ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতার উপর লোডের পাওয়ার ফ্যাক্টরের প্রভাব

ট্রান্সমিশন লাইন নিয়ে আজ পর্যন্ত অনেক আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করি সেগুলো আপনাদের ভালই লেগেছে। আজ আমরা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতার উপর লোডের পাওয়ার ফ্যাক্টরের প্রভাব আলোচনা করব। চলুন শুরু করা যাক।

ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতার উপর লোডের পাওয়ার ফ্যাক্টরের প্রভাব

ট্রান্সমিশন লাইন মানেই ভোল্টেজ এবং কারেন্ট দম্পতির বাসস্থান। তাই এই বাসস্থানে তাদের উঠানামা এবং ইফিসিয়ান্সি প্রভৃতি বড় একটি ফ্যাক্টর। ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা অনেকাংশে লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভরশীল। স্বল্পদৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইনের রেগুলেশনকে নিম্নরুপেও প্রকাশ করা যায়ঃ

ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য ভোল্টেজ মহাশয়ের রেগুলেশনঃ

(১) %Reg = (IR cosθR + IXLSinθR)/VR x 100%

লিডিং পাওয়ার ফ্যাক্টরের ভোল্টেজ মহাশয়ের রেগুলেশনঃ

(২) %Reg = (IR cosθR – IXLSinθR)/VR x 100%

উপরোক্ত সমীকরণ থেকে আমরা নিম্নরুপ মন্তব্যে আসতে পারিঃ

  • যখন লোড পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ইউনিটি বা লিডিং হয় যে, IR cosθR > IXLSinθR তখন ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হবে। তার মানে গ্রহণ প্রান্তের ভোল্টেজ পজিটিভ হবে। সুতরাং, গ্রহণ প্রান্তের ভোল্টেজ VR প্রেরণ প্রান্তের ভোল্টেজ Vs অপেক্ষা কম হবে।
  • একটি নির্দিষ্ট মানের VR এবং I এর জন্য লোডের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হ্রাসের সাথে ভোল্টেজ রেগুলেশন বৃদ্ধি পায়।
  • যখন লোডের পাওয়ার ফ্যাক্টর এমন পর্যায়ে লিডিং হয় যে, IR cosθR < IXLSinθR তখন ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হবে। তার মানে গ্রহণ প্রান্তের ভোল্টেজ VR প্রেরণ প্রান্তের ভোল্টেজ Vs অপেক্ষা বেশি হবে।
  • ট্রান্সমিশন লাইনের দক্ষতার উপর লোডের পাওয়ার ফ্যাক্টরের প্রভাব
  • লোডে প্রেরিত পাওয়ার তার পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে।

সিংগেল ফেজের ক্ষেত্রেঃ

P = VRI cosθR

যেখানে,

P = লোডের পাওয়ার

VR = গ্রহণ প্রান্তের ভোল্টেজ

cosθR = লোডের পাওয়ার ফ্যাক্টর

এক্ষেত্রে, I = IR = Is = সাপ্লাই কারেন্ট

আমরা জানি,

I = P/(VR cosθR)

থ্রি-ফেজ সরবরাহ ব্যবস্থায়ঃ

P = √3 VRI cosθR

P = লোডের পাওয়ার

VR = গ্রহণ প্রান্তের ভোল্টেজ

cosθR = লোডের পাওয়ার ফ্যাক্টর

এক্ষেত্রে, I = IR = Is = লাইন কারেন্ট

সুতরাং, I = P/(VR cosθR)

উপরের সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে, যদি পাওয়ার এবং লাইন ভোল্টেজ স্থির থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টর এবং লাইন কারেন্ট পরস্পরের ব্যস্তানুপাতিক। পাওয়ার ফ্যাক্টর যত কম হবে লাইন কারেন্ট তত বৃদ্ধি পাবে। আর আমরা জানি, ট্রান্সমিশন লাইন লস পরিবাহীর কারেন্টের উপর নির্ভর করে। কারেন্ট যত বাড়বে, লাইন লস তত বেড়ে যাবে। ফলশ্রুতিতে ট্রান্সমিশন লাইনের দক্ষতা হ্রাস পাবে।

আরো কিছু আর্টিকেল

রাতের বেলায় ট্রান্সমিশন লাইন কিভাবে বৈমানিকের চোখে পড়ে?

ওভারহেড পাওয়ার লাইন স্থাপনের ক্ষেত্রে পথ নির্বাচনে প্রধান বিবেচ্য বিষয়সমূহ

কোথাও আগুন লাগলে তার নিকটবর্তী পাওয়ার লাইন ট্রিপ করে কেন?