AND, OR এবং NOT লজিক এর সাহায্যে Ladder প্রোগ্রাম । PLC Bangla Tutorial – 5

2
7265
ল্যাডার ডায়াগ্রাম

PLC bangla Tutorial – 5 তম পর্বে সবাইকে স্বাগতম। এই লেখাটিতে AND, OR, NOT Gate এর সাহায্যে সিমেন্স Logo PLC এর ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করে দেখানো হবে।

PLC Bangla Tutorial-1 পড়ুন  ।  PLC (পি এল সি) সম্বন্ধে বিস্তারিত সহজ ভাষায় আলোচনা

PLC Bangla Tutorial-2  পড়ুন । পিএলসি সুবিধা-অসুবিধা, ডায়াগ্রাম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ 

PLC Bangla Tutorial – 3 পড়ুন ।  পিএলসি ল্যাডার ডায়াগ্রাম ইনস্ট্রাকশন পরিচিতি 

PLC Bangla Tutorial – 4 | LOGO! Soft ইন্টারফেস, প্রোগ্রাম আপ্লোড-ডাউনলোড

ইতিমধ্যে বেসিক লজিক গেইট AND, OR, NOT গেইট নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের অনেকেই AND, OR, NOT Gate নিয়ে বেশ ভালো জানেন। যারা জানেন না তারা নিচের লিংকটিতে প্রবেশ করে লেখাটি পড়ে নিতে পারেন।

Logic Gate (AND, OR, NOT) নিয়ে আলোচনা

AND Gate

Figure – 1 লক্ষ্য করলে দেখবো যে এটা একটা এন্ড গেইটের ফিগার যেখানে গেইটের ইনপুট A ও B এবং আউটপুট Q. Figure – 1 এ সার্কিটে লক্ষ্য করলে দেখতে পাবো যে A এবং B নরমালি ওপেন কন্টাক্ট নেয়া হয়েছে এবং একটি আউটপুট হিসেবে লাইট ব্যবহার করা হয়েছে। এমন অবস্থায় A ও B উভয় কন্টাক্ট যখন অন (১) হবে তখন আউটপুট হাই (লাইট অন) হবে।

Figure – 2 তে লগো সফট কমফোর্ট সফটওয়্যার এর ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রাম দেখানো হয়েছে যা সাধারণত এন্ড গেইটের প্রোগ্রাম। I1 ও I2 হচ্ছে নরমালি ওপেন কন্টাক্ট এবং Q1 হচ্ছে আউটপুট। যখন I1 ও I2 সুইচ 1 কন্ডিশনে তখনি কেবল আউটপুট হাই 1 হবে যা দেখানো হয়েছে।

OR Gate

ল্যাডার ডায়াগ্রাম

Figure – 1 এ OR Gate এর সিম্বল এবং Truth Table রয়েছে। অর গেইট এর ইনপুট A এবং B. এর একটি সার্কিট উপরে দেয়া আছে যার A, B হলো নরমালি ওপেন কন্টাক্ট যা প্যারালালে যুক্ত আছে এবং একটি লাইট দেয়া আছে। A এবং B এর যেকোন একটি কন্টাক্ট ১ হলে আউটপুট হাই হবে অর্থাৎ বাতি জ্বলবে।

Figure – 2 তে I1 ও I2 হচ্ছে নরমালি ওপেন কন্টাক্ট এবং Q1 হচ্ছে আউটপুট। I1 বা I2 যেকোন একটি কন্টাক্ট অন হলে আউটপুট Q1 ও অন হবে।

NOT Gate

Figure – 1 এ NOT Gate এর সিম্বল এবং Truth Table রয়েছে। NOT Gate হিসেবে সাধারণত নরমালি ক্লোজ কন্টাক্ট ব্যবহার করা হয় অর্থাৎ স্বাভাবিক অবস্থায় অন থাকবে। যখন সুইচ পুশ (১) করা হবে তখন আউটপুট বাতি জ্বলবে না অর্থাৎ (০) কন্ডিশনে থাকবে।

Figure – 2 তে ল্যাডার ডায়াগ্রামে দেখানো হয়েছে যে নরমাল অবস্থায় বাতি Q1 জ্বলছে কিন্তু যখন I1 পুশ করা হয়েছে তখন আবার বাতি বন্ধ হয়ে গিয়েছে।

PLC Bangla Tutorial-1 পড়ুন  ।  PLC (পি এল সি) সম্বন্ধে বিস্তারিত সহজ ভাষায় আলোচনা

PLC Bangla Tutorial-2  পড়ুন । পিএলসি সুবিধা-অসুবিধা, ডায়াগ্রাম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ 

PLC Bangla Tutorial – 3 পড়ুন ।  পিএলসি ল্যাডার ডায়াগ্রাম ইনস্ট্রাকশন পরিচিতি 

PLC Bangla Tutorial – 4 | LOGO! Soft ইন্টারফেস, প্রোগ্রাম আপ্লোড-ডাউনলোড

2 COMMENTS

  1. Sir, please give me Semens plc pdf file

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here