খুব সহজে বানিয়ে ফেলুন টাচ সুইচ | Touch Switch

আজকে আপনাদের  ট্রানজিস্টরের মাধ্যমে Touch Switch তৈরি করে দেখাবো। এটির ব্যবহার  আমরা বিভিন্ন জায়গায় করতে পারি যেমন:- কোনো লোড কে সচল করার জন্য, টাচ এর মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রন করার জন্য। চলুন শুরু করি।

প্রয়োজনীয় মালামাল

  • Battery (5v-9v) – ১টি
  • BC547 – ২টি
  • Resistor (100k). – ১টি
  • Resistor (200 ohm). – ১টি
  • Led – ১টি
  • Copper wire – ২টি

সার্কিট ডায়াগ্রাম

টাচ সুইচ
টাচ সুইচ সার্কিট ডায়াগ্রাম

সার্কিট সংযোগ প্রক্রিয়া

  1. প্রথমে একটি ট্রানজিস্টর ইমিটার কে অন্য ট্রানজিস্টর এর বেস এ সংযোগ করি।
  2. এখন ২য় ট্রানজিস্টর এর ইমিটারকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করি।
  3. এবার ২য় ট্রানজিস্টর এর কালেক্টর এর সাথে রেজিস্টর এর এক প্রান্ত সংযাগ করি এবং অন্য প্রান্ত Led এর নেগেটিভ প্রান্তে সংযোগ করি ও Led এর অপর প্রান্ত ব্যাটারির পজেটিভ এর সাথে সংযোগ করি।
  4. এখন ১ম ট্রানজিস্টর এর  কালেক্টর এর সাথে 100k রেজিস্টরের সাথে সংযোগ করি ও অপর প্রান্ত ব্যাটারির পজেটিভ এ সংযোগ করি।
  5. এরপর ১ম ট্রানজিস্টর এর বেস ও কালেক্টর এ copper wire সংযোগ করি।

On-Off প্রক্রিয়া

  • দুই তামার তার একসাথে সংযোগ করলেই Led জ্বলে উঠবে।
  • আবার দুই তামার তার একসাথে সংযোগ করলেই Led নিভে যাবে।

কার্যপ্রণালী

এই সার্কিটে যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এগুলো সুইচিং হিসেবে কাজ করে।

Led কিভাবে জ্বলে?

এখানে যখন তামার তার দুটিকে টাচ করা হয় তখন সামান্য পরিমাণ ভোল্টেজ বেস দিয়ে প্রবাহিত হয় এরপর বেস থেকে ভোল্টেজ ইমিটারে গমন করে। এখন এই ইমিটার ভোল্টেজটি অন্য ট্রানজিস্টরের বেস এ চলে আসে। ২য় ট্রানজিস্টরের কালেক্টরে যে Led এবং Resistor লাগানো আছে এর মধ্যে দিয়ে ভোল্টেজ যায় এবং ২য় ট্রানজিস্টরের ইমিটার ব্যাটারির নেগেটিভ এ লাগানো থাকে যা সার্কিটের কারেন্ট প্রবাহ সম্পন্ন করে। ফলে Led টি জ্বলে উঠে।

Led কেন নিভে যায়?

উপরের নিয়ম অনুযায়ী যতক্ষন তামার তারের মাধ্যমে ভোল্টেজ প্রবাহ হতে থাকে ততক্ষন Led জ্বলতে থাকবে। আপনারা যখন তামার তার দুটি স্পর্শ করে আবার ছেড়ে দিবেন তখন Led নিভে যাবে।

সাবধানতা

  • নির্ধারিত ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ প্রয়োগ করা যাবে না, কারণ BC547 ট্রানজিস্টর অতিরিক্ত ভোল্টেজ ধারণ করতে পারে না।
  • এসি ভোল্টেজ প্রয়োগ করা যাবে না।

আপনাদের সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদের ফেসবুকে গ্রুপে পোস্ট করুন।

বিস্তারিত অনুধাবনের জন্য ভিডিওটি দেখতে পারেন