DC Motor MCQ Test 14 | ডিসি মোটর প্রশ্নোত্তর

0
615

EEE Job Preparation

Electrical Machine Part MCQ

Topic: DC Motor

অংশগ্রহণের পূর্বে জেনে নিনঃ

  • প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন দেওয়া আছে।
  • আপনি যদি সঠিক উত্তরে ক্লিক করেন সেক্ষেত্রে অপশনটি সবুজ হয়ে যাবে এবং Correct! লেখা আসবে।
  • যদি ভূল উত্তরে ক্লিক করেন অপশনটি লাল হয়ে যাবে ও Wrong! লেখা আসবে এবং সেই সাথে সঠিক উত্তরটিও দেখিয়ে দিবে।
  • সবগুলো প্রশ্নের উত্তর দেবার পর সর্বমোট কত নম্বর পেয়েছেন তা দেখতে পারবেন।
  • চাইলে Play Again-এ ক্লিক করে আবার অংশগ্রহন করতে পারবেন।
  • প্রতিটি প্রশ্নের পূর্ণমান এক (১)।

বিঃদ্রঃ দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে MCQ অপশনে ক্লিক করতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন পুনরায় চেক করে পেজটি Reload দিন।

১. পরিবর্তনশীল গতি মোটরে-

Correct! Wrong!

২. ডিসি মোটর এর আর্মেচার ঘুরলে, উৎপন্ন emf -

Correct! Wrong!

৩. ডিসি মোটর কিসের জন্য অপরিবর্তনশীল টর্ক উৎপন্ন করে -

Correct! Wrong!

৪. ডিসি সিরিজ মোটর এ শান্ট মোটর এবং কম্পাউন্ড মোটর এর তুলনায় বেশি স্টার্টিং টর্ক, কারন হল এটি তুলনামূলক।

Correct! Wrong!

৫. নিচের কোন মোটরে লোড সরানোর পর বেশি গতিতে চলতে থাকে -

Correct! Wrong!

৬. ডিসি সিরিজ মোটর কে ফিল্ডের সাথে যে পরিবর্তনশীল রেসিস্টর শাটিং অথবা প্যারালালে সংযোগ করা হয় তাকে কি বলে ?

Correct! Wrong!

৭. নিচের কোন টেস্ট টি শুধু একটি মোটর এএ জন্য প্রয়োজন -

Correct! Wrong!

৮. ডিসি মোটর এর কোন লসটি লোড বৃদ্ধির সাথে হ্রাস পায় -

Correct! Wrong!

৯. ওভার লোডেড মোটরের প্রধান বিপদজনক হয় যখন -

Correct! Wrong!

১০. Wide এবং very সেন্সিটিভ গতি নিয়ন্ত্রণে সাধারণত দরকার পড়ে-

Correct! Wrong!

DCM-14
বেশি বেশি MCQ উত্তর করুন, নিজেকে প্রস্তুত রাখুন

অন্যান্য MCQ-তে অংশগ্রহণ করতে ক্লিক করুন।

ভোল্টেজ ল্যাব পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং সকল আপডেট সবার আগে পেতে ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন-

VOLTAGE LAB FB PAGE এবং VOLTAGE LAB FB GROUP

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here