সাবস্টেশন সিনক্রোনাইজেশন এবং দলীয় নৃত্যের ছন্দ

সাবস্টেশন সিনক্রোনাইজিং শব্দটির সাথে আমরা সুপরিচিত। আজ এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে জেনে আসা যাক সাবস্টেশান সিনক্রোনাইজিং এর সংজ্ঞা-

সাবস্টেশন সিনক্রোনাইজিং

সিনক্রোনাইজেশন এর আভিধানিক অর্থ হল ছন্দসমতা বা সামঞ্জস্যতা।

সাবস্টেশন গুলোর মধ্যে বিবিধ প্যারামিটার (ফ্রিকুয়েন্সি, ফেইজ শিফট, পাওয়ার ফ্যাক্টর, ফেইজ এংগেল) এর মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখার প্রক্রিয়াকেই সিনক্রোনাইজেশন বলে।

সিনক্রোনাইজেশন ও দলীয় নৃত্যের ছন্দ

সিনক্রোনাইজেশনকে একটি সুন্দর উপমা দিয়ে ব্যাখ্যা করা যায়। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দলীয় নৃত্য দেখেছি।

সেখানে দুই বা তার অধিক নৃত্যশিল্পীরা সমান তালে নৃত্য প্রদর্শন করে থাকেন। যদি সেই নৃত্যে তাল বজায় না থাকে তাইলে নৃত্যটি দৃষ্টিনন্দন হয়না। তেমনিভাবে আমরা একটি পাওয়ার সিস্টেমের অর্ন্তভুক্ত সাবস্টেশনগুলোকে নৃত্যশিল্পীদের সাথে তুলনা করতে পারি। যদি সাবস্টেশনগুলোর মধ্যে ফ্রিকুয়েন্সি, ফেইজ এংগেল, ফেইজ শিফট এই প্যারামিটার গুলোর সামঞ্জস্যতা না থাকে তাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালন সম্ভব নয়।

সিনক্রোনাইজেশনের শর্তাবলি

পাওয়ার সিস্টেমে সিনক্রোনাইজেশনের কিছু শর্ত রয়েছে ভোল্টেজ, ফ্রিকুয়েন্সি, ফেইজ সিকুয়েন্স, ফেইজ এংগেল এবং ওয়েব ফর্ম এ সামঞ্জস্যতা বজায় রাখা।

ওয়েব ফর্ম এবং ফেইজ সিকুয়েন্স জেনারেটর তৈরিকালে নির্ধারণ করে দেয়া হয়। সাবস্টেশনে জেনারেটর স্থাপন করার সময় তার ওয়্যারিং খুব সতর্কভাবে করা উচিত যেন ফেইজ সিকুয়েন্স এর ক্ষেত্রে তার ইন্টারকানেক্টেড গ্রীডের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারে।

ভোল্টেজ, ফ্রিকুয়েন্সী এবং ফেইজ এংগেল নিয়ন্ত্রণে রাখতে হবে। এক্ষেত্রে লোডের ব্যাপারটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

লোড বৃদ্ধি পেলে জেনারেটরের স্পীড ও ফ্রিকুয়েন্সিতে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। আর এই ঝামেলা পরিহার করতে আইসোক্রোনাস ফ্রিকুয়েন্সি সিস্টেম ব্যবহার করা হয়।

আইসোক্রোনাস ফ্রিকুয়েন্সি সিস্টেম

যে সিস্টেমে উপকেন্দ্রের লোড পরিবর্তন হওয়া সত্ত্বেও অল্টারনেটরের ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত থাকে তাকে আইসোক্রোনাস ফ্রিকুয়েন্সি সিস্টেম বলে।

সিনক্রোনাইজেশনের পদ্ধতি

সিনক্রোনাইজিং ল্যাম্প পদ্ধতি ব্যবহার করে

এই পদ্ধতিতে ছয়টি বাতিকে জেনারেটর টার্মিনাল এবং সিস্টেম টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়।

সিস্টেম টার্মিনাল বলতে এখানে ইন্সট্রুমেন্ট ট্রান্সফর্মার টার্মিনালকে বুঝানো হয়েছে। এমতবস্থায় যদি জেনারেটরের স্পীড পরিবর্তিত হয় তাহলে বাতিগুলোর আলোক উজ্জ্বতায় পরিবর্তন আসবে। যখন জেনারেটর ভোল্টেজ এবং সিস্টেম ভোল্টেজের মধ্যে ডিফারেন্স তৈরি হবে তখন বাতিগুলো জ্বলবে। আর যখন জেনারেটর ও সিস্টেম ভোল্টেজ একই থাকবে তখন বাতিগুলো অফ থাকবে।

সাবস্টেশান সিনক্রোনাইজেশান এবং নৃত্য,সিনক্রোনাইজিং ল্যাম্প
সিনক্রোনাইজিং ল্যাম্প

সিনক্রোস্কোপ ব্যবহার করে

সিনক্রোনাইজেশনের অন্য একটি ম্যানুয়াল পদ্ধতি হল সিনক্রোস্কোপ ব্যবহার করা।

এই ডিভাইসটি জেনারেটর এবং সিস্টেম ভোল্টেজ এর মধ্যে ফ্রিকুয়েন্সির তারতম্য প্রদর্শন করতে পারে।

সিস্টেম এর সাপেক্ষে জেনারেটর এর গতি সিনক্রোস্কোপের পয়েন্টার এর মাধ্যমে বুঝা যায়।

সাবস্টেশান সিনক্রোনাইজেশান এবং নৃত্য,সিনক্রোস্কোপ
সিনক্রোস্কোপ

সিনক্রোনাইজিং রিলে

এটি সিনক্রোনাইজেশনের একটি সনাতন পদ্ধতি।

যখন সাবস্টেশনে দায়িত্বরত ব্যক্তি অনুপস্থিত থাকা অবস্থায় যদি সিনক্রোনাইজিং ফল্ট ঘটে তখন ইলেকট্রমেকানিক্যাল রিলে স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর ট্রিপ করে দিয়ে সিস্টেমে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়।

সাবস্টেশান সিনক্রোনাইজেশান এবং নৃত্য,সিনক্রোনাইজিং রিলে
সিনক্রোনাইজিং রিলে
সিনক্রোনাস স্পীড

জেনারটরের ম্যাগনেটিক ফিল্ড যে গতি নিয়ে ঘুরে সেই গতিকেই বলা হয় সিনক্রোনাস স্পীড।

জেনারেটরের সিনক্রোনাস স্পীড নির্ভর করে জেনারেটর এর ফ্রিকুয়েন্সি এবং পোল সংখ্যার উপর।

সিনক্রোনাইজেশনের অভিনব পদ্ধতি

স্মার্ট গ্রীড সাবস্টেশনগুলোতে PLC (Programable Logic Controller) অথবা DCS (Distributed Control system) ব্যবহার করে গ্রীড এবং অল্টারনেটর এর ভোল্টেজ, ফেইজ সিকুয়েন্স মনিটরিং করা হয় এবং প্রয়োজনীয় তথ্য SCADA (Supervisory Control & Data Acquisition System) প্রযুক্তির সাহায্যে নিকটবর্তী গ্রীডে সরবরাহ করা হয়। DCS সিস্টেমে অনেকগুলো কম্পিউটার নির্দিষ্ট টপোলজিতে সংযুক্ত থাকে এবং সেগুলোকে একটি সেন্ট্রাল বাসে সংযুক্ত করা হয়। যার মাধ্যমে বিভিন্ন প্যারামিটার এর আপডেট জানা যায়।

এছাড়াও Advanced পিএলসিতে HMI (Human Machine Interface) সিস্টেম ডেভেলাপ করেও যাবতীয় ডাটা মনিটরিং সম্ভব।

সাবস্টেশান সিনক্রোনাইজেশান এবং নৃত্য,আধুনিক সিনক্রোনাইজিং পদ্ধতি
আধুনিক সিনক্রোনাইজিং পদ্ধতি

HMI কি?

HMI এর পূর্ণরুপ হল Human Machine Interface.

একটি মেশিনের সাথে ফিংগারপ্রিন্ট অনুধাবনের সাহায্যে যোগাযোগ স্থাপন করার প্রক্রিয়ার নামই হল HMI সিস্টেম।

সাবস্টেশান সিনক্রোনাইজেশান এবং নৃত্য,হিউম্যান মেশিন ইন্টারফেস
Human Machine Interface

SCADA কি?

যে নেটওয়ার্কিং প্রযুক্তি ব্যবহার করে উপকেন্দ্রগুলোর মধ্যে বিভিন্ন তথ্য (ভয়েস & টেক্সট) আদান প্রদান করা হয় তাকে SCADA (supervisory control & data acquisition system) প্রযুক্তি বলা হয়।

এই প্রক্রিয়ায় অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করা হয়

সাবস্টেশান সিনক্রোনাইজেশান এবং নৃত্য,অপটিক্যাল ফাইবার কমিউনিকেশান
supervisory control & data acquisition system

সাবস্টেশন নিয়ে আরো কিছু পোস্ট

গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরন ব্যবস্থা এবং ডিজিটাল প্রিপেইড এনার্জি মিটার কার্যপদ্ধতি

থ্রি ফেজ ডাবল সার্কিট ২৩০ কেভি ট্রান্সমিশন লাইন সম্বন্ধে আলোচনা