সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব-৫ | পরিবাহী ও তড়িৎ প্রবাহ

প্রশ্ন ৫১ঃ কোন পদার্থের Dielectric Strength (পরাবৈদ্যুতিক ক্ষমতা) কী কী বিষয়ের উপর নির্ভর করে?

উত্তরঃ পদার্থের Dielectric Strength (পরাবৈদ্যুতিক ক্ষমতা) যেসব বিষয়ের উপর নির্ভর করে তা হলোঃ
১. বস্তুর পুরুত্ব
২. ইলেকট্রোডের আয়তন ও আকৃতি
৩. বস্তুর মমধ্যকার বৈদ্যুতিক ক্ষেত্রের প্রকার ও বিস্তৃতি
৪. প্রযুক্ত ভোল্টেজের ফ্রিকোয়েন্সি
৫. ভোল্টেজ প্রয়োগের হার ও সময়সীমা
৬. পুনঃপুনঃ ভোল্টেজ প্রয়োগের ফলে ক্লান্তি
৭. তাপমাত্রা
৮. আর্দ্রতার পরিমাণ এবং
৯. চাপের ফলে সম্ভাব্য রাসায়নিক পরিবর্তন ।

প্রশ্ন ৫২ঃ ভোল্টেজ ড্রপ (voltage drop) কাকে বলে?

উত্তরঃ কোন পরিবাহী বা সরঞ্জামের মধ্যে এর রেজিস্টেন্স বা রোধকে অতিক্রম করে বিদ্যুৎ প্রবাহিত হতে গেলে পরিবাহী বরাবর ভোল্টেজের যে অবনতি ঘটে, তাকে ভোল্টেজ ড্রপ বলে।

প্রশ্ন ৫৩ঃ তড়িৎ চুম্বক (Electro Magnet) কাকে বলে?

তড়িৎ চুম্বকের শক্তি কী কী বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তরঃ
i. কয়েলের পাক সংখ্যা
ii. কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহের মাত্রা এবং
iii. কোরের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার ওপর নির্ভর করে।

প্রশ্ন ৫৪ঃ একটি তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে পরিবর্তন করা যায়?

উত্তরঃ কয়েলের পাক সংখ্যা পরিবর্তন করে
অথবা
তড়িৎ প্রবাহের মাত্রা পরিবর্তন করে
অথবা
উভয়ই পরিবর্তন করে একটি তড়িৎ চুম্বকের শক্তি পরিবর্তন করা যায়।

প্রশ্ন ৫৫ঃ একটি ট্রান্সফরমারে চৌম্বক বর্তনী কিভাবে আবদ্ধ হয়?

উত্তরঃ লোহার কোরের মাধ্যমে।

প্রশ্ন ৫৬ঃ ট্রান্সফরমারে লোহার কোরের পরিবর্তে কাঠের কোর ব্যবহার করলে কী হবে?

উত্তরঃ কাঠের চৌম্বক ভেদ্যতা খুবই কম হওয়ায় ট্রান্সফরমারে লোহার কোরের পরিবর্তে কাঠের কোর ব্যবহার করলে কয়েলে খুবই সামান্য পরিমাণ বিরুদ্ধ তড়িচ্চালক বল আবিষ্ট হবে তার ফলে কয়েলটিতে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়ে পুড়ে যাবে।

প্রশ্ন ৫৭ঃ বৈদ্যুতিক ডিগ্রী কাকে বলে? এক তরঙ্গ চক্রে কত বৈদ্যুতিক ডিগ্রী হয়?

উত্তরঃ এক পোল পিচের 180 ভাগের এক ভাগকে এক বৈদ্যুতিক ডিগ্রী বলে। 360° বৈদ্যুতিক ডিগ্রী অতিক্রমনে এক তরঙ্গচক্র হয়।

প্রশ্ন ৫৮ঃ ইলেকট্রিক্যাল ডিগ্রী ও মেকানিক্যাল ডিগ্রীর মধ্যে সম্পর্ক কি?

উত্তরঃ পোল সংখ্যা যদি p হয় তাহলে ইলেকট্রিক্যাল ডিগ্রী = p/2 (মেকানিক্যাল ডিগ্রী)

প্রশ্ন ৫৯ঃ বিভিন্ন ইলেকট্রিক মেশিনে ব্রাশ হিসবে কপার ব্যবহার করা হয় না কেন?

উত্তরঃ তামা পজিটিভ তাপমাত্রা গুনাঙ্ক বিশিষ্ট হওয়ায় ঘর্ষণের ফলে উৎপাদিত তাপে এর রোধ বাড়ে, এছাড়াও এটি অপেক্ষাকৃত দ্রুত ক্ষয় হওয়ায় ইলেকট্রিক মেশিনে ব্রাশ হিসেবে এর ব্যবহার সীমিত।

প্রশ্ন ৬০ঃ কয়েক প্রকার তরল ইনসুলেটিং পদার্থের নাম বল।

উত্তরঃ
ইনসুলেটিং পেইন্ট
ইনসুলেটিং তেল
ইনসুলেটিং ভার্নিশ