পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-১ | দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ

পি এল সি এর ল্যাডার লজিক প্রোগ্রাম নিয়ে দুই পর্বে ব্যাসিক আলোচনাগুলো করা হয়েছিল। যারা যারা মিস করেছেন তারা প্রথমে ঐ দুটো পর্ব পড়ে নিন। অন্যথায় আজকের প্রোগ্রামটি বুঝতে পারবেন না। নিচে পর্ব দুটোর লিংক দেয়া হল। চলুন কথা না বাড়িয়ে একটি পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম নিয়ে আলোচনা করা যাক।

পি এল সি এর সাহায্যে বৈদ্যুতিক বাতি অন / অফ প্রোগ্রাম

আজ বেশি জটিল প্রোগ্রামে যাবনা। খুব সিম্পল একটি প্রোগ্রাম দিয়ে শুরু করব। মনে করুন, আপনার সিঁড়ির উপরে এবং নীচে দুটি সুইচ আছে। আর হোল্ডারে একটি ইনক্যান্ডিসেন্ট বাতি লাগানো আছে। এখন আপনি পি এল সি এর সাহায্যে যেকোন একটি সুইচের সাহায্যে ঐ বাতিটি অন / অফ করতে চাচ্ছেন। এখন এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হলঃ

  • ইনপুট সিলেকশন
  • আউটপুট নির্ধারণ
  • পি এল সি তে ল্যাডার লজিক আপ্লোড

পি এল সি এর ইনপুট নির্ধারণ

  • X0 = সিঁড়ির নীচের সুইচ
  • X1 = সিঁড়ির উপরের সুইচ

আউটপুট নির্ধারণ

Y0 = ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প

ল্যাডার লজিক ডায়াগ্রাম

দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণের ল্যাডার লজিক ডায়াগ্রাম
দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণের ল্যাডার লজিক ডায়াগ্রাম

ল্যাডার লজিক ডায়াগ্রামের ব্যাখ্যা

  • উপরের ল্যাডার লজিক প্রোগ্রামটিতে চারটি কন্ট্যাক্ট বিদ্যমান। দুটি নরমালি ওপেন কন্ট্যাক্ট এবং অপর দুটি নরমালি ক্লোজ কন্ট্যাক্ট।
  • একটি কন্ট্যাক্ট সিঁড়ির নীচের সুইচের জন্য, অপরটি সিঁড়ির উপরের সুইচের জন্য।
  • এই ডায়গ্রামে মূলত বোঝানো হচ্ছে যে, সুইচ দুটো যদি সেইম অবস্থায় থাকে মানে হয় দুটোই অফ না হয় দুটোই অন তাহলেই কেবল ইনক্যান্ডিসেন্ট বাতিটি জলে উঠবে।
  • যদি একটি সুইচ অন এবং অপরটি অফ থাকে তাহলে বাতিটি বন্ধ হয়ে যাবে।
  • ধরেন আপনি সিড়ির উপরের দিকে থাকেন। আপনি এখন লাইটটি অন করতে চাচ্ছেন। এখন আপনি সুইচ অন করলেন কিন্ত নিচের তলার সুইচটি নরমালি ওপেন কন্ডিশনে আছে। এই শর্তে বাতিটি জলবেনা।
  • এখন এ অবস্থায় যদি আপনি সুইচটি অফ করে দেন তাহলে দুটো সুইচই নরমালি ওপেন কন্ডিশনে থাকবে এবং বাতিটি জলে উঠবে।

আজ এই সিম্পল প্রোগ্রামটির সাহায্যে পি এল সি ল্যাডার লজিকের যাত্রা শুরু করা হল। এখন থেকে প্রতিদিন বিভিন্ন কন্ট্রোলিং সিস্টেমের প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে। তাই ল্যাডার লজিক নিয়ে আরো গভীর ধারণা পেতে ভোল্টেজ ল্যাবের সাথেই থাকুন।

আরো আর্টিকেল পড়ুন

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-২ | মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম

পি এল সি ল্যাডার লজিক ডায়াগ্রামের ব্যাসিক ধারণাঃ (পর্ব-১)

পি এল সি ল্যাডার লজিক ডায়াগ্রামের ব্যাসিক ধারণাঃ (পর্ব-২)

রিলে কি এবং কিভাবে কাজ করে? (পর্ব ১) | রিলে বাবাজির চমৎকার