AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ নয় কেন? ১ টন সমান কত KW পড়ুন

6
36347
টন

এই লেখাটিতে যে বিষয়গুলো আলোচনা করা হবেঃ

১। AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?

২। ১ টন সমান কত KW?

৩। Single Phase and Three Phase ২ টন AC-তে কত আম্পিয়ার কারেন্ট নেয়?

৪। ২ টন ও ১ টন এসি এর জন্য IMCB এর সাইজ কত হবে?

AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?

এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রােম থেকে remove করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়।

তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ BTU  ১০০০ কিলােক্যালরি বা ৪১২০ কিলােজুল তাপ remove করতে পারে তাকে এক টন এসি বলে। এজন্য এসিকে টন হিসাবে তৈরি হয়। BTU = British thermal unit

১ টন সমান কত KW?

১ টন রেফ্রিজারেশন হল প্রায় ১২০০০ বিটিউ/ঘন্টা এর সমান বা ৩৫১৬.৮৫২৮ ওয়াট এর সমান। 

আমরা জানি,

1 RT = 3.5168525 kW

One kilowatt is equal to 0.284345 refrigeration ton:

1 kW = 0.28434517 RT

So the power P in kilowatts (kW) is equal to the power P in refrigeration tons (RT) times 3.5168525:

P(kW) = P(RT) × 3.5168525

Single Phase and Three Phase ২ টন AC-তে কত আম্পিয়ার কারেন্ট নেয়?

Single Phase AC system

মনে করা যাক, 230V AC and Power factor, Cosθ = 0.95  

1 Ton = 3,516.8528 Watts = 3.516 kW.

2 Ton = 2 x 3.516 kW = 7.032kW = 7032W Power in a Single Phase AC System

আমরা জানি,

P = V x l Cosθ

২ টন = ৭০৩২ ওয়াট

তাহলে, 

I = P / (V x Cosθ)….. Where Cosθ = Power factor

I = 7032W / (230V x .95)

I (কারেন্ট) = 32.18 A

Three Phase System

মনে করা যাক,

440V and Power factor,  Cosθ = 0.85, P = ২ টন = ৭০৩২ ওয়াট

আমরা জানি,

P = 3 x VL x IL Cosθ

I = P / (3 x V x Cosθ)

I = 7032W / (1.732 x 440Vx.85) Where Cosθ = Power factor and 3 = 1.732

I = 10.855 A

তাহলে ২ টন এসি এর কারেন্ট লাগে ১০.৮৫৫ এম্পিয়ার

IMCB এর সাইজ কত হবে ২ টন ও ১ টন এসি এর জন্য?

আমরা উপরে ক্যালকুলেশন করে কারেন্ট বের করলাম Single Phase 32.18 A Three phase 10.855A

সাধারণত স্টার্টিং এর সময় বেশি কারেন্ট টানে। ফুল লােড আবস্থায় সব কিছু বিবেচনা করে দেখা যায় সিঙ্গেল ফেজ এর জন্য 40A MCB Class C এবং থ্রি ফেজের জন্য 20A Class C MCB ব্যবহার করলে চলবে।

বি. দ্রঃ বর্তমানে মার্কেটে লাে কোয়ালিটির MCB পাওয়া যায়। সে সব ক্ষেত্রে রেটিং ঠিক থাকে না।

সংগৃহীত

6 COMMENTS

  1. Md. Anisur Rahman Sk. Md. Anisur Rahman Sk.

    1ton =3.5 kw, eta naki elecftrical KW na. ekhane naki r o onk bepar ase thermel coefficient n others calculation er. Normally 1ton AC er electrical power dhora hoy 1 to 1.5 KW. jodi 3.5KW e hoy then amps 32, ja kina single phase e onk beshi amp and amr mone hoina j ekta 1ton AC te full load e 32 amp current nei…..1ton = 3.5 KW eta electrical Watt, ae bishoy ami clear na,,,,onk e onk dhoroner kotha bole…

    • can you please, provide the right information? We will be grateful to you.

    • Please share your view with proper explanation. If your concept right then we will add that in this article.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here