বাসবার হিসাব – HT & LT সেকশনে বাসবার ক্যালকুলেশন এবং সিলেকশন

11
19080
বাসবার হিসাব

বাসবার হিসাব – বাসবার হচ্ছে তামা (copper) অথবা অ্যালুমিনিয়াম (Aluminum) এর তৈরি পরিবাহীর পাত অথবা পরিবাহীর বার যা এক বা একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে পাওয়ার সংগ্রহণ করে এবং এক বা একাদিক ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার সরবরাহ বা বিতরণ করে।

বাসবার হিসাব
চিত্রঃ বাসবার


বাসবার বেসিক নিয়ে বিস্তারিত পড়ুন

LT সাইডের ক্যাবল সিলেকশন পড়ুন

HT সাইডের ক্যাবল সিলেকশন পড়ুন

বাসবার হিসাব

বাসবার হিসাব / সিলেকশন দুইটি পদ্ধতিতে করা হয়

  1. সরাসরি কারেন্টের মানের উপর ভিত্তি করে এবং
  2. ট্রান্সফরমারের রেটিং এর উপর ভিত্তি করে।

(LT) লো ভোল্টেজ লাইনে বাসবার ক্যালকুলেশন

বাসবার হিসাব মূলত ক্যাবলের রেটিং (অ্যাম্পিয়ার) উপর ভিত্তি করে ক্যালকুলেশন করা হয়। নিচের চিত্রটি একটু লক্ষ্য করি। চিত্রে লো ভোল্টেজ সাইডের বাসবার দেখানো হয়েছে?

বাসবার হিসাব

প্রথম পদ্ধতি হলো সরাসরি কারেন্টের মান জানা থাকা অথবা ক্যাবলের সাইজ জানা থাকলেঃ

উপরের চিত্রে লো ভোল্টেজ লাইনে ক্যাবলের সাইজ দেয়া আছেঃ

( 4 * 4 * ( 1*500 ) rm ) যার মানে ( 1 * 500 ) rm হচ্ছে = 900 A.

চিত্রে সার্কিট ব্রেকারের মান দেয়া আছে ACB = 3200 A.

এই সার্কিট ব্রেকারের জন্য ( 1 * 500 ) rm = 900 A ক্যাবল সিলেকশন করা হয়েছে। যেহেতু ৪ টা ( 1 * 500 )rm ক্যাবল সাইজ নেয়া হয়েছে তার মানে,

4 * ( 1*500 ) rm যেখানে ( 1*500 )rm = 900 A

Total Cable ( 4 ) * Cable Size ( 900 )rm

4 * 900 = 3600 A

আমরা জানি বাসবার হিসাব / সিলেকশন করার জন্য ক্যাবলের রেটিং এর (অ্যাম্পিয়ার) সমান বা উপরের রেটিং এ বাসবার সিলেকশন করা হয়। ৩৬০০ অ্যাম্পিয়ার উপরের রেটিং এ ৪০০০ অ্যাম্পিয়ার বাসবার তাহলে এই ৪০০০ অ্যাম্পিয়ারের জন্য বাসবার ক্যালকুলেশন এবং সিলেকশন করতে হবে।

দ্বিতীয় পদ্ধতি হলো ট্রান্সফরমারের রেটিং জানা থাকলেঃ

চিত্রে ট্রান্সফরমার রেটিং দেয়া আছে।  ট্রান্সফরমার রেটিং থেকে প্রথমে লাইন কারেন্ট বের করে, তার সাথে সেফটি ফ্যাক্টর ১.২৫ গুন করে বাসবার ক্যালকুলেশন করা হয়।

Transformer Rating = 2000 KVA

Line Current = 2887 A

Safety Factor, (S.F) = 1.25

= 2887 * 1.25

= 3608 A

৩৬০৮ অ্যাম্পিয়ারের উপরের রেটিং এর বাসবার ৪০০০ অ্যাম্পিয়ার এবং এই ৪০০০ অ্যাম্পিয়ার জন্য বাসবার ক্যালকুলেশন করতে হবে।

বাসবার সাইজ সিলেকশন

যে কোন বাসবারের  Width এবং Height  এর সাইজ নিদিষ্ট থাকে, তবে length এর কোন সাইজ নিদিষ্ট থাকে না।আমরা জানি বাসবারের Width  *  Height  গুন করে বাসবার সিলেকশন করতে হয়। এই জন্য বাসবারের  Width এবং Height এর সাইজ জানা খুবই দরকার।  নিচে বাসবারের  Width এবং Height এর একটি চার্ট দেওয়া হলো।

বাজারে যেসকল সাইজের বাসবার পাওয়া যায় তার চার্টঃ

Width *  Height (W*H) (W*H) sqmm (W*H) sqmm
25*05 60*05 100*08
30*05 60*08 100*10
30*08 60*10 100*12
35*05 70*05 110*08
35*08 70*08 110*10
40*05 70*10 110*12
40*08 70*12 120*08
40*10 80*05 120*10
50*05 80*08 120*12
50*08 80*10
50*10 80*12

সাধারনত সূত্রের সাহায্যে বাসবার ক্যালকুলেশন করা হয়।

সূত্রঃ

1 sqr mm = 2 Amp Current (কপারের ক্ষেত্রে)

১ স্কায়ার মি মি = ২ অ্যাম্পিয়ার কারেন্ট

1 mm Width * 1 mm Height = 2 Amp Current

বাসবারের চিত্রটি একটু লক্ষ্য করি, বাসবারের কোন অংশের Width * Height গুন করে বাসবার ক্যালকুলেশন করতে হয় তা একটু দেখে নেই।

বাসবার হিসাব

চিত্রে Width এবং  Height পাশাপাশি দেখা যাচ্ছে এবং এই Width * Height গুন করে বাসবার ক্যালকুলেশন করা হয়।

৪০০০ আম্পিয়ারের জন্য বাসবার ক্যালকুলেশন

উপরে দুইটি পদ্ধতিতেই আমরা ৪০০০ অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি। ৪০০০ অ্যাম্পিয়ারের জন্য বাসবার ক্যালকুলেশন করতে হবে।

আমরা জানি,

1 sqr mm = 2 Amp Current

তাহলে,

2 Amp Current = 1 sqr mm BusBar

4000 amp Current = 4000/2

= 2000 Sqr mm BusBar

= ২০০০ স্কয়ার মি. মি. বাসবার

তাহলে ৪০০০ অ্যাম্পিয়ার কারেন্টের জন্য ২০০০ মি. মি. স্কয়ার বাসবার প্রয়োজন। উপরের চার্ট থেকে (Width * Height) রেটিং নিয়ে বাসবার সিলেকশন করবো।

বাসবারের চার্ট থেকে,

যদি,

Width = 100 mm এবং Height = 10 mm নেওয়া হয় এবং (Width * Height)  গুন করি

তাহলে,

Width * Height

= 100*10 (যে কোন সাইজ হতে পারে)

= 1000 sqmm

ক্যাবল সিলেকশনের মত এক বা একাদিক বাসবার এক সাথে যোগ করে বাসবার সিলেকশন করা হয়। যেহেতু আমরা ১০০০ স্কয়ার মি মি বাসবার সিলেকশন করেছি তাহলে আমাদের ২০০০ স্কয়ার মি মি বাসবারের জন্য প্রয়োজন হবে ১০০০ স্কয়ার মি মি দুইটা বাসবার যা এক সাথে রেখে বা যোগ করে ২০০০ স্কয়ার মি মি বাসবার সিলেকশন করতে পারি। চিত্র টি লক্ষ্য করুন একি সাইজের একাদিক বাসবার এক সাথে কানেকশন করা হয়েছে।

বাসবার সাইজ (Size) ক্যালকুলেশন

বাসবারের দৈর্ঘ্য এর সাইজ সিলেকশন করা হয় প্যানেল বক্সের সাইজের উপর ভিত্তি করে। প্যানেল বক্সের সাইজ যা হবে বাসবার একিই সাইজের হবে। তবে যখন প্যানেল বক্সের ভিতরে বাসবার প্রবেশ করানো হয় তখন কিছুটা কেটে কম করে ভিতরে প্রবেশ করানো হয়।

বাসবার ওজন ( Weight ) ক্যালকুলেশন

ধরি বাসবারের দৈর্ঘ্য ৩০ ফিট (৯১৪৪মিমি), এবং উচ্চতা ১০ মিমি এবং প্রস্থ ১০০ মিমি [(100*100)mm^2]

আমরা জানি,

আয়তন = দৈর্ঘ্য * উচ্চতা *প্রস্থ

= 9144 * 10 * 100

= 9144000 mm3

= 9144000/109

=9.0144 * 10-3 m3 (মিটারে নেয়া হয়েছে)

ওজনঃ

বাসবার হিসাব

ভর = রো * আয়তন     

= 8960 kg/m3 * 9.0144*10-3

= 81.93 kg

বাসবার দাম (Prize) নির্ণয়

যদি বাসবারের সাইজ এবং ওজন জানা থাকে, তাহলে দাম নির্ণয় করা কঠিন কিছু নয়। প্রথমে দেখতে হবে, যে সাইজের বাসবার ক্রয় করতে চাই তার সাইজ অনুযায়ী ওজন ঠিক আছে কিনা। বাসবার ক্রয় করার সময় কষ্ট হলেও ক্যালকুলেশন করে নিতে হবে। যদি সাইজ অনুযায়ী ওজন কাছাকাছি বা সমান হয় তাহলে বাসবার ঠিক আছে, (তামা) তে ভেজাল কম আর যদি সাইজ অনুযায়ী ওজন কম বা অনেক বেশি হয় তাহলে বাসবার ঠিক নেই, তামা তে ভেজাল মিশ্রনের পরিমান খুব বেশি।  যদি সাইজ এবং ওজন ঠিক থাকে তাহলে প্রতি কেজি তামার দাম যত হবে তা দিয়ে আপনি বাসবারের দাম নির্ণয় করতে পারবেন।

ধরি প্রতি কেজি তামা ৮০০টাকা

তাহলে,

 ৮১.৯৩ কেজি * ৮০০ টাকা

= ৬৫৫৪৪ টাকা

(HT) হাই ভোল্টেজ সাইডে বাসবার ক্যালকুলেশন

হাই ভোল্টেজ সাইডে বাসবার সিলেকশন এবং ক্যালকুলেশন একে বারে হুবহু লো ভোল্টেজ সাইডের মত। শুধু লাইন কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর ১০ গুন করতে হবে।

চিত্রে লাইন কারেন্ট ১০৫ অ্যাম্পিয়ার দেয়া আছে। এর সাথে ১০ গুন করে বাসবার সিলেকশন এবং ক্যালকুলেশন করতে হবে।

তাহলে,

Line current = 105 * 10

= 1050 A

এই ১০৫০ অ্যাম্পিয়ার কারেন্টের জন্য বাসবার ক্যালকুলেশন করতে হবে।  বাসবার ক্যালকুলেশন সূত্র প্রয়োগ করেঃ

1 sqr mm = 2 Amp Current

2 Amp Current = 1 sqr mm BusBar

1050 amp Current = 1050/2

 = 525 sq mm BusBar

= 600 স্কয়ার মি. মি. বাসবার

1050 A এর জন্য 600 sqmm সাইজের বাসবার প্রয়োজন। সাইজ সিলেকশন চার্ট থেকে Width * Height = 60 * 10 = 600A  বাসবারের সাইজ সিলেকশন করা হলো।

এখানে সাইজ একটু বেশি হলে সমস্যা নেই তবে অতিরিক্ত বেশি নেয়া ঠিক হবে না। তারপর বাকি কাজ গুলো লো ভোল্টেজ সাইডের বাসবার ক্যালকুলেশনের মত। এখানে একটি প্রশ্ন আসতে পারেঃ হাই ভোল্টেজ সাইডে এত কম মানের বাসবার কেন সিলেকশন করা হলো? কারন হাই ভোল্টেজ লাইনে কারেন্ট কম থাকে এবং বাসবার কারেন্ট উপর ভিত্তি করে সিলেকশন করা হয়।

HT সাইডের বাসবার সাইজ এবং ওজন মাপার পদ্ধতি LT সাইডের ন্যায় একই রকম। বাসবার হিসাব বা এই লেখাটি নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

Read More:

Electrical Panel Design: Busbar Size Calculation Chart PDF

11 COMMENTS

  1. 1 sq.mm=2amp(for Copper)
    Aluminium reting কত???

    • For Aluminium: 0.7 Amps / 1 Sq.mm of Bar.
      For Copper:1.2 Amps / 1 Sq.mm of Copper.

      এটা সাধারণত স্ট্যান্ডার্ড নয়, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় অনুযায়ি বাসবারের টলারেন্স যোগ করে থাকে।

      • Md. Sofiqul Islam

        350A er jonno Busbar size & koto feet length Hobe ?

  2. Khandaker Mushfiqur Rahman

    Thanks. This post is very helpful.

  3. Md. Anisur Rahman Sk.

    HT side e kno sefty factor 10 multiple holo??? If current 100 then why i select 1000A busbar???

  4. Where is the De-rating Factor?

  5. Arun Chandra Ray

    How can i copy it? Because i am not avilable online always.

    • You can save the link to your browser. Copying is not applicable because many people misuse it.

  6. Md. Shaiful Islam

    helpful page.Thanks 🙂

  7. Md Rezaul Karim

    DB Board Making.
    How much i distribute the electricity capacity for load If my incoming CB is 2500 Amp ACB. LT side voltage 440V. Please let me known.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here