ট্রান্সফরমারে আয়রন কোরের পরিবর্তে অন্য ধাতুর কোর ব্যবহার করলে কি হবে?

0
1153

আমরা সকলেই জানি, ট্রান্সফরমারের মূল অংশ দুটো। যথাঃ

  • কোর
  • কয়েল

আর মেটাল কোর ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রোম্যাগনেট তৈরি করে চৌম্বকক্ষেত্র তৈরি করা। এক্ষেত্রে লোহার কোর ব্যবহার করাটাই সর্বোত্তম। কারণ আমরা জানি, লোহার চৌম্বক প্রবেশ্যতা অন্যান্য ধাতুর তুলনায় অনেক বেশি।

এখন নিশ্চয় মনে মনে কৌতূহল জাগ্রত হচ্ছে চৌম্বক প্রবেশ্যতাটা আবার কি?

চৌম্বক প্রবেশ্যতা

চৌম্বক প্রবেশ্যতা হল পদার্থের একটি বিশেষ ধর্ম যার দরুণ এক পদার্থ অপেক্ষা অন্য পদার্থের ভেতর দিয়ে চৌম্বক বলরেখা সহজে যেতে পারে।

  • ব্যাপারটিকে আপনি ছাকন প্রক্রিয়ার সাথে তুলনা করতে পারেন।
  • কোন কিছু ছাকতে গেলে ভারী জিনিসগুলো ছাকনির মধ্যে আটকে যায় এবং হালকা মিহি জিনিসগুলো পাত্রে গিয়ে পতিত হয়। এখানে মিহি জিনিসের প্রবেশ্যতা ভারী জিনিসের তুলনায় অনেক বেশি।
  • এখন আপনি যদি আয়রন কোরের পরিবর্তে অন্য কোন ধাতুর কোর ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে হিস্টেরেসিস লস বেড়ে যাবার সম্ভবনা প্রকট হবে।
ট্রান্সফরমার কোর এবং ম্যাগনেটিক ফ্লাস্ক
ম্যাগনেটিক ফ্লাস্ক

হিস্টেরেসিস লস কি?

  • ট্রান্সফরমার কোর তৈরি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বস্তু যেমন লোহা, ফেরাইট কোর প্রভৃতি দ্বারা।
  • এখন এই ট্রান্সফরমার যখন কোন অল্টারনেটিং কারেন্টের মাধ্যমে পরিচালিত হয়।
  • আর এসি কারেন্টের যখন পজিটিভ হাফ সাইকেল আসে তখন কোরটি ম্যাগনেটাইজড হবে এবং যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন কোরটি ডি-ম্যাগনেটাইজড হবে।
  • যার ফলে সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স বারংবার দিক পরিবর্তন করতে থাকে এবং এই দিক পরিবর্তনের ফলে কিছু শক্তি তাপ হিসাবে নির্গত হয় যা কোন কাজে লাগে না। একেই হিস্টেরেসিস লস বলে।
  • হিস্টেরেসিস লস কমানোর জন্য উচ্চ ভেদনক্ষমতাসম্পন্ন ম্যাগনেটিক কোর ব্যবহার করতে হবে। 
  • এখানে উল্লেখ্য যে এই হিসটেরেসিস লস শুধু যে ট্রান্সফরমারেই হয় তা কিন্তু নয়। মোটর, জেনারেটর, ফ্যান থেকে শুরু করে যেখানেই কোন কয়েলকে চৌম্বকীয় বস্তুর উপর প্যাঁচিয়ে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হবে সেখানেই হিস্টেরেসিস লস দেখা যায়।
  • তবে জেনারেটর আর ট্রান্সফরমার এ এই হিস্টেরেসিস লসটি বেশি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

আয়রন কোর কিভাবে হিস্টেরেসিস লস কমাতে সাহায্য করে?

আর তাই আয়রন কোর ব্যবহার করে ফ্লাস্ক পেনিট্রেশন বাড়িয়ে এই লস অনেকাংশে কমিয়ে আনা যায়। আর এভাবে আয়রন কোর হিস্টেরেসিস লস কমাতে সাহায্য করে।

ট্রান্সফরমার আয়রন কোর
আয়রন কোর

অন্য ধাতুর কোর ব্যবহার করলে কি হবে?

  • কিন্তু আপনি যদি অন্য কোন ধাতুর কোর যেমন এলুমিনিয়ামের কোর ব্যবহার করেন তাহলে কিন্তু ম্যাগনেটিক ফ্লাস্ক পেনিট্রেশন অনেক কম হবে এবং ম্যাগনেটাইজড-ডিম্যাগনেটাইজড প্রসেসে প্রচুর ফ্লাস্ক অপচয় হবে।
  • ফলশ্রুতিতে প্রচুর তাপ নির্গত হয়ে ট্রান্সফরমারটি গরম হবে।
  • আবার যদি এলুমিনিয়ামের পরিবর্তে গোল্ড ব্যবহার করা হয় এই হিস্টেরেসিস লস আরো বেড়ে যাবে।

উপরের উদাহরণ থেকে আবার বলা যায় আপনি যখন কোন কিছু ছাকতে যান তখন মিহি বস্তুগুলো পাত্রে চলে যায় এবং ভারী বস্তু গুলো জালে আটকে গিয়ে জালের উপর উল্টো চাপ সৃষ্টি করে। যেমনটি এলুমিনিয়াম এবং গোল্ডের ম্যাগনেটিক কোরের ফ্লাস্ক সৃষ্টি করেছে।

ট্রান্সফরমার নিয়ে আরো কিছু পোস্ট

ট্রান্সফরমারের নিউট্রালকে আর্থিং করা হয় কেন?

ট্রান্সফরমারের গায়ে Dny11 লিখাটির অর্থ কি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here