রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড কর্তৃক অনুষ্ঠিত সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে RPCL MCQ Test সাজানো হয়েছে।
এই পর্বে শুধুমাত্র ডিপার্টমেন্টাল MCQ-গুলো উপস্থাপন করা হলো।
তাহলে চলুন আর দেরী না করে আজকের পর্বে প্রথমে নিজেকে যাচাই করে নেই তারপর উত্তরগুলো জানার চেষ্টা করি-
১. কোন সময়কে পিক আওয়ার বলে?
Correct!
Wrong!
২. বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নাম কি?
Correct!
Wrong!
৩. BERC কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
Correct!
Wrong!
৪. বেস লোড পাওয়ার প্ল্যান্টে কোন ধরনের জ্বালানী ব্যবহার করা হয়?
Correct!
Wrong!
৫. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
Correct!
Wrong!
৬. B-R powergen কোন ধরণের প্রতিষ্ঠান?
Correct!
Wrong!
BPDB -এর একটি অঙ্গ প্রতিষ্ঠান (বিদ্যুৎ জেনারেশন করে থাকে)
৭. ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা রয়েছে-
Correct!
Wrong!
৮. পিজিসিবি কি ধরনের কাজ করে?
Correct!
Wrong!
৯. B-R Power Generation Limited কে নিয়ন্ত্রণ করে-
Correct!
Wrong!
১০. বাংলাদেশ কোন দেশ থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আমদানি করবে?
Correct!
Wrong!
১১. বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের _______ অবস্থিত।
Correct!
Wrong!
১২. মাসিক কত ইউনিট (kWh) পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে Life line গ্রাহক হিসেবে ধরা হয়?
Correct!
Wrong!
১৩. অধিক দূরত্বে বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে ভোল্টেজ বাড়ানো হয়। এতে কি লাভ হয়?
Correct!
Wrong!
১৪. এক kWh =?
Correct!
Wrong!
১৫.কোনটিকে fossil fuel (জীবাশ্ম জ্বালানি)?
Correct!
Wrong!
জীবাশ্ম জ্বালানি হলো এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে পচন প্রক্রিয়ায় তৈরি হয়। জীবাশ্ম জ্বালানি তৈরি হতে মিলিয়ন বছর সময় লাগে।
১৬. স্টিম টারবাইন শ্রেণীবিভাগ করা হয় কোনটি অনুসারে?
Correct!
Wrong!
১৭. নিচের কোনটি poorest conductor ?
Correct!
Wrong!
১৮. ডিসি জেনারেটর কি উৎপাদন করে?
Correct!
Wrong!
১৯. ডিস্ট্রিবিউশনে LT সাইডে লাইন ভোল্টেজ কত?
Correct!
Wrong!
২০. ট্রান্সমিশন লাইনে সাধারণত কোন পরিবাহী (conductor) ব্যবহার করা হয়?
Correct!
Wrong!
RPCL 1
আপনার ফলাফল কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।