একটি প্রশ্নের মুখোমুখি প্রায় হতে হয়, ” চাকুরীর প্রস্তুতি নিতে চাচ্ছি কোথা থেকে শুরু করবো এবং কি কি বই পড়তে হবে”। আজ এই বিষয় নিয়ে লিখতে চেষ্টা করছি যাতে করে আপনাদের কিছুটা হলে চাকুরীর প্রস্তুতি ধারণা দিতে পারি ও সবার উপকার হয়। তাহলে একটু দেখি কি কি বিষয় আলোচনা হবে।
- চাকুরীর প্রস্তুতি(বিশেষ করে সরকারী জবের) জন্য যে সকল বই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে।
- নিজেকে কিভাবে প্রস্তুত করবেন?
- বই সংগ্রহ করেছেন কিন্তু শুরু করবেন কিভাবে?
- পরিশেষে কিছু কথা।
চাকুরি প্রস্তুতি টিপসঃ
চাকুরীর প্রস্তুতি(বিশেষ করে সরকারী জবের) জন্য যে সকল বই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে
ডিপার্টমেন্ট বই তালিকা
বাংলা ভার্শন বই
- বেসিক ইলেক্ট্রিসিটি – হক প্রকাশনী
- এডভান্স ইলেক্ট্রিসিটি – টেকনিক্যাল প্রকাশনী
- বেসিক ইলেকট্রনিক্স – হক প্রকাশনী
- টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – টেকনিক্যাল প্রকাশনী
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ১ এবং ২ – টেকনিক্যাল প্রকাশনী
- সার্কিট ১ এবং ২ – টেকনিক্যাল প্রকাশনী
- ডিসি মেশিন – টেকনিক্যাল প্রকাশনী
- সুইচ গিয়ার এন্ড প্রটেকশন – টেকনিক্যাল প্রকাশনী
- ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ১, ২ – টেকনিক্যাল ভিশন
- এসি মেশিন ১ – হক প্রকাশনী
- এসি মেশিন ২ – টেকনিক্যাল ভিশন
- জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি – হক
- বেসিক ইলেকট্রিক্যাল নলেজ – এম এম খয়বর আলী
- ডিসি মেশিন – সমাদ্দার ও গঙ্গোপাধ্যায় (ভারতীয় লেখক)
- এসি মেশিন – সমাদ্দার ও গঙ্গোপাধ্যায় (ভারতীয় লেখক)
- বিদ্যুৎ সরবরাহ ও বন্টন ব্যবস্থা – শ্রী সুবোধ রঞ্জন চক্রবর্তী (ভারতীয় লেখক)
এছাড়া ডুয়েটে ভর্তি কোচিং গাইড অনুসরন করতে পারেন
- পারফেক্ট ডুয়েট ভর্তি গাইড
- অপটিমাম ডুয়েট ভর্তি গাইড
ইংরেজি ভার্শন এর বই
- Principle of power system – V.K Mehta
- A text book of electrical technology, volume 1,2,3 – BL Theraja
- Electronics Device and circuit Theory – Robert Boylestad
- Principle of Electronics – V.K Mehta
- Introductory circiut analysis – Boylestad
- Fundamental of electric circuit – Alexander and Sadiku
- Viva voce in Electrical Engineering – D.K. Sharma
- Objective MCQ – V.K Mehta
- Electrical Electronics and Telecommunication Engineering (Objective type) – B.L Theraja
ইংরেজি ভার্শনের বেশিরভাগ বই আপনারা আমাদের এই ওয়েবসাইটে blog.voltagelab.com এ পাবেন।
নন-ডিপার্টমেন্ট
ইংরেজি জন্য
- আপনার পূর্বের সংগ্রহ করা গ্রামার বই
- English For competitive exam
সাধারণ জ্ঞান এর জন্য
- Assurance BCS preliminary digest (OLD BOOK)
- Assurance BCS preliminary question bank (NEW and Latest Version collected)
বাংলা এর জন্য
- ৯-১০ম শ্রেণীর বাংলা বোর্ড গ্রামার বই।
- বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর
গণিত এর জন্য
- Oracle BCS preliminary গানিতিক যুক্তি
- ক্লাস ৬-৮ এর গণিত বই।
MCQ এর জন্য
- জব সলিউশন যে কোন প্রকাশনীর – প্রফেসরস/ওরাকল
সাম্প্রাদায়িক তথ্যের জন্য
- কারেন্ট এফেয়ার্স
পরিশেষে যারা একটু কম পড়তে চান তারা এই দুটো বই পড়তে পারেন (উপরের বই গুলো না পরলেও চলবে)
- Assurance BCS preliminary Digest – (Must OLD version BCS 31-34 )
- Assurance BCS preliminary question bank – New version
তবে ডিপ্লোমাদের জন্য এই দুইটি বই-ই যথেষ্ট। এরপরেও ভালো জানার জন্য সকল বই অনুসরন করা যেতে পারে।
নিজেকে কিভাবে প্রস্তুত করবেন ?
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার পরিকল্পনা টিপস পড়ুন
বই সংগ্রহ করেছেন কিন্তু শুরু করবেন কিভাবে?
বই তো সংগ্রহ শেষ হলো এবার কিভাবে শুরু করা যায়! কঠিন প্রশ্ন। এটা আসলে নির্ভর করে আপনার পরিকল্পনার উপর। আপনার লক্ষ্য কি, কত দ্রুত আপনি শেষ করতে চান ইত্যাদি ইত্যাদি। তবে হ্যা, আমরা কিছু ব্যাক্তিগত বিষয় শেয়ার করতে পারি।
আপনার ভালো লাগলে অনুসরন করতে পারেন আর আপনি চাইলে নিজেই পরিকল্পনা করে নিজের মত করে অগ্রসর হতে পারেন।
সময় ভাগ করুন ডিপার্ট্মেন্ট -নন(৩ঃ১)
প্রথমে নন-ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করা যাক
আচ্ছা তাহলে উপরের যে দুটো বই Assurance BCS preliminary Digest – (Must OLD version BCS 31-34 ) এবং Assurance BCS preliminary question bank – New version বই কিভাবে কিভাবে শুরু করবেন দেখে নেই।
Assurance BCS preliminary Digest – (Must OLD version BCS 31-34 ) বইটির সাম্প্রতিক অংশটি পড়বেন না। সাম্প্রতিক অংশ পড়ার জন্য কারেন্ট এফেয়ার্স যথেষ্ট।
- তাহলে এই বইটি শুরু করেন অবস্থান, আয়তন, সীমানা ও সীমান্ত অংশ থেকে এবং শেষ করবেন ABBREVIATIONS এ গিয়ে।
- এর পর আন্তর্জাতিক অংশের সাম্প্রদায়িক বাদ দিয়ে দিন। শুরু করুন এবং শেষ করুন ABBREVIATIONS এ গিয়ে।
- বাংলা শুরু করেন বাংলা সাহিত্য থেকে অর্থাৎ বঙ্গালা ও বঙ্গালী থেকে লোক সাহিত্য পর্যন্ত। এরপর বিখ্যাত ভ্রমন কাহিনী ও শেষ করুন ব্যাকারন এর আগ পর্যন্ত। কাজী নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে রাখুন। ব্যাকারন অধ্যায়ের কয়েকটি ব্যাকারন গ্রন্থ থেকে শুরু করুন এবং শেষ করুন ইংরেজি অধ্যায় পর্যন্ত।
- এই বই থেকে ইংরেজি পড়তে হবে না তবে English for competitive exams থেকে ইংরেজি পড়বেন।
- জীব বিজ্ঞান থেকে শুরু করে ভুগোল ও পরিবেশ অধ্যায় এ শেষ করুন
- গণিত অংশটি পড়তে হবে ওরাকল প্রিলিমিনারী গানিতিক যুক্তি বই থেকে।
- নন ক্যাডার জব সলুশন – উপরের গুলো পড়েছেন? তাহলে এবার এই বই শুরু করা যাক। বিগত বছরের প্রশ্ন ২০১৬ থেকে শুরু করুন দেখবেন বেশিরভাগ প্রশ্ন পারতেছেন। এটাই হলো ডাইজেস্টের খেলা। সব অংশ লাগবে না শুধুমাত্র বাংলা, ইংরেজি নোট হলেই হবে। এই বইয়ের বাংলা অংশ থেকে রচনা, ভাব-সম্প্রাসারণ সারাংশ বাদ দিয়ে বাকি সব প্রশ্ন পড়ুন এবং নোট করে রাখুন। ইংরেজি প্যারাগ্রাপ, লেটার বাদ দিয়ে বাকি প্রশ্ন গুলো পড়ুন।
- English for competitve exam: ডাইজেস্ট পড়া শেষ? তাহলে এই বই থেকে Article, verb, parts of speech, phrase, preposition, corrction, voice এবং পরীক্ষাতে আসা কমন টপিক গুলো পড়েন।
- Oracle BCS priliminary গানিতিক যুক্তিঃ এটা গণিত অংশের জন্য কাজে দিবে। বীজগনিত এবং পাটিগনিত উভয়ই পাবেন বইটিতে।
নোটঃ এগুলো আমাদের ব্যাক্তিগত মতামত এবং বিভিন্ন সোর্স থেকে নেয়া তথ্য। আপনি চাইলে নিজের মত করে পড়তে পারেন। আর একটি কথা “সবগুলো পার্ট অবশ্যই নোট করে রাখুন”।
ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্ট এর জন্য দীর্ঘমেয়াদী পরাশোনা করতে হবে এবং এখানে কোন শর্টকাট বা বিকল্প নেই। নিচে সিরিয়াল করে দিচ্ছি কোনটার পর কোনটা পড়লে সুবিধা হবে।
- প্রথমেই বেসিক ইলেকট্রিসিটি ( শুধুমাত্র থিউরি )
- এরপর অ্যাডভান্স ইলেকট্রিসিটি ( শুধুমাত্র থিউরি )
- এরপর বেসিক ইলেকট্রনিক্স ( শুধুমাত্র থিউরি )
- এরপর সার্কিট ১ এবং ২ ( শুধুমাত্র থিউরি )
- এরপর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ১ এবং ২ ( কমন কিছু প্রশ্ন পড়লেই হবে ! ) ( শুধুমাত্র থিউরি )
- এরপর এসি মেশিন -১ পড়ুন ( শুধুমাত্র থিউরি )
- এরপর এসি মেশিন-২ পড়ুন ( শুধুমাত্র থিউরি )
- এরপর ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন -১ ( শুধুমাত্র থিউরি )
- এর পর ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন-২ ( শুধুমাত্র থিউরি )
- এরপর সুইচ গিয়ার এন্ড প্রটেকশন ( শুধুমাত্র থিউরি )
- এরপর জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি ( শুধুমাত্র থিউরি )
প্রতিটি বিষয় একবার পড়া শেষ হলে রিভিশন দিবেন ভালোভাবে।
»এবার ম্যাথঃ ম্যাথ এর সার্কিট দিয়ে শুরু করেন ডিপ্লোমা মেইন বই এর সাথে। এরপর ডুয়েটে ভর্তি গাইড এর ম্যাথ করুন। এর পাশাপাশি BL theraja + Boilstad + Saduku এর ম্যাথ গুলো করেন। এবার শেষ তো? তাহলে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আশা ম্যাথ গুলো করেন।
»ট্রান্সফরমা + ইন্ডাকশন মোটর + অল্টারনেট ম্যাথ দিয়ে শুরু করেন। একদম উপরের নিয়মের মতই।
»পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট, লোড ফ্যাক্টর, ক্যাচমেন্ট এরিয়া, ডিমান্ড ফ্যাক্টর, ডাইভারসিটি ফ্যাক্টর ইত্যাদি এর ম্যাথগুলো দিয়ে। একই পদ্ধতিতে ও Principle of power system থেকে একই নিয়মের ম্যাথ।
»ইলেকট্রনিক্স পার্ট এ ডায়োড, ট্রাঞ্জিস্টর ম্যাথ এছাড়া বিগত বছরের প্রশ্ন Boil state, V.K mehta, Saduku বইয়ের ম্যাথ।
এবার শেষ সব??? তাহলে আর কি! প্রথম থেকে রিভিউশন শুরু করুন। আর নিজের নোট ভালো যত্ন সহকারে রাখুন। যখনি কোন সার্কুলার হবে জানবেন, সেদিন থেকে পড়া শুরু করে দিবেন।
যেখানে সার্কুলার হবে সেখানকার বিগত সালের প্রশ্ন সংগ্রহ করুন এবং চেষ্টা করবেন সল্ভ করতে। আজকের মত চাকুরীর প্রস্তুতি লেখায় এখানেই বিদায় বন্ধু। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাস করুন। আর আমাদের লেখা চাকুরীর প্রস্তুতি ভালো-মন্দ কেমন হলো জানাবেন। ভালো লাগলে অনুরোধ শেয়ার করবেন। ধন্যবাদ।