টাওয়ারের ক্রসআর্মের সাথে ইন্সুলেটর কিভাবে সংযোগ করা হয়?

টাওয়ারের ক্রসআর্ম আমরা সকলেই দেখেছি। ক্রসআর্ম হল টাওয়ারের দুই হাতের ন্যায় যার মাধ্যমে এটি ইন্সুলেটর, ইন্সুলেটর পিন, তার, বার্ড প্রটেক্টর, লাইটনিং এরেস্টার ধারণ করে। ক্রসআর্ম সাধারণত কাঠের এবং স্টিলের তৈরি হয় এবং এগুলো পোল বা টাওয়ারের মাথায় আড়াআড়িভাবে লাগানো থাকে।

ক্রসআর্মের প্রকারভেদ

ক্রসআর্মকে সাধারণত নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • টেলিফোন আর্ম
  • পাওয়ার ডিস্ট্রিবিউশন আর্ম
  • ট্রান্সমিশন আর্ম

ক্রস আর্মের সাথে ইন্সুলেটর সংযোজন পদ্ধতি

পোলে ক্রস আর্ম সংযোজন

  • পোলে ক্রস আর্ম সংযোজনের জায়গায় আগে থেকেই ছিদ্র করে নিতে হবে। তাহলে অনেক সহজেই নাট বোল্ট লাগানো যায়।
  • এছাড়া পোল তোলার আগেই স্টে ক্ল্যাম্প, ডি-আয়রন ক্ল্যাম্প প্রভৃতি লাগিয়ে নিলে ভাল হয়। উল্লেখ্য যে, স্টে ক্ল্যাম্প ইন্সুলেটরকে হোল্ড করে রাখতে ব্যবহৃত হয়।
  • ক্রস আর্মের অবস্থা বিবেচনা করে আগে বা পোল তোলার পরে লাগানো যেতে পারে।
  • হাল্কা পোল এবং হাল্কা ক্রস আর্মের ক্ষেত্রে আগেই লাগিয়ে নেয়া সুবিধাজনক। কিন্তু ভারী পোল এবং ভারী ক্রসআর্মের ক্ষেত্রে পরে লাগালেই সুবিধাজনক।
  • ভূমি থেকে ক্রসআর্ম পোলে তোলার জন্য পোলের মাথায় কপিকল বেধে তার মধ্য দিয়ে দড়ি/চেইনের সাহায্যে নিচ থেকে উপরে তোলা হয়। পোলের উপর কর্মী থাকে যারা ঐগুলো যথাক্রমে ক্ল্যাম্প বা থ্রু বোল্ট দিয়ে লাগিয়ে দেয়।

টাওয়ারে ক্রসআর্ম সংযোজন

  • টাওয়ারে ক্রসআর্ম লাগানোর জন্য ডেরিক পোল বা গিন পোল, কপিকল ইত্যাদি ব্যবহার করা যায়।
  • কোন কোন ক্ষেত্রে ক্রস আর্মের খন্ডগুলো একটি করে ডেরিক পোল বা কপিকল ইত্যাদির সাহায্যে উপরে উঠিয়ে নাট বোল্ট দিয়ে আটকিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ ক্রসআর্ম তৈরি করা যায়।
  • আবার কোন কোন ক্ষেত্রে জমিতে চ্যানেল সংযোজন করে সম্পূর্ণ ক্রস আর্ম তৈরি করা যায়। অতঃপর কপিকল, ডেরিক পোলের সাহায্যে উপরে তুলে ফিটিং করা যায়।
  • টাওয়ারে সর্বপ্রথম উপর থেকে শুরু করে নিচের দিকে পর্যায়ক্রমে ক্রস আর্ম লাগানো হয়। এই কাজ খুব সাবধানে এবং দক্ষ লোকের সাহয্যে করা হয়।
টাওয়ার ক্রসআর্মে ইন্সুলেটর সংযোজন
টাওয়ার ক্রসআর্ম

এতক্ষণ পোলে বা টাওয়ারে কিভাবে ক্রস আর্ম সংযোজন করতে হবে সেটা জানলাম। এবার জানব এই ক্রসআর্মে কিভাবে ইন্সুলেটর সংযোগ করা হয়। চলুন শুরু করা যাক।

পোলের ক্রস আর্মে ইন্সুলেটর সংযোজন

  • গর্তে স্থাপনের আগেই যে সমস্ত পোলে ক্রস আর্ম, ডি-আয়রন ক্ল্যাম্প ইত্যাদি সংযোজিত থাকে সেক্ষেত্রে কম পরিশ্রমে ও সহজে ভূমিতে বসেই পিন ইন্সুলেটর, শ্যাকেল ইন্সুলেটর, রিল ইন্সুলেটর ইত্যাদি লাগানো যায়।
  • ইন্সুলেটরের ধাতব পিনের দুপাশে প্যাচযুক্ত থাকে। এর এক পাশের প্যাচ ইন্সুলেটরে প্রবিষ্ট অবস্থায় থাকে। অপর পাশের প্যাচযুক্ত মাথাটি ক্রস আর্মে নির্দিষ্ট ছিদ্রে প্রবেশ করিয়ে ক্রস আর্মের তলার স্ট্রিং ওয়াশার এবং নাট দিয়ে আটকানো হয়।
  • শ্যাকল ও রিল ইন্সুলেটরগুলো ডি-আয়রন ক্ল্যাম্পে বসিয়ে নাট, ওয়াশার এবং বোল্ট দিয়ে লাগানো হয়। লাগাবার সময় বোল্টের মাথা উপরের দিকে রাখা হয়।
  • পোলের মাথায় বসে ইন্সুলেটরগুলো সংযোজন করতে হলে পোলের উপর বসে ঐগুলো যথাস্থানে আগের মতই লাগিয়ে দিতে হবে।
  • নিচ থেকে যন্ত্রপাতি, ইন্সুলেটর, মালামাল ইত্যাদি পোলের মাথায় উঠানোর জন্য মই, কপিকল, লিফট, ক্রেন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে।

টাওয়ারের ক্রস আর্মে ইন্সুলেটর সংযোজন

  • টাওয়ার স্থাপনের কাজ সম্পূর্ণ হওয়ার পর লাইন লাগানোর আগে ক্রস আর্মে ইন্সুলেটর লাগানো হয়।
  • সাসপেনশন বা স্ট্রেইন ইন্সুলেটর স্ট্রিং উপরে তোলার জন্য কপিকল ক্রস আর্মের তলায় হ্যাংগারের কাছাকাছি বাধাতে হবে।
  • ইন্সুলেটরের স্ট্রিং তোলার আগে স্ট্রিং এর তলায় স্ল্যাচ ব্লক লাগিয়ে নেয়া যেতে পারে।
  • ইন্সুলেটর তোলার কাজে ব্যবহৃত দড়িটি কয়েকটি ডিস্ক ছেড়ে বাধা হয়।
  • ইন্সুলেটর স্ট্রিংটি ক্লোভস টাইপ অথবা বল সকেট টাইপ হতে পারে।
  • ক্রস আর্মে নির্দিষ্ট স্থানে ঝুলানোর জন্য ইন্সুলেটর স্ট্রিং এর উপরের মাথার ধাতব অংশের ছিদ্রে নাট বোল্ট, সকেট পিন, ক্ল্যাম্প ইত্যাদি লাগিয়ে দেয়া হয়।
টাওয়ার ক্রসআর্মে ইন্সুলেটর সংযোজন
টাওয়ার ক্রসআর্মে ইন্সুলেটর সংযোজন

আরো কিছু পোস্ট

ইন্সুলেটর নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সাসপেনশন ইন্সুলেটর

পোল এবং টাওয়ার দুই ভাইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা