কেমন হয় যদি রাতে অটোমেটিক ভাবেই বাতি জ্বলে উঠে আবার দিনের আলো ফুটে ওঠা মাত্র বাতি নিভে যায়। এবার এমনই একটি প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি যার নাম এল ডি আর বেসড সার্কিট।
প্রয়োজনীয় মালামাল
- Battery(3.7–9) Volt – ১টি
- BC547 Transistor – ১টি
- LDR – ১টি
- Resistor (100k) – ১টি
- Resistor (330 Ohm) – ১টি
- LED – ১টি
- Project Board – ১টি
BC547 এর পিন কনফিগারেশন
সার্কিট সংযোগ প্রক্রিয়া
- প্রথমে BC547 ট্রানজিস্টর এর ১নং(Collector) পিনে LED এর নেগেটিভ প্রান্ত সংযোগ করি।
- এবার LED এর পজেটিভ প্রান্ত R1 রেজিস্টরের সাথে সংযোগ করি এবং রেজিস্টরের অপর প্রান্ত Battery এর পজেটিভ এ যুক্ত করি।
- এখন BC547 ট্রানজিস্টর এর ৩ নং(Emitter) পিনকে Battery এর নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করি।
- এরপর BC547 ট্রানজিস্টর এর ২নং( Base) এর সাথে LDR এর একটি লেগ সংযোগ করি এবং অন্য লেগ BC547 ট্রানজিস্টর এর ৩ নং(Emitter) এর সাথে সংযোগ করি।
- এবার R2 রেজিস্টরের এক প্রান্ত BC547 ট্রানজিস্টর এর ২নং( Base) এর সাথে এবং অপর প্রান্ত R1 রেজিস্টরের সাথে সংযোগ করি।
- এখন LDR এর উপর অন্ধকার করলে LED জ্বলে উঠবে আবার LDR এর উপর আলো ফেললে LED নিভে যাবে।
এল ডি আর এর বিশ্লেষণ
LDR এর পূর্ণ অর্থ – Light Dependent Resistor বা আলোক নির্ভর রেজিস্ট্যান্স। অর্থাৎ এটি এমন এক ধরনের রেজিস্টর যার উপরে আলো পড়লে আলোর তীব্রতা অনুযায়ী এর রোধ কম বা বেশি হয়। এর নির্দিষ্ট কোন ভ্যালু থাকেনা। তবে এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু থাকে। সাধারণত ছোট এল ডি আর গুলোর ১ মেগা ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স হয় যেখানে বড় গুলোর রেজিস্ট্যান্স ১০০ কিলো ওহম বা এর আশেপাশে হতে পারে। আর সর্বনিম্ন রেজিস্ট্যান্স কয়েক ওহম পর্যন্ত হয়ে থাকে। সাধারণ রেজিস্টরের মতই এর কোন পোলারিটি নেই। অর্থাৎ এর দুই পা কে উল্টো করে সংযোগ দিলেও কাজ করবে।
এল ডি আর এর গঠন
সাধারনত উচ্চ রেজিস্ট্যান্স বিশিষ্ট ফটো কন্ডাকটিভ সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে LDR তৈরি করা হয় । এরমধ্যে ক্যাডমিয়াম সালফাইড(CdS), ক্যাডমিয়াম সেলেনাইড(CdSe), লেড সালফাইড(PbS), লেড সেলেনাইড(PbSe) উল্লেখযোগ্য।
LDR এর ব্যবহার
বিদ্যুৎ সাশ্রয় করার জন্য স্বয়ংক্রিয় রোড লাইট নিয়ন্ত্রণ করার সার্কিটটি sensor হিসেবে ব্যবহার করা হয় এছাড়া কিছু অটোমেশনে এল ডি আর কে sensor হিসেবে ব্যবহার করা হয়।
কার্যপ্রণালী
LDR ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন্ধকারে বাতি জ্বালাতে পারবো আর দিনের বেলা LDR এ আলো পড়ার কারণে LED OFF হয়ে যাবে। এখানে Circuit অনুযায়ী LDR এ যখন দিনের বেলা আলো পড়বে তখন এর মধ্যে Resistance একদম কম থাকে ফলে Transistor Off Condition এ থাকে ফলে BC547 ট্রানজিস্টর বায়াসিং করতে পারে না তাই LED off থাকে। আবার যখন অন্ধকার হয় তখন LDR এর Resistance অসীম হয় ফলে Transistor এর Base এর মধ্যে দিয়ে Current প্রবাহিত হয় এবং ট্রানজিস্টর ON Condition এ চলে আসে তাই LED জ্বলে উঠে।
LDR এর দাম নির্ভর করে এর আকৃতির উপরে। বড় এলডিআর এর দাম বেশি ছোট গুলোর দাম কম। স্থান ও আকার ভেদে ৫-১০ টাকা থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্তও হয়।
সার্কিট বিশ্লেষণ
- এখানে LED এর সিরিজে যে R1 রেজিস্টর ব্যবহার করা হয়েছে এটি LED কে অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা করে।
- R2 এবং LDR উভয় ভোল্টেজ ডিভাইডার সৃষ্টি করে।
- BC547 ট্রানজিস্টর সুইচিং এর কাজ করে।
- LDR Sensor হিসেবে ব্যবহার করা হয়েছে যা আলোর তীব্রতা অনুযায়ী কাজ করে।
সাবধানতা
- সার্কিটে নির্ধারিত ভোল্টেজ তুলনায় অতিরিক্ত ভোল্টেজ প্রয়োগ করা যাবে না ।
- সার্কিটে এসি ভোল্টেজ প্রয়োগ করা যাবে না।
- LDR এর আকার মাঝারি হলে ভালো হয়।
সার্কিটের আউটপুটের ভিডিও
আজ এই পর্যন্ত। আপনাদের সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদেরকে করুন।