পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৮ | DOL motor starter

মোটরের DOL (Direct Online starter) কন্ট্রোল সার্কিটের কথা শুনেনি এমন লোক খুজে পাওয়া আর চাঁদে বাড়ি করে থাকা একই কথা। তবে ডাইরেক্ট অনলাইন স্টার্টার সার্কিটকে কিভাবে পি এল সি এর মাধ্যমে কন্ট্রোল করতে হয় সে ব্যাপারে আজ আড্ডা জমাব। চলুন শুরু করা যাক।

পি এল সি এর সাহায্যে DOL motor starter

ইন্ড্রাস্ট্রিতে মোটর না থাকা আর দেহে হৃদপিন্ড না থাকা একই কথা। আর এই মোটরকে নিয়ন্ত্রিতভাবে অপারেট করতে ডাইরেক্ট অনলাইন স্টার্টারের ভূমিকা অপরিসীম। D.O.L এর পূর্ণ নাম Direct on Line। যে স্টার্টার সরাসরি লাইনের সাথে যুক্ত থাকে তাকে ডাইরেক্ট অন লাইন স্টার্টার বলে। এ ধরনের স্টার্টার কারেন্ট কমাতে পারে না। তাই এ স্টার্টার দ্বারা মোটরকে খুব তাড়াতাড়ি স্টার্ট বা বন্ধ করা যায়।

DOL Starter কানেকশন সাধারণত 5 HP রেঞ্জ পর্যন্ত মোটর কানেকশনে ব্যবহার হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ১০ থেকে ১০০ HP পর্যন্তও ব্যবহার করে। সেটা অনেক গুলো বিষয়ের উপর নির্ভর করে। তবে এতে খরচ অনেকগুণ বেড়ে যায়। আর 5 HP রেঞ্জের উপরে হলে মোটরটি স্টার ডেল্টায় চালানো যাবে। আজ আমরা দেখব কিভাবে পি এল সি ব্যবহার করে মোটরের ডাইরেক্ট অনলাইন স্টার্টার সার্কিট নিয়ন্ত্রণ করা যায়?

প্রয়োজনীয় ইকুপমেন্ট এবং সাপ্লাই

চলুন এক্ষেত্রে দরকারি ইকুইপমেন্ট এবং সাপ্লাই-এর একটি তালিকা তৈরি করে নেয়া যাক।

  • পি এল সি এবং দরকারি ইনপুট ও আউটপুট মডেল
  • এসি মোটর এবং মোমেন্টারি কন্ট্যাক্ট সুইচ
  • ম্যাগনেটিক কন্টাক্টর এবং সলিড স্টেট রিলে
  • ২৩০ ভোল্ট সাপ্লাই এবং ১৫ এম্পিয়ারের তার

পি এল সি ল্যাডার লজিক ডায়াগ্রাম আঁকার কিছু পূর্বশর্ত আছে। সর্বদাই পি এল সি এর সাহায্যে লোড কন্ট্রোলিং-এর ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। সেগুলো হলঃ

  • প্রথমত ইনপুট ডিভাইস সিলেকশন
  • দ্বিতীয়ত আউটপুট সিলেকশন এবং
  • ইনপুট-আউটপুট ডিভাইস অনুসারে ল্যাডার লজিক ডেভেলাপ

ইনপুট নির্ধারণ

X0 – স্টার্ট পুশ বাটন সুইচ (নরমালি ওপেন কন্ট্যাক্ট)

X1 – স্টপ পুশ বাটন সুইচ (নরমালি ক্লোজ কন্ট্যাক্ট)

আউটপুট নির্ধারণ

Y0 – মোটর রিলে

Y1 – মোটর রান লাইট

Y2 – মোটর স্টপ লাইট

ল্যাডার লজিক ডায়াগ্রাম

ডাইরেক্ট অনলাইন স্টার্টার
ডাইরেক্ট অনলাইন স্টার্টার

ল্যাডার লজিক ডায়াগ্রামের বিবরণ

  • যখন স্টার্ট পুশবাটন সুইচ প্রেস করা হবে তখন X0 অন হবে এবং রিলে Y0 চালু এবং ল্যাচড হবে।
  • একইভাবে মোটরের রান লাইট জলে উঠবে।
  • যখন স্টপ পুশবাটন সুইচ প্রেস করা হবে তখন মোটর রিলের নরমালি ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হবে এবং মোটর বন্ধ হবে।

আরো কিছু আর্টিকেল

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-১ | দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-২ | মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৩ | অয়েল পাম্প এবং মোটর কন্ট্রোলিং

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৪ । Milk Candy কাউন্টার প্রোগ্রাম