LOGO! Soft ইন্টারফেস, প্রোগ্রাম আপ্লোড-ডাউনলোড | PLC Bangla Tutorial – 4

1
5739

PLC bangla tutorial ৪র্থ পর্বে সকলকে স্বাগতম। এই পর্বে সাধারণত লগো সফটওয়্যার ডাউনলোড, ইন্টারফেস, প্রোগ্রাম আপ্লোড-ডাউনলোড দেখানো হবে।

PLC Bangla Tutorial-1 পড়ুন  ।  PLC (পি এল সি) সম্বন্ধে বিস্তারিত সহজ ভাষায় আলোচনা

PLC Bangla Tutorial-2  পড়ুন । পিএলসি সুবিধা-অসুবিধা, ডায়াগ্রাম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ 

PLC Bangla Tutorial – 3 পড়ুন ।  পিএলসি ল্যাডার ডায়াগ্রাম ইনস্ট্রাকশন পরিচিতি 

PLC Bangla Tutorial – 5 পড়ুন ।  AND, OR, NOT লজিক এর সাহায্যে Ladder প্রোগ্রাম

PLC LOGO! Soft comfort Download

PLC Logo! Soft Comfort যেসকল OS (Operating System) এর জন্য রয়েছেঃ

  • Windows OS
  • MAC OS
  • Linux OS

এখানে আমরা ডেমো ভার্শনের ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি যেটা দিয়ে আপনি শুধু প্র্যাক্টিস করতে পারবেন। এই ডেমো ভার্শন দিয়ে আপনি পিএলসিতে সরাসরি প্রোগ্রাম আপ্লোড দিতে পারবেন না। আপ্লোড করার জন্য ফুল ভার্শন ব্যবহার করতে হবে যেটা অনলাইনে বা পিএলসি কিনলে সাথেই দিয়ে দিবে।

  1. Windows 64 Bit Download (132MB)
  2. Windows 32 Bit Download (139MB)
  3. MAC OS X Download (87.7MB)
  4. Linux 64 Bit Download (146MB)
  5. Linux 32 Bit Download (148MB)

বিঃদ্রঃ এই সফটওয়্যারটি শুধুমাত্র আপনি কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অপারেটিং সিস্টেমের বিট অনুযায়ী সফটওয়্যারটি ডাউনলোড করবেন।

Logo! Soft Comfort Interface

plc bangla

Ladder Diagram Interface

plc bangla

প্রোগ্রাম আপ্লোড / ডাউনলোড

plc bangla

সফটওয়্যার থেকে লগো পিএলসিতে প্রোগ্রাম দেয়ার জন্য PC–>Logo তে ক্লিক করতে হয়। এছাড়া লগো পিএলসি থেকে সফটওয়্যারে প্রোগ্রাম দেয়ার জন্য Logo–>PLC তে সেট করতে হয়। 

পুরো প্রোগ্রামটি রান করার জন্য Sim  নামে একটি আইকন আছে যাতে ক্লিক করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের কমন ফাংশন আছে আছে যা আমরা ধীরে ধীরে জানবো। 

পিএলসিতে প্রোগ্রাম আপ্লোড-ডাউনলোড ভিডিও দেখুন

PLC Bangla Tutorial-1 পড়ুন  ।  PLC (পি এল সি) সম্বন্ধে বিস্তারিত সহজ ভাষায় আলোচনা

PLC Bangla Tutorial-2  পড়ুন । পিএলসি সুবিধা-অসুবিধা, ডায়াগ্রাম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ 

PLC Bangla Tutorial – 3 পড়ুন ।  পিএলসি ল্যাডার ডায়াগ্রাম ইনস্ট্রাকশন পরিচিতি 

PLC Bangla Tutorial – 5 পড়ুন ।  AND, OR, NOT লজিক এর সাহায্যে Ladder প্রোগ্রাম

আজ এই পর্যন্ত, কারো যদি সফটওয়্যার ডাউনলোড সম্পর্কিত সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

1 COMMENT

  1. logo comfort demo download hosse na. please help me sir.
    01731481281

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here