ থাকে, তাই সতর্কতার সাথে সংযোগ দিতে হবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here