ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ বাংলাদেশ সরকার এর বিদ্যুৎ সেক্টর রিফর্ম এর অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে তিনটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন শুরু করার মাধ্যমে ইজিসিবি লিঃ ১৬ই ফেব্রুয়ারি, ২০০৪ তারিখ হতে এর কার্যক্রম শুরু করে।
প্রকল্প তিনটির মধ্যে সিদ্ধিরগঞ্জ ২x১২০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রটি ০৫/০২/২০১২ তারিখ হতে বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করে এবং হরিপুর ৪১২ মেঃওঃ সিসিপিপি ০৬/০৪/২০১৪ তারিখ হতে বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করে।
এছাড়া সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃওঃ সিসিপিপি নির্মাণ প্রকল্পের কাজ চলমান আছে। চলমান প্রকল্পের সর্বশেষ বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী মার্চ ২০১৬ সাল নাগাদ গ্যাসটারবাইন এবং জানুয়ারী ২০১৭ সাল নাগাদ কম্বাইন্ডসাইকেল এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যায়।
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (EGCB)-২০১৮ পরীক্ষার প্রশ্নপত্র ভেন্যু-DPI
পদের নাম-Sub Assistant Engineer
তারিখঃ 27/7/18
PDF Download Link: EGCB_2018.pdf