লজিক গেইট এমন এক ধরনের ইলেকট্রনিক্স সার্কিট যা এক বা একাদিক ইনপুট গ্রহন করে এবং মাত্র একটি আউটপুট প্রদান করে।
এই লেখাটিতে যা আলোচনা করা হবেঃ
- লজিক গেইট সম্বন্ধে ধারণা
- লজিক গেইটের প্রকারভেদ
- মৌলিক লজিক গেইটের ধারণা
লজিক গেইট সম্বন্ধে ধারণা
লজিক গেইট একটি ইংরেজি শব্দ। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি অর্থাৎ এটি যুক্তিসঙ্গত বিষয় নিয়ে কাজ করবে। আমরা জানি যে কম্পিউটার ০ এবং ১ দুটি সংখ্যা বুঝতে পারে। লজিক গেইট ও মূলত ০ এবং ১ দুটি সংখ্যা বুঝতে পারে। বুলিয়ান আলজেবরা, ডি-মরগানের সূত্র এইসকল বিষয় পরিপূর্ণভাবে তুলে ধরার জন্যে যেই জিনিস দরকার, সেটা হলো লজিক গেট। এই লজিক গেইট এর মাধ্যমে বুঝা যাবে ইনপুট এবং আউটপুটের রূপ।
লজিক গেইটের প্রকারভেদ
লজিক গেইট কে নিম্মলিখিত ভাবে ভাগ করা যায়।
মৌলিক লজিক গেইট তিন প্রকার যথাঃ
- AND Gate / এন্ড গেইট
- OR Gate / অর গেইট
- NOT Gate / নট গেইট
নিচে বিভিন্ন গেইটের চিত্র দেয়া আছে যেখানে Symbol এবং Truth Table আছে. গেইটের ইনপুট হলো A, B এবং আউটপুট Q. Truth Table এর দেয়ার ফলে ইনপুট এবং আউটপুটের অবস্থা লজিক্যালি হিসাব করা যাবে।
AND Gate / এন্ড গেইট
- দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি আউটপুট থাকবে।
- AND মান হলো গুণ, অর্থাৎ সবগুলো ইনপুট ১ হলে এর আউটপুট ১ হবে।

ধরি, দুইটা ইনপুট A ও B . যদি ইনপুট 1 হয় তবে আউটপুট 1 হবে, তাহলে, A = 0, B = 1 অথবা A = 1 , B = 0 তাহলে এদের আউটপুট 0 হবে। কিন্তু A = 1, B = 1 হলে আউটপুট 1 হবে। কারণ এখানে সকল ইনপুট এর মান 1 . সত্যক সারণির মাধ্যমে চিত্রে দেখানো হয়েছে বাকিটা।
OR Gate / অর গেইট
- দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি আউটপুট থাকবে।
- এটা যোগের ন্যায় কাজ করবে অর্থাৎ যেকোন একটি ইনপুট ১ হলে এর আউটপুট ১ হবে অন্যথায় আউটপুত ০ হবে।

NOT Gate / নট গেইট
এর একটা ইনপুট এবং একটা আউটপুট থাকবে। আউটপুট হবে ইনপুটের বিপরীত অর্থাৎ ইনপুট ০ দিলে আউটপুট ১ হবে।

Photo courtesy: Electronics Tutorial
thanks,, sir
vai ami niomito apnader article gulo pori please pdf diben bishehesh kore transmission and distribution voltage keno 11kv, 33 kv
পিডিএফ করতে একটু সময় লাগবে ভাই। আমরা আপাতত আর্টিকেল লিখতেছি যে কারনে পিডিএফ এর প্রতি খুব বেশি সময় দেয়া হচ্ছে না। সাথেই থাকুন। করা হবে
Very Nice