সাসপেনশন টাইপ ইনসুলেটর / Suspension type insulator – আমরা পিন টাইপ ইনসুলেটর সম্বন্ধে আলোচনার সময়ে জেনেছি যে, পিন টাইপ ইনসুলেটর ৩৩ কেভির বেশি ভোল্টেজ লাইনে ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। সেক্ষেত্রে ৩৩ কেভির বেশি ভোল্টেজ লাইনে যেসব ইনসুলেটর ব্যবহার করা হয় তার মধ্যে সাসপেনশন টাইপ ইনসুলেটর / Suspension type insulator অন্যতম।
এই লেখাতে আমরা সাসপেনশন টাইপ ইনসুলেটর সম্বন্ধে আলোচনা করব।
আলোচ্য বিষয়বস্তুঃ
১. সাসপেনশন টাইপ ইনসুলেটর কি?
২. সাসপেনশন টাইপ ইনসুলেটরের গঠন।
৩. সাসপেনশন টাইপ ইনসুলেটরের প্রকারভেদ।
৪. সাসপেনশন টাইপ ইনসুলেটরের সুবিধা ও অসুবিধা।
সাসপেনশন টাইপ ইনসুলেটর কি?
অন্যান্য ইনসুলেটরের ন্যায় সাসপেনশন টাইপ ইনসুলেটরও এক প্রকার অপরিবাহী বস্তু যা ওভারহেড লাইনের কন্ডাকটরকে ধরে রাখতে এবং পোল বা টাওয়ারের ক্রস আর্মসহ অন্যান্য ধাতব অংশ থেকে কন্ডাকটরকে আলাদা করে রাখতে ব্যবহার করা হয়।
সাধারণত সাসপেনশন টাইপ ইনসুলেটর টাওয়ারের ক্রস আর্মের সাথে ঝুলানো থাকে এবং এর শেষ প্রান্তের সাথে লাইনের পরিবাহী তার সংযুক্ত করা হয়।
এসব ইনসুলেটর হাই ভোল্টেজ লাইনের জন্য বিশেষ উপযোগী। এছাড়া এই ইনসুলেটরগুলো ট্যানজেন্ট টাওয়ারেও ব্যবহার করতে দেখা যায়।
সাসপেনশন টাইপ ইনসুলেটরের গঠনঃ
সাসপেনশন টাইপ ইনসুলেটর প্রয়ােজনীয় সংখ্যক “ডিস্ক” এর সমন্বয়ে গঠন করা হয়। আর ইনসুলেটরের combined করা এই অংশকে স্ট্রিং (String) বলা হয়ে থাকে।
মূলত সাসপেনশন টাইপ ইনসুলেটরের এক একটি ডিস্ক ১১ কেভির জন্য তৈরি করা হয়।
এখন প্রশ্ন জাগতে পারে কত কেভির লাইনে কতটি ডিস্ক ব্যবহার করা হয়?
হয়তো অনেকে মনে করতেছেন যেহেতু ভোল্টেজ লাইনগুলো ১১ কেভি, ৩৩ কেভি, ৬৬ কেভি হয়ে থাকে সেহেতু ১১ এর নামতা অনুযায়ী ভোল্টেজ লাইনে এসব ডিস্ক ১, ৩ বা ৬ টি ব্যবহার করা হয়! কিন্তু আপনার ধারণা সবক্ষত্রে সঠিক না।
সাধারণত বিভিন্ন কার্যকরী ভোল্টেজ হিসেব করে স্ট্রিং-এর সাথে ইনসুলেটর ডিস্কগুলো বসানো হয়ে থাকে।
যেহেতু সাসপেনশন টাইপ ইনসুলেটর উচ্চ ভোল্টেজ লাইনের জন্য বিশেষ উপযোগী তাই ৩৩ কেভির কম ভোল্টেজ লাইনে এর ব্যবহার নেই বললেই চলে।
একটি ইনসুলেটর স্ট্রিং-এ কতগুলো ডিস্ক বসাতে হবে, তা নির্ভর করে লাইনের ভোল্টেজ, পরিবহন লাইনের প্রকারভেদ ও আবহাওজনিত অবস্থার উপর।
যেমনঃ
৩৩ কেভি লাইনের জন্য ৩ টি
৬৬ কেভি লাইনের জন্য ৬ টি বা ৫ টি
আবার অনেক হাই ভোল্টেজ লাইন যেমনঃ ১৩২ কেভি, ২৩০ কেভি বা এর চেয়েও হাই ভোল্টেজ লাইনের ক্ষেত্রে ডিস্কের সংখ্যা তুলনামূলকভাবে আরও কম হয়ে থাকে।
সাসপেনশন টাইপ ইনসুলেটর ডিস্ক সংযোগের দিক থেকে দুই ধরনের হয়, যথা –
(১) বল ও সকেট টাইপ
(২) ক্লোভস টাইপ।
সাসপেনশন টাইপ ইনসুলেটরের সুবিধাসমূহঃ
- ২৩০ কেভি পর্যন্ত ভোল্টেজ লাইনে সাসপেনশন টাইপ ইনসুলেটর তুলনামূলক কম খরচে ব্যবহার করা যায়।
- ইনসুলেটর স্ট্রিং-এ প্রয়ােজনীয় সংখ্যক ডিস্ক (প্রতিটি ১১ কেভির) সিরিজে যুক্ত করে যে কোনাে ভােল্টেজ লাইনে ব্যবহার করা যেতে পারে।
- ইনসুলেটর স্ট্রিং এর যে-কোনাে একটি ইউনিট নষ্ট হলে পুরাে ইউনিটের পরিবর্তে শুধু ঐ নষ্ট ইউনিটটি পরিবর্তন করে দিলেই চলে।
- লাইনের কার্যকরী ভােল্টেজ বাড়ানাের প্রয়োজন হলে প্রয়ােজনীয় সংখ্যক নতুন ইউনিট যুক্ত করলেই চলে।
- সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলাে ঝুলন্ত অবস্থায় থাকে এবং বাতাসে দোল খায় বলে তারকে নমনীয়ভাবে ঝুলানো যায় এবং টাওয়ারের উপর যান্ত্রিক বােঝা / চাপ উপশম হয়।
- ইনসুলেটর স্ট্রিংগুলাে আর্থের ক্রস আর্মের নিচে ঝুলানাের থাকে বলে তারের উপর লাইটনিং ইফেক্ট কম হয়।
সাসপেনশন টাইপ ইনসুলেটরের অসুবিধাসমূহঃ
- কার্যকরী ভােল্টেজ ৩৩ কেভির নিচে হলে সাসপেনশন টাইপ ইনসুলেটরের খরচ তুলনামূলকভাবে কিছুটা বেশি পড়ে যায়।
- ইনসুলেটর স্ট্রিং-এ তার অপেক্ষাকৃত বৃহৎ পরিসর নিয়ে দোল খায় বলে তারের স্পেসিং বেশি রাখতে হয়।
- স্থাপন করার জন্য পােল, টাওয়ার ও ক্রস আর্মের দৈর্ঘ্য বেশি হতে হয়।
ইনসুলেটর সম্বন্ধে অন্যান্য লেখাঃ