কোন সাপ্লাই লাইনে এসি বা ডিসি ভোল্টেজ কিভাবে সনাক্ত করব?

0
3635
Vector Flat Thinking Man With Question

প্রিয় পাঠকবৃন্দ, সর্বদাই আপনাদের ভিন্ন ও মজার কিছু উপহার দেয়ার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম না। ভাবলাম কি নিয়ে লিখা যায়। তখন হুট করে মাথায় এলো একটি মজার টপিক। যদি আমাকে কোন সাপ্লাই লাইন দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে, এতে কোন মহাশয়ের বসবাস? তাহলে কিভাবে আমি নিশ্চিত হবো যে, এখানে এসি নাকি ডিসি পাওয়ার আছে? এই প্রশ্নটি আসলে এত কঠিন কিছু না। কিন্তু হুট করে কেউ আস্ক করে বসলে একটু বিচলিত হওয়াটাই স্বাভাবিক। চলুন জেনে নেয়া যাক, কোন সাপ্লাই লাইনে এসি/ডিসি ভোল্টেজ কিভাবে সনাক্ত করব?

কোন সাপ্লাই লাইনে এসি/ডিসি ভোল্টেজ কিভাবে সনাক্ত করব?

ধরুন, আমি আপনাকে দুইটা সাপ্লাই L1, L2 লাইন দিয়ে জিজ্ঞাসা করলাম এটাতে এসি বাস করে নাকি ডিসি বাস করে? দুটো সাপ্লাই লাইন এজন্যই বললাম কারণ তিনটি লাইনের কথা বললে এটা খুব সহজেই বলা যায় যে, থ্রি ফেজ লাইন। এখন টা হয় সিংগেল ফেজ এসি লাইন হবে অথবা ডিসি লাইন হবে। আসুন সবাই মিলে এই ধাঁধার সমাধান করে ফেলি।

ডিজিটাল এভোমিটারের সাহায্যে

একটা ডিজিটাল Avometer নিয়ে আসুন। তারপর এসি ভোল্টেজ স্কেলে রেখে পরিমাপ করে দেখবেন। তারপর কি হবে?

ফলাফলঃ

  • যদি ফলাফল শূণ্য হয় তাহলে সাপ্লাই লাইনে ডিসি বিদ্যমান। এবার তাহলে ফলাফলকে আরো সুনিশ্চিত করা যাক।
  • এখন আবার যদি ডিসি স্কেলে রেখে মাপা হয় তখন যদি রিডিং পায় তাহলে নিশ্চিতভাবে ডিসি সাহেব বাস করে লাইনের ভেতরে।
  • আর এসি স্কেলে থাকাকালীন যদি এসি রিডিং দেয় তাহলে নিঃসন্দেহে বলা যায় এসি।

হল ইফেক্ট ক্লিপ অন মিটারের সাহয্যে

  • প্রথমে হল ইফেক্ট ক্লিপ অন মিটারের সাথে একটু পরিচিত হওয়া যাক।
  • অনেকের মনে একটা প্রশ্ন কাজ করে যে, ক্লিপ অন মিটার এসি পরিমাপ করলেও এটি কি ডিসি পরিমাপ করতে পারবে?
  • তাদের প্রশ্নের উত্তরে আমি বলব অবশ্যই পারবে। ক্লিপ অন মিটার দিয়ে ডিসি পরিমাপ করাও সম্ভব।
  • আর এই কাজটি হল ইফেক্ট ক্লিপ অন মিটারের সাহয্যেই সম্ভব। এই ধরনের ক্লিপ অন মিটারের সাহায্যে ১০০০ হার্জ পর্যন্ত যে কোন কারেন্ট হোক সেটি এসি বা ডিসি পরিমাপ করা সম্ভব।
  • এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এসি ফ্রিকুয়েন্সিই ত ৫০ হার্জ। আপনি ১০০০ হার্জ কিভাবে পেলেন?
  • আমি ১০০০ হার্জ দিয়ে আসলে রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যালের কারেন্ট পরিমাপ করার কথা বুঝানো হয়েছে।
  • সাধারণত রেডিও এন্টেনা যে সিগন্যাল প্রেরণ করে থাকে।
  • এই হল ইফেক্ট ক্লিপ অন মিটার নিয়ে অন্যদিন বিস্তারিত লিখব ইনশাল্লাহ। এবার মূল কথায় আসা যাক।
  • হল ইফেক্ট ক্লিপ অন মিটারকে এসি এবং ডিসি উভয় রেঞ্জে রেখেই কারেন্ট পরিমাপ করে নিবেন।
  • যে স্কেলে রিডিং দিবে বুঝে নিতে হবে সেটাই বাস্তবিকভাবে সাপ্লাই লাইনে বিদ্যমান।

আজ আর নয়। এই আর্টিকেলটি আশা করি আপনাদের ভাল লেগেছে। আগামীতে আরো নতুন নতুন চমক নিয়ে আপনাদের সাথে আড্ডা দিব ইনশাল্লাহ।

আরো কিছু আর্টিকেল

কোনটি সার্কিটে অধিক পরিমাণে তাপ তৈরি করবে? এসি নাকি ডিসি ভোল্টেজ?

মোবাইল টাওয়ারে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় কেন?

+9 volt এবং -9 volt এর মধ্যে পার্থক্য কি? | পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here