পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৬ । Indicator Lamp জ্বালানোর প্রোগ্রাম

দেখতে দেখতে পি এল সি এর ল্যাডার লজিক প্রোগ্রাম আলোচনা হল। আশা করি প্রতিটি প্রোগ্রামই আপনারা উপভোগ করছেন। পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৫ এ আমরা টাইমার দিয়ে মোটরের সিকুয়েন্সিয়াল কন্ট্রোল লজিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কন্ট্রোল প্যানেলের ইন্ডিকেটর ল্যাম্প টাইমারের সাহায্যে অন অফ করার প্রোগ্রাম আলোচনা করব। চলুন বিস্তারিত আলোচনা করা যাক।

টাইমার দিয়ে Indicator Lamp জ্বালানোর প্রোগ্রাম

প্রথমত প্রশ্ন হল যে, “Indicator Lamp” কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে? সবার বাসা-বাড়িতে যে মাল্টিপ্লাগ থাকে সেখানে লক্ষ্য করে দেখবেন যে, পাওয়ার আসার সাথে সাথে একটি এল ই ডি ল্যাম্প জ্বলে উঠে। আবার পাওয়ার চলে গেলে এটি আলো দেয়না। এটাই হল ইন্ডিকেটর ল্যাম্প। পাওয়ার আছে কি নেই সেটি বোঝার জন্য বা তার সংকেত প্রদর্শন করতে যে ল্যাম্প ব্যবহার করা হয় তাকেই বলা হয় ইন্ডিকেটর ল্যাম্প।

সাধারণত ইন্ড্রাস্ট্রিতে বিভিন্ন কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয়। এই সব প্যানেলে ইন্ডিকেটর ল্যাম্প থাকে। পাওয়ার আসার সাথে সাথে ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠে। এই মজাদার প্রোগ্রামটির জন্য আমাদের টাইমার ব্যবহার করতে হবে। টাইমার ব্যবহার করার কারণ হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর ইন্ডিকেটর ল্যাম্পটি অফ করার জন্য। এখানে ল্যাম্প টার্ন অন হবার ৩ সেকেন্ড পর বাতিটি অফ হবে। তাহলে কথা না বাড়িয়ে ল্যাডার ডায়াগ্রামটি একে ফেলা যাক।

আমরা ইতোমধ্যেই অবগত যে, সর্বদাই পি এল সি এর সাহায্যে লোড কন্ট্রোলিং-এর ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত ইনপুট ডিভাইস সিলেকশন, আউটপুট সিলেকশন, ইনপুট-আউটপুট ডিভাইস অনুসারে ল্যাডার লজিক ডেভেলাপ। আর যেহেতু এখানে একটি মাত্র লোড (ইন্ডিকেটর ল্যাম্প) সেহেতু পুশ বাটন সুইচও একটিই হবে যা ইনপুট সিগন্যাল দিবে।

ইনপুট নির্ধারণ

X1 – স্টার্ট পুশবাটন সুইচ

আউটপুট নির্ধারণ

Y1 – ইন্ডিকেটর ল্যাম্প

প্রয়োজনীয় টাইমার

T1 – 3 সেকেন্ড টাইমার, ১০০ মিলিসেকেন্ড টাইম বেইজ

ল্যাডার লজিক ডায়াগ্রাম

ল্যাডার লজিক ডায়াগ্রাম
ল্যাডার লজিক ডায়াগ্রাম

ল্যাডার লজিক ডায়াগ্রামের বর্ণণা

  • যখন X1 (স্টার্ট পুশবাটন সুইচ) কন্ট্যাক্ট চালু হবে তখন টাইমার প্রোগ্রাম এক্সিকিউট হবে।
  • অতঃপর Y1 – ইন্ডিকেটর ল্যাম্পটি টার্ন অন হবে।
  • টাইমার T1 টাইম কাউন্ট শুরু করবে এবং ৩ সেকেন্ড পর T1 টাইমারের নরমালি ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হবে।
  • তখন Y1 – ইন্ডিকেটর ল্যাম্পটি পুনরায় টার্ন অফ হবে।
  • আগামী পর্বে আরো একটি মজাদার ল্যাডার লজিক প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।

আরো কিছু আর্টিকেল

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-১ | দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-২ | মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৩ | অয়েল পাম্প এবং মোটর কন্ট্রোলিং

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৪ । Milk Candy কাউন্টার প্রোগ্রাম

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৫ । টাইমার লজিক প্রোগ্রাম